
একেএম শামছুল হক,সুন্দরগজ্ঞ(গাইবান্ধ)প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগজ্ঞে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ২৬মার্চ মহান স্বাধীনতাও জাতীয় দিবস উৎযাপিত হয়।দিনটি বাঙ্গালি জাতীর জীবনে একঅবিস্মরণীয় দিন।স্বাধীনতার ইতিহাসে এই দিবস ৫৩তম দিবস হিসেবে পালন করা হয়।দিবস টি পালনে গৃহিত কর্মসুচির মধ্যে ছিল,, কেন্দ্রীয় শহিদ মিনারে, রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনী,স্র্যুদয়ের সাথে সাথে বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন,সকল সরকারি,,আধা সরকারিএবং শ্বায়ত্বশাসিত অফিস/প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮টা৩০মিনিটে সুন্দরগজ্ঞ সরকারি আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ,আনসার-ভিডিপি বাহিনী,ফায়ার সার্ভিসওসিভিল ডিফেন্স এবং গ্রাম পুলিশদের কুচকাওয়াজ প্রদর্শন সহ দুপুর২টা৩০মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও সংবর্ধনা প্রদান।জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্কএরক্ক ঐতিহাসিক নেতৃত্ব ওবর্তমান বাংলাদেশের উন্নয়ন বিষয়ক আলোচনা ও ইফতার মাহ্ফিল অনুষ্টিত হয়।।
আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল-মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারি,,বিষেশ,অতিথির বক্তব্য,রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেল আঃলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম লেবু, উপজেলা আঃলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, থানা অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, ওসি তদন্তসিরাজুল ইসলাম,উপজেলা প্রকৌশুলি শামসুল আরেফিন,উপঃকৃর্ষি অফিসার,রাশেদুল কবির, যুগ্ন সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা,সহ উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবিন্দু সাংবাদিক গন বক্তব্য রাখেন।উল্লেখ্য যে, এর আগে নেতৃবিন্দু সরকারি আব্দুল মজিদ বালক উচ্চবিদ্যালয় মাঠের বিভিন্ন কর্মসুচি উপভোগ করেন।