

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া দক্ষিণ পাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতাধীন নির্মিত ঘরগুলো চাবিসহ বুঝে পেলো ৫০ গৃহহীন পরিবার। সোমবার আনুষ্ঠানিকভাবে লটারীর মাধ্যমে নিরপেক্ষ থেকে চাবীসহ তালিকাভুক্ত ৫০টি পরিবারকে ঘরগুলো বুঝিয়ে দেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি। ঘর বুঝে পেয়ে বেশ উচ্ছাসিত ছিলো ঘর পাওয়া প্রতিটি হতদরিদ্র পরিবারের সদস্যরা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম ও মোঃ মামুন মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিকুল ইমলাম মাঈনু সরকার, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক বাদল সরকার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অমিত সরকার সহ আরো অনেকে।জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি জানান।
সরকারি নীতিমালা অনুযায়ী হুরুয়া দক্ষিণ পাড়া মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতাধীন ভূমিহীন ৫০টি পরিবারের জন্য ঘরগুলো নির্মাণ কাজ অনেক আগেই শেষ করা হয়েছে। আজকে ভূমিহীন ৫০টি পরিবারের মাঝে আমরা লটারীর মাধ্যমে নিরপেক্ষ থেকে প্রত্যেকের ঘরগুলো চাবীসহ বুঝিয়ে দেওয়া হয়েছে। গৃহহীন ও ভূমিহীন হতদরিদ্র মানুষদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতাধীন সারাদেশে ঘর নির্মাণ করে দেওয়াই এসময় তিনি জিনদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় ঘর পাওয়া হতদরিদ্র পরিবারগুলোর সদস্যরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জমিসহ ঘর দিছেন। সন্তানদের নিয়ে পরের জমিতে আর আমাদের থাকতে হবে না। এখন আমরা আর ভূমিহীন বা গৃহহীন না। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।উল্লেখ্য, সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবার ২ শতাংশ জমিসহ ২ কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ঘরে থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। এছাড়াও রয়েছে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুতের ব্যবস্থা। ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানা সুযোগ-সুবিধার ব্যবস্থাও রয়েছে।
-খবর প্রতিদিন/ সি.ব
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিধবা, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র ও প্রতিবন্ধি পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের এ্যাসেড অফিস নদীর পাড়ে বাড়ীতে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ থেকে বেসরকারী সংগঠনএ্যাসেড এ বিতরণ কার্যক্রম গ্রহণ করেন। ১৬টি পরিবারকে আধাপাকা টয়লেট, টয়লেটের উপকরণ, ৬টি গরু, ২টি ছাগল, ১টি সেলাই মেশিন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মুহা: শাহজাহান সিদ্দিক এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস। এসময় নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, উপস্থিত ছিলেন। পরে অতিথিরা গাছের চারা রোপন করেন।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:গত কয়েক সপ্তাহ ধরে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এর ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আজকেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে।
এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথায় কোথায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি আকারে অবস্থান করছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে বেধড়ক পেটানোর ঘটনায় এডিসি হারুনের দায় পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি। এছাড়া এডিসি সানজিদা আফরিন, তার স্বামী রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক এবং ছাত্রলীগ নেতাদেরও দায় পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে। যা পুলিশ ও প্রশাসনের সুনাম ক্ষুণ্ন করেছে বলে করছে তদন্ত কমিটি।
গত ৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের তখনকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে।
এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করে ডিএমপি। কমিটির সভাপতি ডিএমপি সদর দফতরের উপপুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফ। অপর দুই সদস্য হলেন রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হাসপাতাল থেকে নেয়ার পর শাহবাগ থানার ওসির কক্ষে আটকে ছাত্রলীগের তিন নেতাকে মারধর করে পুলিশ। এডিসি হারুনের নেতৃত্বে শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ছাত্রলীগ নেতাদের মারধর করেন। কমিটি এরইমধ্যে সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে। ঘটনাস্থল বারডেম হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় যাদের যতটুকু দায় পাওয়া গেছে, তদন্ত প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সব উল্লেখ করা হয়েছে। কাউকে ছাড় দেয়া হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
এই তদন্ত কমিটির ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন তদন্ত শেষ করতে না পারায় ডিএমপি কমিশনারের কাছে আরও পাঁচ দিন সময় চায় কমিটি। পরে তাদের পাঁচ দিন সময় দেওয়া হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আরও সাত দিন সময় বাড়ানো হয়েছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩