রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে রোববার (২৪ জুলাই) বিকেল থেকে হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে রাবি ক্যাম্পাস।
বিকেলে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সামজ্জোহা চত্বর, টুকিটাকি চত্বর, শহীদ মিনার চত্বর, রাবির হল গুলো, কেন্দ্রীয় মসজিদ, সাবাস বাংলাদেশ, প্যারিস রোড, সুবর্ণজয়ন্তী টাওয়ার, ইবলিশ চত্বর, পশ্চিমপাড়া, প্রত্যেকটি ডিপার্টমেন্টের সামনে হাজারো শিক্ষার্থীর ঢল। শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাসে এসেই কেউ বা সেলপি তুলছেন কেউবা আবার তার পরীক্ষার হল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসের সৌন্দর্য অবলোকন করার জন্য তারা ঘোরাফেরা করছেন। অনেক শিক্ষার্থী আবার তাদের সিট প্ল্যান খুঁজে বের করতে ক্যাম্পাসে এসেই ডিপার্টমেন্টগুলোতে পাড়ি জমিয়েছে।
শরিয়তপুর থেকে বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আসা আশিকুর রহমান জাগো নিউজকে বলেন, স্বপ্নের ক্যাম্পাস এতোদিন পত্র-পত্রিকায় দেখেছি। আজকে তার বুকে আমার পদচারণা। রাবি ক্যাম্পাসে ভর্তি হওয়ার অনেক ইচ্ছে সেইভাবে প্রস্তুতিও নিয়েছি এখন আল্লাহ ভরসা।
রাবির সৌন্দর্যে মুগ্ধ হয়ে আশিক বলেন, রাবি ক্যাম্পাস নিঃসন্দেহে বাংলাদেশের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস। বাস্তবে দেখে রাবির প্রেমে পড়ে গিয়েছি।
ময়মনসিংহ থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা সাবিকুন্নাহার জাগো নিউজকে বলেন, আমার রাবিতে পড়ার ইচ্ছে অনেক আগের। আমি ঢাবিতে সাবজেক্ট পেয়েছি তবুও রাবিতে পড়ার ইচ্ছে। রাবিতে সাবজেক্ট পেলে ঢাবি ত্যাগ করে তার পছন্দের ক্যাম্পাসেই পড়বো।
চট্টগ্রামের পাহাড়তলীর আব্দুর রহিম তার মেয়েকে নিয়ে এসেছেন রাবি ক্যাম্পাসে। তিনি জাগো নিউজকে বলেন, ক্যাম্পাসটি দেখা মাত্রই আমার পছন্দ হয়েছে। আমি চাই আমার মেয়ে এ ক্যাম্পাসে ভর্তি হোক। নিরিবিলি ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে পড়ার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।
এদিকে এ বছর ভর্তিযুদ্ধে অংশ নেবেন এক লাখ ৭২ হাজার পরীক্ষার্থী। এরমধ্যে তারা ক্যাম্পাসে আসা শুরু করেছেন। তাদের সঙ্গে অভিভাবকরাও আসছেন। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রক্টর জাগো নিউজকে বলেন, আমরা নিরাপত্তার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করছি এবছর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ চার হাজার ৬৪১টি আসন রয়েছে। এ আসনের বিপরীতে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি ও ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন।