Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

শুকনো ধান খড় তুলতে পেরে উৎসাহিত বিলপাড়ের কৃষকরা

প্রকাশিত:শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ২০৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর, তানোর: রাজশাহীর তানোর বিলকুমারী বিলে কৃষকরা শুকনো ধান খড় তুলতে পেরে বেজায় উৎসাহিত। কারন যে কোন বছরের তুলনায় এবার পাকা সোনালী ঝরঝরে ধান কৃষকের বাড়ির আঙ্গিনায়। ঈদের কয়েকদিন আগে থেকে ধান কালা শুরু হয়। মাত্র সপ্তাহের ব্যবধানে বিলের ৫০০ হেক্টর জমির ধান কাটা শেষ। বিগত ৮-১০ বছরে এমন বাম্পার ফলন ও দাম পাননি বিলপাড়ের কৃষক কৃষানীরা। কিন্ত এবারের চিত্র পুরোটাই উল্টো, সবকিছুই সুষ্ঠ সুন্দর ভাবে রক্ত ঘামের সোনালী ধান ঘরে। তবে কাটা শেষ হলেও মাড়ায় হয়নি বেশির ভাগ। বাড়ির খৈলানে খৈলানে ধানের পালা শোভা পাচ্ছে। ফলে ধানের পালাতে তুষ্ট কৃষানীরা।

রাতে ধান মাড়ায় করছেন পৌর সদর শীতলীপাড়া গ্রামের মৎস্যজীবি ভূমিহীন কৃষক তোতা। সে বিলের নিচের ১ বিঘা জমির ধান তুলে মাঠে মেশিনে মাড়ায় করছেন। সে জানায় বিগত ১০-১২ বছরে এমন শুকনো ধান খড় তুলতে পারিনি। কিন্তু এবার শুকনো ধান ও খড় পেয়েছে। একবিঘায় নিম্মে হলেও  ২৫ মন ধান হবে এবং ৪-৫ পন খড় পাওয়া যাবে। ধানের খড়ের দাম ভালো আছে। সারা বছরের খাবারের চাল হবে।

আরেক ভূমিহীন কৃষক ফারুক জানান, এক বিঘা জমির ধান কাটা মাড়া শেষ হয়েছে। বিগত দশ বছরেও এমন শুকনো ঝরঝরে ধান খড় পায়নি। ফলন ভালো হয়েছে। নিচের জমিতে খরচ খুবই কম। এক দুবার সার বিষ দিতে হয়। সারা বছরের খাবার হয়েও কিছু ধান বিক্রি করা যায়। বিঘায় ঊর্ধ্বে ৪ হাজার টাকা খরচ হবে। এক বিঘা ২৫ মন ধান হয়েছে। বর্তমান বাজার ১১০০ টাকার উপরে। সব বাদ দিয়ে ২৮-৩০ হাজার টাকার ধান খড় বিক্রি হবে। 

সরেজমিনে দেখা যায়, তানোর টু চৌবাড়িয়া রাস্তার দুপাশে, হাতিশাইল টু কামারগা রাস্তার দুপাশে, কামারগা হয়ে শ্রীখন্ডা, বাতাসপুর, পারিশো দূর্গাপুর,মাদারিপুর হয়ে মালশিরা রাস্তায় কেউ মারায় করছেন, আবার কেউ বিবিন্ন যান বহনে বাড়ির খৈলানে নিচ্ছেন। কালিগঞ্জ থেকে তানোরের রাস্তা, কাশিম বাজার থেকে বুরুজের রাস্তা,  গোল্লাপাড়া থেকে শীবনদীর সংযোগ সড়কে এবং চান্দুড়িয়া থেকে বুরুজ হয়ে বাতাসপুর পর্যন্ত বাঁধে ধান মাড়ায়ের কাজ চলছে জরালো ভাবে।
কামারগা বাজার এলাকার কৃষক রবিউল জানান,  পাচ বিঘা জমির ধান কাটা হয়েছে। কিছু তোলা হয়েছে, আর জমিতে রয়েছে। আমি বোরো চাষ করার পর থেকে এস সুষ্ঠভাবে ধান তুলতে পারিনি এবং এত ফলনও দেখিনি। এউপজেলায় দুই ধরনের হিসেবে ধান কেনা বেচা হয়। আমাদের দিকে পাকি হিসেব, ৩৮ কেজিতে এক মন। পাকি হিসেবে বিঘায় ৩০ মনের বেশি ফলন হচ্ছে এবং শুখনো খড়ও পাওয়া যাচ্ছে।

তানোর পৌর সদরের কৃষক মফিজ জানান আমাদের দিকে কাচির হিসেব চলে। ২৮ কেজিতে এক মন ধরা হয়। বিঘায় ৩৫-৩৭ মন করে ফলন হচ্ছে। ভালো ফলন, দাম ভালো রয়েছে এবং খড় শুকনো পাওয়া যাচ্ছে। এক আটি খড় ৩-৪ টাকায় বিক্রি হবে। ধানের যে বাজার আছে অল্প দিনেই বেড়ে যাবে বলে ব্যবসায়ীরা জানান। বিশেষ করে কৃষি অফিসের তদারকি ছিল চোখে পড়ার মত। সঠিক পরামর্শের কারনে রোগবালা ছিলই না। বিলের জমির ধান কাটা শেষ হয়ে গেছে। তবে কাটা ধান জমিতে আছে অনেকের, দূ এক দিনের মধ্যে উত্তোলন হয়ে যাবে। দিনের বেলায় কাটা বহন ও রাতে চলছে মাড়ায়ের কাজ।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, চান্দুড়িয়া থেকে কামারগা ইউপির মালশিরা পর্যন্ত বিলের ৫০০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। ফলন ভালো হয়েছে। যা কৃষকেরা আসা করেনি এবং  শুকনো খড়ও পাচ্ছেন কৃষকরা। দ্বিগুনের বেশি লাভ হবে এবার। উপজেলায় বোরো চাষ হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে। ৭০ হাজার মে:টন ফলনের লক্ষমাত্রা ধরা হয়েছে। কিন্তু যে পরিমান ফলন হচ্ছে তাতে ১ লক্ষ মে:টনের বেশি হবে বলে ধারনা করেন এই কর্মকর্তা।

-খবর প্রতিদিন/ সি.


আরও খবর



পলাশবাড়ীতে পানের বরজে অগ্নিকান্ড! অসহায় কৃষকের পাশে নেই কৃষি বিভাগ

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা জগরজানি গ্রামে রফিকুল ইসলাম এর পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে পানের বরজে আগুন লেগে যায়। ৭ মে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে। 

জগরজানি গ্রামের লাভলু মিয়া বলেন পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি পাখি উড়ে যাওয়ার সময় লেগে যায় এবং বিকট শব্দ হয়।কিছুক্ষণ পরে পানের বরজের উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পাই। অতিরিক্ত দাপদাহের কারনে সহজেই আগুন লেগে যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।

পান বরজের মালিক রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অল্পের জন্য আল্লাহ বাচাইছে, না হলে আমাদের দুই ভাইয়ের বাড়ি সহ পানের বরজ পুরে ছারকার হতো।তিনি বলেন পানের বরজে আগুন লাগার বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।

পানের বরজে আগ্নিকান্ডের ঘটনার কি পরামর্শ প্রদান করা হয়েছে ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশু ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ করা সম্ভব হয় নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি।দ্রুত কৃষি পরামর্শ প্রদানের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ প্রদান করা হবে।


আরও খবর



যশোরে প্রতারনার দায়ে ইরানি নাগরিকসহ ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরে প্রতারনার দায়ে ইরানি নাগরিক সহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারের ‘মরিয়ম স্টোর’। মোবাইল ব্যাংকিংয়ের এই দোকানে গত ৮ এপ্রিল নারিকেল তেল কেনার কথা বলে দুজন ক্রেতা প্রবেশ করে। এর পর দোকানদারের সঙ্গে হ্যান্ড-শেক করে কৌশলে মানিব্যাংক থেকে টাকায় মোড়ানো নেশাদ্রব্য নাকের কাছে নিয়ে শুকিয়ে তাকে স্মৃতিভ্রম করেন। এরপর তাদের কথামতো দোকানদার শরিফুল ইসলাম নিজেই প্রতারকদের হাতে তুলে দেন ৬ লাখ টাকা। এসব
নিয়ে দ্রুতই সটকে পরে প্রতারকরা। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এসব প্রতারক চক্র স্মৃতিভ্রম করে সর্বস্ব লুটে নেওয়া এসব চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় ও রাতে ঢাকার ভাটারা থানা ও যশোর শহরের হোটেল সিটি প্লাজা থেকে পৃথকদুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইরানি নাগরিক
খালেদ মহিবুবী (৫৪), সালার মাহবুবী (১৬), ফারিবোরয্ মাসুফি (৫৭), বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘ্যানাসুর উপজেলার সারোয়ারের ছেলে খোরশেদ আলম (৫৩) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু (৩৫)। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, বিদেশী মুদ্রা, পার্সপোট ও বিভিন্ন আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ।

যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার বিকালে এই সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এ জানা যায়, বাঘারপাড়ার মরিয়ম স্টোরের মালিক শরিফুল ইসলাম গত ৫ মে ৬ লাখ টাকার লুটে নেওয়ার ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে অভয়নগর থানায় মামলা করলে তদন্তে নামে যশোর ডিবির এলআইসি টিম। এর পর ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে আসামিদের নাম ঠিকানা শনাক্ত করে পুলিশ। এরপর ঢাকা ও যশোর থেকে দুটি অভিযানে আসামিদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আসামিরা সংঘবদ্ধ ‘ডিভিল ব্রেথ’ শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর খুলনাসহ ৩২ জেলাতে বিভিন্ন প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্র শুধু বাংলাদেশ না’ বিভিন্ন দেশেও তাদের প্রতারণা করে এসেছে। এসব প্রতারক চক্র ২০১২ সাল থেকে এসব প্রতারণামূলক কাজ করে আসলেও সম্প্রতি ভয়াবহ মাদক স্কোপোলামিন প্রতারণা বেশি লক্ষ করা গেছে। নতুন আতঙ্ক শয়তানের নিঃশ্বাস চক্রের তিন ইরানি নাগরিকসহ ৫ সদস্য গ্রেফতার প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাংবাদিকদের জানান, ভয়াবহ মাদক স্কোপোলামিন; অপরাধ জগতে যেটির নাম ডেভিলস ব্রেথ বা শয়তানের
নিঃশ্বাস। ভয়াবহ এ মাদক পথচারীদের নিঃশ্বাসে প্রয়োগের মাধ্যমে ‘মাইন্ড কন্ট্রোল’করে সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র। এ চক্রের খপ্পরে পড়ে তাদের হাতে স্বেচ্ছায় নিজের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা পয়সা তুলে দিচ্ছেন অনেকেই। গ্রেফতারকৃত আসামিদের তথ্যমতে ইতোমধ্যে চক্রটি যশোরসহ ৩২ জেলাতে সংক্রিয় রয়েছে। তিনি বলেন, ‘গ্রেফতারকৃত প্রতারক চক্রদের মধ্যে
তিন জন ইরানি নাগরিক। এই ইরানি নাগরিকরা প্রথমে ফেজবুকে বাংলাদেশী তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে নেটওর্য়াক তৈরি করে। এর পর তারা মূলত তারা ট্যুরিষ্ট ভিসাতে বাংলাদেশে আসেন। ট্যুরিষ্ট ভিসাতে প্রবেশ করে বাংলাদেশের কয়েকজনের সহযোগিতায় তারা বিভিন্ন জেলা বিশেষ করে যেসকল বাণিজ্য এলাকাতে এসব প্রতারণা কাজ করে আসছিলেন। ডিভিল ব্রেথ শয়তানের নিঃশ্বাস নামে ক্যামিকেল নামক দিয়েই তারা প্রতারণা মূলক কাজ করে থাকে। এসব ইরানি নাগরিকের বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করলেও সম্প্রতি তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে। তার পরেও বাংলাদেশের প্রতারক সদস্যদের নিয়ে তারা লুকিয়ে এতোদিন এসব প্রতারণা কাজ করছিলেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন যশোর ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।


আরও খবর



শহীদ মিনারে ফারুকের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে মিয়া ভাই’খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। আজ মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে এই নায়কের মরদেহ সেখানে নেওয়া হয়। সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে শহীদ মিনারে।

সেখানে থেকে ফারুকের নিথরদেহ যাবে তার প্রিয় কর্মস্থল এফডিসিতে। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষ সকাল থেকেই ছুটে আসেন শহীদ মিনারে। এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়। 


আরও খবর



তানোরে বেধড়ক মারপিটে প্রতিবন্ধী পুত্র ও পিতা হাসপাতালে

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী যুবক ও তার পিতাকে লোহার রড় দিয়ে বেধড়ক ভাবে মারপিট করে আহত করেছে প্রতিবেশীরা বলে অভিযোগ পাওয়া। গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পাঁচন্দর ইউপির কুন্দাইনগ্রামে ঘটে মারপিটের ঘটনাটি।
এঘটনায়  বুধবার ১০ই মে আহত বেলাল উদ্দীন বাদি হয়ে প্রতিবেশী কামরুল ইসলামসহ ৩ জনকে আসামী করে  থানায় ও সমাজ সেবা অফিসার বরাবর পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে প্রতিবন্ধী পুত্র ও পিতা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ধীন রয়েছেন।

 জানা গেছে,  উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির)  কুনদাইন গ্রামের মৃত কেফাতুল্লার পুত্র বেলাল উদ্দীনের সাথে একই গ্রামের মৃত নাছেরের পুত্র কামরুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।গত ৮ই মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বেলাল উদ্দীনের পুত্র (শারিরিক প্রতিবন্ধী) আবু হেনা (৩২) তার বাবার মুদি দোকান থেকে কামরুলের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলো।এসময় প্রতিবন্ধী ওই যুবককে দেখতে পেয়ে  কামরুল তাকে ঝাপটে ধরে এবং তার কন্যা ওই প্রতিবন্ধীকে চড় থাপ্পড় কিল ঘুসি মারতে থাকে। 

 কামরুলের স্ত্রী বাড়ি থেকে লোহার রড় এনে ওই প্রতিবন্ধী যুবককে বেধড়ক ভাবে মারপিট করে এক পর্যাযে বিবস্ত্র করে ফেলে।তার ডাক চিৎকারে  পিতা বেলাল উদ্দীন তার প্রতিবন্ধী পুত্রকে বাচাতে এগিয়ে আসলে তাকেও লোহার রড় ও দেশীয অস্ত্র নিয়ে তাড়া করে।প্রতিবন্ধীর পিতা বেলাল দৌড়ে বাড়িতে গেলে তার পিচু নিয়ে তার বাড়িতে গিয়ে তাকেও লোহার রড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি বাড়িতে থাকা একটি মটরসাইকের ভাংচুর করে।

এসময় গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিযে যায়। পরে পিতা পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবিষয়ে  থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত নেয়া হবে।

আরও খবর



এসএসসির স্থগিত পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সব বোর্ডের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সব লিখিত পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা যেদিন শেষ হবে অর্থাৎ ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত হওয়ার তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৫ মে ২০২৩ তারিখ সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। কিন্তু ১৫ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো।


আরও খবর