Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিএনপি যদি আবারও দেশে অরাজকতা সৃষ্টি করে জনগন তার জবাব দিবে: কৃষি মন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ২২৫জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃসমাবেশের নামে বিএনপি যদি আবারও গাড়িতে আগুন দেয়, বিদ্যুতের লাইন কাটে,রেললাইন উপরে ফেলার চেষ্টা করে তাহলে এ দেশের জনগন তার সমুচিত জবাব দিবে।বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারন এবং বিদ্যমান শস্য্যবিন্যাসে তেল ফসলে অন্তর্ভুক্তকরন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে তাদের যে হুমকি দিচ্ছে সে হুমকি আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা করি বিএনপি সে নির্বাচনে অংশ গ্রহন করবে।বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, জোয়াহেরুল ইসলাম এমপি, বিএআরসির নির্বাহী পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সাজ্জাদ এনডিসি, জেলা প্রশাসক কায়সারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



"বিএনপি নির্বাচনে আসলে, তফসিল পেছানোর সুযোগ আছে"

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্বাচনে বিএনপি আসলে তফসিল পেছানোর বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট ও সুনামগঞ্জের নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি নির্বাচনে আসলে ভোটের তারিখ পেছানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, তারা নির্বাচনে আসলে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে পেছানোর। কারণ, পরে যথেষ্ট সময় আছে। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে ওই রকম পাইনি।

তফসিল পেছাতে জাতীয় পার্টির দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। যদি আনুষ্ঠানিকভাবে আসে এবং যৌক্তিক কোনো কারণ থাকে, তবে আমরা আলোচনা করে দেখব।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে শতভাগ দল নিয়ে নির্বাচন করার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, শতভাগ কখনোই আসেনি। ইতিহাস বলে। অধিকাংশ দল নির্বাচন করে, সেটাই তখন নির্বাচনি আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বরাবরই আহ্বান জানাচ্ছি, আমাদের নিবন্ধিত ৪৪টি দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।

নির্বাচনি পরিবেশ সম্পর্কে আনিছুর রহমান বলেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কিছু দেখছি না। যেহেতু একটা চলমান রাজনৈতিক কর্মসূচি আছে, সেটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে। সেটার সঙ্গে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। এটা নির্বাচনকে উপলক্ষ্যে করেই হচ্ছে। কিন্তু নির্বাচনি পরিবেশ বিঘ্ন করছে, এমন কিছু পরিলক্ষিত হয়নি।

নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না’ জানিয়ে এই কমিশনার বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে। না হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।


আরও খবর



ঢাকা-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমানের মতবিনিময় সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৬২জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ঢাকা-৫ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ডেমরা-রামপুরা সড়কের পাশে আতিক মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এ সময় আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, ডেমরা আমার জন্মস্থান। আমি এই আসনের মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন, আমি আমার জীবনের সর্বোচ্চ করে দেখাবো।  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডজন খানেক প্রার্থী থাকলেও জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের দুই বারের সফল কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক।

স্থানীয় ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু বলেন, রাজনৈতিক এবং সামাজিক ভাবে আলহাজ্ব আতিকুর রহমান আতিক অত্যন্ত জনপ্রিয় এবং যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি,তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় শতশত নারী পুরুষ নৌকায় ভোট চেয়ে শ্লোগান দেন।


আরও খবর



সিরাজগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদন্ড

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় শিশু কন্যা রাইয়া খাতুন হত্যার অভিযোগ প্রমানীত হওয়ায় বাবা মনিরুল ইসলাম রঞ্জু (২৫) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই কারাদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম রঞ্জু সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌবিলা পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে।

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এতথ্য নিশ্চিত করে বলেন, মৃত্যুদন্ড প্রাপ্ত মনিরুল ইসলাম রঞ্জু নিজেই তার শিশু সন্তানকে হত্যা করেছেন। এবিষয়ে তিনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। অভিযোগ প্রমানীত হওয়ায় আদালত তাকে মৃত্যুদন্ড দিয়েছে। এবং আগামী ৭ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌবিলা পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে মনিরুল ইসলাম রঞ্জুর সঙ্গে পার্শ্ববর্তী  উল্লাপাড়া উপজেলার নজরুল ইসলামের মেয়ে নাজনীন নাহারের সঙ্গে ২০২০ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় মনিরুল ইসলাম রঞ্জু তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এর মধ্যে নাজনীন নাহার একটি কন্যা সন্তান জন্ম দেয়। পারিবারিক বিরোধের কারনে নাজনীন নাহার তার বাবার সঙ্গে ঢাকায় বসবাস শুরু করে। ২০২২ সালের  ২৭ মার্চ নাজনীন নাহার তার গ্রামের বাড়ি উল্লাপাড়ায় বেড়াতে আসেন।

নাজনীনের খবর পেয়ে ২৯ মার্চ মনিরুল ইসলাম রঞ্জু আত্মীয়  স্বজন নিয়ে তার শশুর  বাড়িতে আসে এবং শশুর  বাড়ির সদস্যদের সঙ্গে সমঝোতা করে তার স্ত্রী নাজনীন নাহার ও দেড় বছরের শিশু কন্যা সন্তান  রাইয়া খাতুনকে সঙ্গে নিয়ে সলঙ্গায় নিজ বাড়িতে নিয়ে যান। পারিবারিক বিরোধের জেরে ৩০ মার্চ মনিরুল ইসলাম রঞ্জু তার শিশু কন্যা মাটিতে আছড়ে হত্যা করে। এঘটনায় শিশু রাইয়া খাতুনের নানা নজরুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আসামী করে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর মনিরুল ইসলাম রঞ্জুকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। পরে মনিরুল ইসলাম রঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত শেষে মনিরুল ইসলাম রঞ্জ কে আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

মামলা চলাকালে ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য গ্রহন শেষে আজ আদালতের বিচারক মনিরুল ইসলাম রঞ্জ কে মৃত্যুদন্ডের আদেশ দেন।

আরও খবর



মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহনে  নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩ইং) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে  মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাগড়াছড়ি জেলার আয়োজনে মাটিরাঙ্গা 

উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময়, খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য অফিসার (অ:দা:) মোহাম্মদ মুনতাসির মাহমুদ , মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংলাপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা  নিরাপদ খাদ্য পরিদর্শক মো.মিজানুর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল সহ  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ভেজাল ও দূষণ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় প্রধান প্রতিবন্ধকতা। মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে ভেজাল খাদ্য পণ্য। খাদ্যের ভেজাল রোধে ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে  চেষ্টা চালাতে হবে। 

খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য অফিসার (অ:দা:) মোহাম্মদ মুনতাসির মাহমুদ  প্রজেক্টর এর মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কে বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লে­টে পরিবেশিত  খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছি আমরা।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,  উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনাসহ  সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সকলকে আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক পরার্মশ প্রদান করেন। 


আরও খবর



পুনরায় নৌকার মাঝি হলেন ফারুক চৌধুরী, উৎসবে ভাসছে তানোর

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী) আসনে পুনরায় নৌকার মাঝি হলেন এমপি ওমর ফারুক চৌধুরী।রবিবার বিকেলের দিকে দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ২৯৮ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে সকালের দিকে দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন। 

এমপি ফারুক চৌধুরী কে পুনরায় মনোনায়ন দেয়ায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানোর উপজেলা আ"লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, তানোর পৌর সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আ"লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু, 

বাধাইড় ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান ইউপি সভাপতি আতাউর রহমান, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি সভাপতি মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন,  কামারগাঁ দক্ষিণের সভাপতি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট,  কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা সহ আ"লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা জানান, তানোর গোদাগাড়ী তে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমপি ফারুক চৌধুরীকে পুনরায় নৌকার মাঝি করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক চৌধুরী বিগত ২০০৮ সাল থেকে তিনি সংসদ সদস্য হয়ে আছেন।  শিল্পপ্রতি মন্ত্রী  হিসেবে দায়িত্ব পালন করে নিজের যোগ্যতার প্রমান দেন বরেন্দ্র ভূমির পোড়া মাটির শহীদ পরিবারের সন্তান ফারুক চৌধুরী।  এর আগে ২০০১ সালে নৌকা প্রতীক পেয়ে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের সাথে হাড্ডাহাড্ডি লড়ায়ে সামান্য ভোটে পরাজিত হন ফারুক চৌধুরী। পরাজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েন নি তিনি। দুই উপজেলার প্রতিটি গ্রাম ও প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হন এই নেতা। যার ফলে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট নেতা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হককে পরাজিত করে প্রথমবারের মত তানোরের কৃতি সন্তান ফারুক চৌধুরী সংসদ সদস্য হন।

এদিকে মনোনয়নের খবর পেয়ে কামারগাঁ ইউনিয়ন আ"লীগের উত্তর ও দক্ষিণের সভাপতি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ এবং আলাউদ্দিন প্রামানিকের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিষ্টি খাওয়া খায়ি করেন।উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উৎসব লক্ষ করা গেছে।

সিনিয়র নেতারা বলেন, অনেকে মনোনয়ন চেয়েছিলেন। যেহেতু নৌকা প্রতীক দিবেন দলের প্রধান ও মনোনয়ন বোর্ড। এখানে কারো কিছুই করার থাকেনা। দেশরত্ন যাকে ভালো মনে করেছেন বৃহত্তর স্বার্থে  তাকে নৌকা প্রতীক দিয়েছেন। কারন রাজশাহী জেলায় অনেক পরিবর্তন হয়েছে।  সুতরাং সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ফারুক চৌধুরীকে চতুর্থ বারের মত এমপি করে মন্ত্রীর দাবি করায় মুল লক্ষ হওয়া উচিত বলে মনে করেন নেতারা।

আরও খবর