Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

তানোরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৮১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধিঃঅনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব’- স্মার্ট ভূমি সেবা   প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকালের দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে  পরিষদ হলরুমে ভূমি সেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।  এ উপলক্ষে হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দায়িত্বপ্রাপ্ত ইউএনওর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। সহকারী কমিশনার (ভূমি)আদিবা সিফাতের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন পিআইও তারিকুল ইসলাম, বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান,  সার্ভেয়ার আমানত আলী  , সার্টিফিকেট সহকারী ও (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নাজির) ফিরোজ কবির তানোর ইউনিয়ন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান , মুন্ডমালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাবিউল ইসলাম, কামারগাঁ ইউপির ভূমি কর্মকর্তা কাউসার আলী, আরশাদ, মুনসুর, নাজিম প্রমুখ।


আরও খবর



অনন্ত-বর্ষা এক যুগ পার করলেন

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা সংসার জীবনের এক যুগ পার করলেন। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গতকাল শনিবার তাদের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে। ঘরোয়া আয়োজনে বিবাহবার্ষিকীর কিছু ছবি ফেসবুকে ভক্ত- শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন অনন্ত-বর্ষা।

এক যুগের পথচলায় এই তারকা দম্পতির ঘরে এসেছে দুই ছেলে। ২০১৪ সালে আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম নেয় আবরার ইবনে জলিল। বিবাহবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত ও বর্ষা।

এর আগে সংবাদমাধ্যমে বর্ষার সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে অনন্ত বলেছিলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ২০১১ সালে। তবে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ২০০৮ সালে।’

বিয়ের পর থেকে বেশ খোশ মেজাজেই দেখা যায় এই যুগলকে। সিনেমায় কাজ করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই পাওয়া গেছে তাদের।

অনন্ত জলিলের ভাষ্য, ‘অফিস থেকে এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যাই না। বর্ষার সঙ্গে যখন থেকে প্রেম শুরু করেছি, তখন থেকে অফিস থেকে সরাসরি ওর কাছে চলে আসি। একা কোথাও যাই না। দুজন দুজনের প্রতি দায়িত্বশীল। সামাজিকতা রক্ষার চেষ্টা করি। সব কিছু মিলেমিশে করি। এটাই আমাদের ভালোবাসার রসায়ন।’


আরও খবর



তালা-কলারোয়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫,(তালা-কলারোয়া-১) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।আওয়ামীলীগের ত্যাগী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি তালা-কলারোয়া-১ আসনের সকলের সহায়তা কামনা করেন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তালা-কলারোয়ায় আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতিতে গ্রাম হবে শহর, স্বপ্নপূরণে কাজ করতে চান ত্যাগী এই নেতা। এ লক্ষ্যে তিনি তালা-কলারোয়া-১ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন। তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় তালা-কলারোয়াকে মডেল উপজেলা গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। সংসদ সদস্য পদ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন জানান, মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রæতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।


আরও খবর



লিবিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

কূটনৈতিক প্রতিবেদক:লিবিয়ায় বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘লিবিয়ার বন্যা দুর্গত মানুষের জন্য ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।’

রবিবার লিবিয়ায় আঘাত আনে শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল। ঘূর্ণিঝড়ের প্রভাব সৃষ্ট ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পরে দেশটি। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় নগাজি, সুসে, ডের্না ও আল মারি শহর। ক্রমেই এই জায়গাগুলোতে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ১ হাজারেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের মতে মৃতের সংখ্যা এখন ২ হাজার। নিখোঁজ রয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

উদ্ধারকাজে অংশ নিয়ে নিখোঁজ রয়েছেন সাত সেনা সদস্য। ইতোমধ্যে সেখানে ত্রাণ কার্যক্রম শুরু করেছে রেড ক্রিসেন্ট। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ডেরনা শহর। দুটি বাঁধ ধসে এই শহরের ২৫ শতাংশ এলাকা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ।


আরও খবর



ইসলামপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:কেন্ন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করা লক্ষে জামালপুর ইসলামপুরে আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা করা হয়েছে।

শুক্রবার বিকালে ডাকবাংলো হলরুমে আওয়ামী যুবলীগ ইসলামপুর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্যক্রম উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। 

উপজেলা যুবলীগ সভাপতি মোঃ হারুনুর রশীদ সভাপতিত্ব এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম,সহ সসভাপতি আঃ রাজ্জাক লালমিয়া,সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,আঃ খালেক আকন্দ, কোষাদক্ষ মোর্সেদুর রহমান খান মাসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন যুব লীগের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী প্রতিটি ইউনিটের সভাপতি,সম্পাদকের হাতে নবায়ন ফরম তুলে দেন।

আরও খবর



বিশ্বনেতারা দিল্লিতে আসছেন,সরানো হচ্ছে ৬০ হাজার কুকুর

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের দিল্লিতে আগামী ৯-১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা যোগ দেবেন। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন। 

তবে দিল্লিতে বানরের মতো কুকুরের উৎপাতও বেশ লক্ষণীয়। ইতিমধ্যে দিল্লি থেকে বানরদের তুলে নেওয়া হয়েছে। এবার একই পথে হাঁটছে দিল্লির পৌরসভা কর্পোরেশন (এমসিডি)। জি২০ সম্মেলনের কারণে পথকুকুরকে সরিয়ে নিতে বলা হয়েছে।

সরকারি তথ্যানুসারে দিল্লিতে অন্তত ৬০ হাজার পথকুকুর রয়েছে। এসব কুকুরকে শহরটির ২০ মিলিয়ন বাসিন্দা খাওয়ায়। তবে এরপরও তাদেরই মাঝেমধ্যে কামড় বসিয়ে দেয়ে এসব কুকুর। এটি তাদের কাছে স্বাভাবিক ঘটনা। তবে জি২০ সম্মেলনের কারণে কুকুরদের দিল্লি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। 

প্রাণীদের নিয়ে কাজ করেন এমন অ্যাক্টিভিস্টরা বলেছেন, অমানবিক পন্থায় এমসিডি পথকুকুরদের ধরছে। তারা নেট বা হাত দিয়ে কুকুরদের ধরছে না। এসব কুকুরকে অস্বাস্থ্যকর ও ঘনবসতি আশ্রয়ে পাঠানো হচ্ছে।

তবে এমসিডি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এসব কুকুরকে যেখান থেকে ধরা হয়েছে সেখানেই তাদের ছেড়ে দেওয়া হবে।

তবে ঠিক কবে নাগাদ এসব কুকুর ছেড়ে দেওয়া হবে দিল্লি পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।


আরও খবর