
তিতলি কে নিয়ে যতো কথা, তিতলি কি পারবে জবাকে বাচাতে !
ফেইজবুক কর্নার: Sajid Hassan Likhon
তিতলির প্রত্যেকটা দিন এখন মারাত্মক বিরক্তি নিয়ে কাটে। একসময় তার জীবনটা খুবই আনন্দের ছিলো কারণ হুমায়ুন আহমেদের নাটকের নায়িকার নামে তার নাম ছিলো, তাই স্কুল কলেজ লাইফে কোচিং সোসাইটিতে তার আলাদা একটা ইমেজ ছিলো।
আর এখন জব লাইফে এসে কোথাকার
কোন তিতলি প্রথমবার প্লেনে উঠেই প্ল্যান ল্যান্ড করে ফেলেছে আর এদিকে প্রত্যেকদিন কলিগদের
তার নাম নিয়ে হাসি ঠাট্টায় তার লাইফটা হেল হয়ে গেছে!
অফিস থেকে এসে বিছানায় বসে এগুলোই ভাবছিলো তিতলি। শাশুড়ি সারাক্ষণ ঘুরঘুর
করতেছে আশেপাশে তাই আড়ালে গিয়ে একটা সিগারেট ধরানোর অবকাশও নাই। আজব এক ক্যারেক্টার
তার শ্বশুর, ভদ্রলোক এই বয়সে খবর টক শো কিছুই দেখে না কিন্তু সারাক্ষণ জী বাংলা আর
স্টার জলসা দেখে! শাশুড়ি তাই বাংলা সিনেমা দেখতে পারে না বলে তিতলির কাছে এসে অভিযোগ
জানাচ্ছে যে জবা না গোলাপ কে জানি মারা গেছে তাই আজকে শ্বশুরের মুড অফ!
শোভন যদি আর কিছুক্ষণের মধ্যে বাসায় না আসে তাহলে তিতলিরও মুড অফ হয়ে যাবে।
এখনো বৃহস্পতিবার রাত আসলে মাঝেমধ্যে এই ছেলে ভুলে যায় যে তার বাসায় একজন বউ আছে এবং
তার প্রতি তার কিছু রোমান্টিক দায়িত্ব কর্তব্যও আছে। অবশ্য বেচারাকে দোষ দিয়ে লাভও
নেই কারণ দুনিয়ার আরেক মাথায় গাজীপুরে অফিস করতে গিয়ে শোভনের মাথা সবসময়ই ভনভন করতে
থাকে, সিভিল ইঞ্জিনিয়ার ছেলের বউয়ের এইটুকু জানা হয়ে গেছে!
এদিকে তিতলির বস আরেক চিজ! দুনিয়ার সব কন্টেন্ট প্ল্যান, ইয়ারলি প্ল্যান,
মান্থলি মিটিং এগুলা সব তার বৃহস্পতিবার সন্ধ্যা বেলাতেই মনে পড়ে আর ভাইবারে একের পর
এক মেসেজ দিয়ে সবার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে! আজকে এই কথাও তাকে শুনতে হয়েছে যে তার
কন্টেন্ট প্ল্যানে ভাইরাল তিতলি কীভাবে মিস গেলো!
শোভন রুমে এসে সিগারেট জ্বালানোর পর এতক্ষণে তিতলি একটু শান্তি পেলো। শুরুতেই
শোভনের প্রশ্ন,
- এই আজকে জবা না কে যেন মারা গেছে??
- তুমিও শুরু করলা!
- আমি কী করবো! ফেসবুকে ঢুকলেও তো তাই দেখি!
- তোমার বাপও তাই দেখতেছে!
- অথচ আব্বা মনে হয় জানেও না যে ম্যারাডানাও মারা গেছে!
- হুম ঈশ্বরের সেই হাত...
তিতলি হাত বলতেই শোভনের চোখ চলে গেলো তিতলির হাতের বাহুতে জমাট বাঁধা লাল
দাগের দিকে। একটু আফসোস লাগলো, আবার কেন জানি তিতলির প্রতি ভালো লাগাও কাজ করলো এই
ভেবে যে এরকম একজন নারীকে সে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে যার সাথে সিগারেট থেকে শুরু
করে সবরকম ফ্যান্টাসি শেয়ার করা যায়।
ঘোর ভাঙ্গলো তিতলির কথায়,
- এই শোভন চলো ডিনার করে ফেলি, বাবা মা বসে আছে আমাদের জন্যে।
- একটু রেস্ট নেই আগে। লাইটটা অফ করো, মাথা ব্যথা ধরেছে।
শোভনের এই মাথা ব্যথার মানে তিতলি ভালো করেই জানে।
- জ্বী না, আগে ডিনার করো। তারপর ঘুম।
- কেন? তোমার মুড অফ নাকি?
- হ্যাঁ।
- কোথাকার কোন এক তিতলি প্লেন ল্যান্ড করাইছে প্রথমবার উঠেই আর সবাই খালি
আমার নাম নিয়ে ক্ষ্যাপায় অফিসে!
- প্রথমবারেই??
- হুম!
- পারছে??
- হ্যাঁ!!
- সত্যি??
- এই তোমাকে আমি মিথ্যা কেন বলবো!!
- তুমি কি শিওর সব প্লেন প্রথমবারেই ল্যান্ড করানো যায়??

অবহেলা নয় সাংবাদিকতায় গুরুত্ব দিন

বগা ইউনিয়নের ২ নং বানাজোড়া ওয়ার্ড মেম্বার প্রার্থীর দোয়া কামনা

ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই স্কুলছাত্রীর মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্ট

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু!পাশাপাশি চিরশায়িত হলেন তারা

ডেমরায় সন্ত্রাসী কিশোর গ্যাং সাঈদ বাহিনীর হামলা লুটপাটের ঘটনায় আহত ৪, গ্রেফতার ৩

কেটিভি বাংলা’র বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর কদতলীতে মায়ের পরকিয়ার বলি শিশু সন্তান

কেটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু’কে কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব এর সংবর্ধনা

আল্লামা শফীকে হত্যার অভিযোগ: সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

রায়ের কপি পেতে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়: রাষ্ট্রপতি

রাজধানীর কদমতলিতে লুন্ঠিত মালামাল উদ্ধারঃ আটক ২

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

কেটিভি বাংলা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

কৃষি আইনের প্রতিবাদে ভারতে শিখ পুরোহিতের আত্মহত্যা

১৯৭১ থেকে ২০২১ রাষ্ট্রের বয়স যখন ৫০ বছর ক্যালেন্ডারে হুবহু মিল

শীতকালে বিয়ের সুবিধা

পেঁয়াজের কেজি ৪০, নতুন আলু ও দেশি পাকা টমেটো কেজি প্রতি ২০ টাকা

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু!পাশাপাশি চিরশায়িত হলেন তারা

বেনাপোল কাস্টমসের কার্যক্রম বন্ধ, ১০ দফা দাবিতে ষ্টাফ এসোসিয়শন সদস্যদের কর্মবিরতি

ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভাতার টাকা পৌঁছাবে উপকারভোগীদের হাতে: প্রধানমন্ত্রী

জোড় পুর্বক হাজী আব্দুল লতিফ ভুইয়া বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষকে অপসারনের জন্য দিন ভর অফিস রুমে তালাবন্দী

করোনাভাইরাসের প্রকোপের কারণে শীতে খুলছে না স্কুল-কলেজ
