Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

উখিয়ায় মাটিকাটার সময় পাহাড় ধ্বসে তিন রোহিঙ্গা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাটি কাটার সময় পাহাড় ধ্বসে ৩ রোহিঙ্গা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল  বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার সময়  উখিয়ার মুহুরীপাড়ায় মাটি কাটার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিহতরা হচ্ছে,উখিয়ার কুতুপালং ১/ইস্ট ক্যাম্পের বি/১ ব্লকের মৃত মোঃওয়ারেসের পুত্র সৈয়দ আকবর (২০), ডব্লিউ /১ ক্যাম্পের সি/১৪ ব্লকের মৃত আবদুল মতলবের পুত্র জাহিদ হোসেন (২৪) ও ১৭ নম্বর ক্যাম্পের এইচ/১০৭ নম্বর ব্লকের সুলতান আহাম্মদের পুত্র নুর কবির (২৭)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উখিয়ার মুহুরী  পাড়া এলাকার বাসিন্দা নেছার আহমদের বাড়ি সংলগ্ন পাহাড়ের মাটি কাটার কাজ করছিল এক দল  রোহিঙ্গা শ্রমিক।মাটি কাটার এক পর্যায়ে পাহাড়ের উপরিভাগের অংশ ধ্বসে  পড়ে। এ সময় কর্মরত ৩ শ্রমিক মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের মরদেহ সকাল ৯টার সময়  উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছে।উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সংবাদ পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আরও খবর



গোপন কক্ষে প্রবেশ, ইসির নির্দেশনায় আটক ২

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে  সিটি করপোরেশনের ১০৩ নম্বর ও ১০১ নম্বর কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং করে দুইজনকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে ইসি। এক কমিশনার এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে একজনকে তিন দিন আটক রাখার আদেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট। ইসি ঢাকা থেকে সিসিটিভি দেখা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া, ১০১ নম্বর কেন্দ্রে আব্দুর রহিম নামে একজন আটক করা হয়েছে। গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করায় তাদের আটক করা হয়েছে বলে জানায় ইসি।

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনার পালা। ভোট হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে, কে হচ্ছেন গাজীপুরের পরবর্তী মেয়র।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।


আরও খবর



৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের উপস্থিতিতে পর্দা উঠল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।

দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে ভিড়ের কমতি ছিল না।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডসহ অন্য সদস্যদের।

তারা হলেন- ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

এর আগে ঘোষণা হয়েছে এবারের উৎসবের প্রধান বিচারক হিসেবে আছেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড। মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত ১৩ এপ্রিল সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।

এবারের প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো, পরিচালক: জেসিকা হাউসনার। দ্য জোন অব ইন্টারেস্ট, পরিচালক: জোনাথন গ্লেজার। ফলেন লিভস, পরিচালক: আকি কৌরিসমকি। ফোর ডটার্স, পরিচালক: কাউথার বেন হানিয়া। অ্যাস্টেরয়েড সিটি, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন। অ্যানাটমি ডি উনে চুট, পরিচালক: জাস্টিন ট্রিয়েট। মনস্টার, পরিচালক: হিরোকাজু কোর-এডা। সল ডেলভানাইর, পরিচালক: নান্নি মরেট্টি। লা চিমেরা, পরিচালক: এলিস রোহরওয়াচার। লা’টে ডেরনির, পরিচালক: ক্যাথেরিন ব্রেইল্লাত। লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, পরিচালক: ট্রান আনহ হুং। অ্যাবাউট ড্রাই গ্রাসেস, পরিচালক: নুরি বিলগে চেইলান। মে ডিসেম্বর, পরিচালক: টড হেইন্স। রাপিটো, পরিচালক: মার্কো বেলোচ্চিও। ফায়ারব্র্যান্ড, পরিচালক: করিম আইনুজ। দ্য ওল্ড ওক, পরিচালক: কেন লোচ। বনেল এট আদমা, পরিচালক: রামাতা-তৈলায়ে সি। পারফেক্ট ডেইজ, পরিচালক: উইম ওয়েন্ডারস এবং সর্বশেষ চলচ্চিত্র জেউনেস্সে, পরিচালক: ওয়াং বিং।

প্রতিযোগিতার বাইরে যে চলচ্চিত্রগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম কয়েকটি চলচ্চিত্র হলো- কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক: মার্টিন স্কোরসেস। জেয়ান্নে ডু ব্যারি, পরিচালক: মাঈয়েন। দ্য আইডল, পরিচালক: স্যাম লেভিনসন। কাবওয়েব, পরিচালক: কিম জি-উন এবং ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, পরিচালক: জেমস ম্যাঙ্গোল্ড।


আরও খবর



বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে এই তরুণ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলাগুলির মধ্যে একটি ফুটবল এবং এই ফুটবল খেলেই অনেকে কোটিপতি হয়েছেন। কেউ কেউ তো বিশ্বের শীর্ষ আয় করা ক্রীড়াবিদও হয়েছেন। এদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ডেভিড বেকহ্যাম ও ওয়েন রুনিরা। তবে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে, এই প্রশ্নের উত্তরে অনেকে চমকে জেতে হবে। কেননা ওপরের তালিকার কেউই সবচেয়ে ধনী ফুটবলারের তকমা পাননি!

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ফাইক বলকিয়াহ! তরুণ এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ব্রুনাই রাজকীয় পরিবারের সদস্য। দেশটির জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। বর্তমানে থাইল্যান্ডের দল চোনবুরি এফসির হয়ে খেলছেন ফাইক।

ফাইক বলকিয়াহর ১৯৮৮ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্ম হয়। কৈশরে তিনি চেলসি যুব দল ও অনূর্ধ্ব-১৮, লেস্টারের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২৩, সাউদাম্পটন এসিএ, নিউবুরি ইয়ুথ, মারতিমো বি ও মারতিমোর হয়ে খেলেছেন।

বলকিয়াহর ট্রান্সফার মূল্য অবশ্য খুবই কম (২১৫৬৫০ মার্কিন ডলার)। তবে রাজকীয় পরিবারের কারণেই তিনি মূলত বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার।

২৫ বছর বয়সী বলকিয়াহ ব্রুনাইর প্রিন্স জেফরি বলকিয়াহর সন্তান। এই জেফরি আবার ব্রুনাইয়ের বর্তমান সুলতান হাসানাল বলকিয়াহর ভাতিজা। ফাইক বলকিয়া ব্রুনাই ও যুক্তরাষ্ট্র দুজায়গারই নাগরিক। তিনি গ্রেট ব্রিটেনের ব্র্যাডফিল্ড কলেজ থেকে লেখাপড়া করেছেন।

কিশোর বয়সে ফাইক সাউদাম্পটন, চেলসি ও লেস্টার সিটির অ্যাকাডেমিতে অনুশীলন করেছেন। তবে তিনি প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর মূল দলের হয়ে খেলতে ব্যর্থ হয়েছেন। পরে ২০২০ সালে পর্তুগালের ক্লাব মারিতিমোতে যোগ দেন।


আরও খবর



পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলারের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তনিও কারবাহাল। ৯৩ বছর বয়সে মারা গেলেন মেক্সিকোর সাবেক এই গোলরক্ষক। খবর ইএসপিএনের।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কারবাহাল বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে হাসপাতালেও নিতে হয়েছিল। তবে সেখান থেকে আর ফেরা হলো না।

কারবাহালের মৃত্যুতে ১৯৫০ বিশ্বকাপ খেলা কোনো ফুটবলার আর জীবিত রইল না। ব্রাজিলের সেই আসরে ঐতিহাসিক মারাকানায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়েই কারবাহালের বিশ্বকাপ অভিষেক হয়েছিল। এমনকি সেই বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন তিনিই।

এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৬২ বিশ্বকাপে খেলে প্রথম ফুটবলার হিসেবে গড়েন চারটি বিশ্বকাপে খেলার কীর্তি। পরে ১৯৬৬ বিশ্বকাপেও খেলে রেকর্ড নিয়ে যান তিনি নতুন উচ্চতায়। এক পর্যায়ে তার নামই হয়ে যায় ‘দা ফাইভ কাপস।

পরে ১৯৯৮ বিশ্বকাপে কারবাহালের রেকর্ড স্পর্শ করেন জার্মান কিংবদন্তি লোথার মাথেউস। এরপর সেই রেকর্ডে ক্রমে নাম লেখান কারবাহালের স্বদেশী রাফায়েল মার্কুয়েস, আন্দ্রেস গুয়ার্দাদো ও গিয়েরমো ওচোয়া, ইতালির জানলুইজি বুফ্ফন, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

নিজ দেশের ক্লাবেই পুরো ক্যারিয়ার কাটিয়েছেন তিনি। নিজ শহরের ক্লাব লেয়নের হয়ে বেশিরভাগ সময় ছিলেন। পরে এই ক্লাবকে কোচিংও করান তিনি। কোচিংয়ে তার ক্যারিয়ার ছিল দুই যুগের বেশি।


আরও খবর



টাংগাইলে মধুপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :সোমবার (২২ মে)  দুপুরে মধুপুর জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক  খন্দকার আলমগীর হোসেন শিমুল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল। এ সময় আরও  উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক,জেলা আওয়ামীলীগের শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল হুদা নবীনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত বর্ধিত সভার মূল আলোচনার বিষয় ছিলো  আগামী ২৭ মে টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি- বার্ষিক  সম্মেলন  সফল ও সার্থক করার লক্ষ্যে  আলোচনা  করা হয়। উক্ত বর্ধিত সভায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুরের বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যুবলীগের সদস্য মো. লোকমান হোসেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩