

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে যেভাবে সাজবেন
লাইফস্টাইল ডেস্ক:-
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন। এ দিনটিকে ঘিরে
সবার মনেই ভিন্ন রকমের পরিকল্পনা থাকে। এ বছর একই দিনে বাঙালি দুইটি উৎসব পালন
করবে।
আর বাঙালিয়ানার খাতিরে পয়লা ফাল্গুনে সবাই হলুদ বা সুবজ শাড়িতেই
নিজেদের জড়িয়ে রাখেন নারীরা। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে ভালোবাসা দিবসে আবার
অনেকেই লাল পোশাক পরতে পছন্দ করেন।
তাই এবারের ১৪ ফেব্রয়ারিতে সবাই যেমন খুশি তেমন পোশাকই পরতে পারেন।
কেউ চাইলেই পরতে পারেন হলুদ-সবুজ বা কেউ লাল শাড়ি।
অন্যদিকে পুরুষরাও হলুদ পাঞ্জাবি, লাল বা যেকোনো রঙের পোশাক পরেই
দিনটি উদযাপন করতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক ১৪ ফেব্রুয়ারির দিনে সাজবেন
যেভাবে-
* যেহেতু শীত অনেকটাই কমেছে দিনের বেলায়। তাই ভারি পোশাকের বদলে
একটু হালকা পোশাক পরুন এদিন।
* এদিন ফুলের বাহার সবখানেই। তাই সাজসজ্জার সঙ্গে চুলে একটু ফুল
জড়িয়ে নিতে পারেন। লাল, হলুদ, সাদা যেকোনো রং আপনার পোশাকের সঙ্গে মানিয়ে নিতে
পারেন।
* দিনে বাইরে বের হলে অনেক বেশি সাজ এড়িয়ে চলুন। উচ্চমাত্রার মেকাপ
এড়িয়ে চলুন।
* ছেলেদের পাঞ্জাবি একটু জাঁকালো হলে বেশ ভালোই লাগবে।
* বিকেলের দিকে বের হলে সঙ্গে একটি শাল রাখুন।
* মেয়েরা চুল খোলা না রেখে একটু হাতখোপা বা বেনিতে ফুল গুঁজে নিতে
পারেন এতে বেশ জমকালো লাগবে।
* শাড়ির সঙ্গে গয়নার রং, ফুলের সংযোগটা যুতসই হচ্ছে কিনা একটু
যাঁচাই করে নেবেন।
* নারীরা চাইলে জামদানি, সুতি, সিল্ক বা জর্জেটের শাড়ি পরতে পারেন।
সঙ্গে থ্রি-কোয়ার্টার ব্লাউজ ভালো মানিয়ে যাবে।
* দিনে বের হওয়ার সঙ্গে অবশ্যই সানগ্লাস রাখবেন। আর সানস্ক্রিন
মুখে, গলায় ও হাতে মেখে বের হবেন।
* চোখ সাজাতে হালকা আইশ্যাডো ব্যবহার করুন। মাশকারা আর আইলাইনার
গাঢ় করে লাগিয়ে নিন, চোখের নিচে চওড়া করে কালো কাজল দিন। দেখবেন সাজ ফুটে উঠেছে।
* ঠোঁটে দিন লাল কিংবা বাদামি ন্যুড রঙের লিপস্টিক। আর কপালে একটি
লাল রঙের বড় টিপ।
*যেহেতু করোনাকাল, তাই বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরবেন। সঙ্গে
হ্যান্ড স্যানিটাইজার রাখতে ভুলবেন না।
এই বিভাগের আরও খবর

ডেমরায় চাঁদার দাবীতে হত্যা চেষ্টার অভিযোগে কাউসার বাহিনীর বিরুদ্ধে মামলা

অবৈধ ভাবে গড়ে ওঠা প্রাইভেটকার/সিএনজি স্ট্যান্ডে নাভিশ্বাস উঠছে কোনাপাড়া বাসীর

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

কাল থেকে লকডাউন : প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা

গণপরিবহনে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি , ভাড়া দ্বিগুণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি

নলছিটি উপজেলার ১ নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একে এম আব্দুল হক

একদিনে সর্বোচ্চ ৬৮৩০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫০

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বোমা: ১৪ আসামির মৃত্যুদণ্ড

করোনা মোকাবেলায় ট্রাফিক-ডেমরা জোনের মাস্ক বিতরন

কদমতলী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন

ধর্ষনের চেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদিকে প্রাণ নাশের হুমকি

সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন, খোলা থাকবে শিল্পকারখানা

দৈনিক জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন

নাকে সরিষার তেল দিন ও গরম পানির ভাপ নিন: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ!

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

৮ দিনের কঠোর লকডাউন শুরু

জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ

ডেমরায় বকেয়া বেতনের দাবীতে গার্মেন্টস মালিক অবরুদ্ধ

দ্বীনি শিক্ষার প্রসারে মাতুয়াইল আদর্শ বাগে হাকীমুল উম্মত কওমী মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে

শোক সংবাদ
