Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

ট্রেনের টিকিট ১০ দিন আগেই মিলবে, বিক্রি শুরু আজ

প্রকাশিত:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে আন্তঃনগর ট্রেনে যাত্রার ১০ দিন পূর্বেই ক্রয় করা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে আজ শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে পাঁচদিন পূর্বে পাওয়া যেত অগ্রিম টিকিট।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম এ টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। তবে ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, ‘১ এপ্রিল থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপত্ভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।

এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট দেওয়া হবে আগামী ৭ এপ্রিল থেকে। প্রতিবারের মতো ঈদ উপলক্ষে কাউন্টারে ঈদযাত্রার টিকিট বিক্রি আর হবে না। কাউন্টার ঘিরে থাকবে না সাধারণ মানুষের দীর্ঘ লাইন। তবে কাউন্টার থেকে সিটবিহীন টিকিট পূর্বের নিয়মে বিক্রি হবে।

এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম কিরণ শিশির।

তিনি বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। ৭ এপ্রিল থেকে টানা ৫ দিন অর্থাৎ ১৭ থেকে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট কাটা যাবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে এসব টিকিট কাটতে হবে।

শাহ আলম কিরণ আরও বলেন, ‘টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।


আরও খবর



দৌলতপুরের সন্তান হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মরহুম নাসির উদ্দীন মাস্টারের ২য় সন্তান মোঃ হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ করলেন। বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের বিএনএস ঈসা খা ঘাঁটিতে কমচিট অফিসে লেফটেন্যান্ট কমান্ডারের ব্যাজ পরিয়ে দেন চট্রগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার এ্যাডমিরাল মামুন চৌধুরী। দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের সন্তান মোঃ হুমায়ূন কবীর ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনী তে কমিশন লাভ করেন । তিনি ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম শ্রেণীতে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।তিনি বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজ এ অধিনায়ক এর দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি সকলের দোয়া

প্রার্থী। উল্লেখ্য মরহুম নাসির উদ্দীন মাস্টারের ৪ পুত্র সন্তান প্রথম মোঃ মঞ্জুর কবীর কুষ্টিয়া সরকারী কলেজের পদার্থ বিদ্যার সহকারী অধ্যাপক,দ্বিতীয় মোঃ হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার, তৃতীয় মোঃ নাজমূল কবীর পলাশ আল্লারদর্গা জনতা ব্যাংক শাখার সেকেন্ড অফিসার, চতুর্থ নিয়ামূল কবীর কুষ্টিয়া পৌরসভার গুরুত্ব পূর্ণ পদে কর্মরত রয়েছেন।


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




নবীনগরে সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া (৫) আসন নবীনগর নির্বাচনী এলাকার সাবেক এমপি, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মরহুম এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের প্রথম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে আলীয়াবাদ চারগ্রাম আর্দশ উচ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী খাইরুল আমিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, স্বাগত বক্তব্য রাখেন চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর পৌর মেয়র এড. শিব শংকর দাস, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আলমগীর হোসেন শিপন, ভিপি আব্দুর রহমান, জিকরুল আহমেদের মেয়ে মাহিন আহমেদ ইশা।

প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সস্পাদক একেএম আসাদুজ্জামান কল্লোল, ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রভাষক হুমায়ন কবির, উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, হাবীবুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবারবর্গ এবং এলাকাবাসী।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে তার রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়। অপর দিকে শনিবার বিকেলে নবীনগর পৌর এলাকার আলমনগরে মরহুম এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের নিজ গ্রামে,  গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়জুর রহমান বাদল।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




দেশে ফিরলেন টাইগাররা

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক: দুই ভাগে ভাগ হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সফল সিরিজ শেষে গতকাল বিকাল ৫টার দিকে একই বহরে ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও লিটন দাস। পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। আর বাকি চারজন সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করে দেশে ফিরবেন।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ খেলতে গত ১ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন তারা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।


আরও খবর



তারেক-জেবায়দার মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা.জোবায়দা রহমানের অবৈধ সম্পদ অর্জনের মামলায় আরও ২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষীরা হলেন সুন্দরবন এয়ার ট্রাভেলসের জ্যেষ্ঠ নির্বাহী হিসাবরক্ষক মো. গোলাম কিবরিয়া এবং হিসাবরক্ষক শেখ মজিবুর রহমান। তারা মামলাটিতে জব্দ তালিকার সাক্ষী ছিলেন। দুদক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুদকের পক্ষে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে সহায়তা করেন।

এদিকে, আজও আগের দুই দিনের মতো বিএনপি দলীয় আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন না। তবে আওয়ামী লীগ সমর্থিত শতাধিক আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষ আদালত আগামী ৫ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। এ নিয়ে মামলাটির ৫৬ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

এর আগে গত ৩০ ও ৩১ মে সাক্ষ্য গ্রহণের তারিখ রাখায় বিএনপি দলীয় আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগ দলীয় আইনজীবীদের আদালত কক্ষে এবং সামনে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মহানগর দায়রা জজ আদালতের নাজির কোতোয়ালি থানায় একটি জিডিও করেছেন। সেখানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহম্মেদ তালুকদারসহ ২৮ আইনজীবীর নাম উল্লেখ করে এবং বিএনপিপন্থি ১০০ থেকে ১৫০ অজ্ঞানতামা আইনজীবীর কথা উল্লেখ রয়েছে।

মামলায় গত ২১ মে একই আদালত মামলার বাদী দুদকের উপপরিচালক ড. মোহাম্মদ জহুরুল হুদার সাক্ষ্য গ্রহণ করেন। এর আগে গত ১৩ এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন।

চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক ও জোবায়দাকে ‘পলাতক’ ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন।

রিট খারিজ করে দেওয়া রায়ে হাইকোর্ট একইসঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এ মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন। এছাড়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এ রায় পাওয়ার ১০ দিনের মধ্যে মামলার রেকর্ড ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে বলা হয়।

ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

চিকিৎসক জোবাইদা বর্তমানে স্বামী তারেকের সঙ্গে ১৩ বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। জোবায়দার বিরুদ্ধে দদুক মামলাটি করেছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে। তবে উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালে এর কার্যক্রম স্থগিত হয়ে যায়। এখন সেই বাধা কাটল।

নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের মেয়ে জোবায়দা ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন। তার দুই বছর আগে তারেকের সঙ্গে তার বিয়ে হয়।

খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সালে কারামুক্তির পর স্ত্রী-মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে যান। ছুটি নিয়ে যাওয়ার পর আর কর্মস্থলে না ফেরায় ২০১৪ সালে জোবায়দাকে বরখাস্ত করে সরকার।


আরও খবর



ইতালি বন্যায় বিপর্যস্ত, নিহত ১৩

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইতালির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া বিলিয়ন বিলিয়ন ইউরোর সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। খবর বিবিসি ও রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে দেশটির রোমাংগনার পূর্বাঞ্চলীয় অংশে ৩০০ এর বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ২৩ নদী প্লাবিত হয়েছে এবং ৪০০ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ৪২টি পৌরসভা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। এমিলিয়া-রোমাগনার প্রেসিডেন্ট স্টিফানো বোনাচ্চিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নতুন ভূমিকম্পের মুখোমুখি হয়েছি।

অন্যদিকে রাভেন্না শহরের মেয়র বিবিসিকে বলেছেন, শতকের মধ্যে এটি ভয়াবহ দুর্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ৫ হাজারের বেশি ফার্ম পানির নিচে তলিয়ে গেছে।

বোনাচ্চিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে অনুমাণ করছি বন্যায় এক বিলিয়ন ইউরো সমপরিমাণ ক্ষতি হয়েছে। তাহলে চিন্তা করুন এটি কী পরিমাণে আরও বাড়তে পারে।

বন্যা কবলিত এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘এখানে এর আগে এমন আমি জীবনে দেখিনি। আমরা এখানে আটকা পড়ে আছি এবং জানিনা কী করতে হবে। আমি শুধু আশা করছি এমন যেন আর না ঘটে।


আরও খবর