Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

শিশুদের জন্য ওমরাহ পালনে ৪ নির্দেশনা

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :নিজের সন্তানদের নিয়ে অনেকেই ওমরাহ হজ পালন করতে যান। এবার শিশুসন্তানকে সঙ্গে নিতে ইচ্ছুক ওমরাহযাত্রীদের জন্য চারটি নির্দেশিকা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সেগুলো হলো:

পরিচিতিমূলক ব্রেসলেট: উমরাহর সময় প্রত্যেক শিশুর ডান অথবা বাঁ হাতের কব্জিতে অবশ্যই পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। লাখ লাখ ওমরাহযাত্রীর ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।

ভিড় যথাসম্ভব এড়িয়ে চলা: যেসব ওমরাহযাত্রী তাদের শিশুদের নিয়ে ওমরায় এসেছেন, তাদের ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য ভিড় কম হয়— এমন সময় ও স্থান বেছে নিতে বলা হয়েছে।

শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা: শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যতœশীল হওয়ার আহ্বান জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের।

শিশুদের খাদ্যের প্রতি নজর রাখা: ওমরাহর সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সূত্র : গালফ নিউজ


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




তানোরে পাওনা টাকা আদায়ে সংবাদ সম্মেলন! বিদেশ যাওয়ার চেষ্টা

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর:রাজশাহীর তানোরে পাওনা টাকা পরিশোধ না করে জালিয়াতির মাধ্যমে বিদেশ যাওয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইসাহাক। মঙ্গলবার দুপুরের পরে তানোর প্রেসক্লাবে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইসাহাক মন্ডল। এদিকে পাওনা টাকা আদায়ে লিগ্যাল নোটিশ প্রদান করেও টাকা না দেওয়ার কারনে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ইসাহাক। টাকা পরিশোধ না করে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বলে দাবি পাওনাদার ইসাহাকের। এতে করে টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত যাতে আব্দুল্লাহ আল কাফি বিদেশ যেতে না পেরে এজন্য সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার ।

লিখিত বক্তব্যে বলা হয়, তানোর পৌর এলাকায় সিটি ব্যাংকের এজেন্ট শাখা খোলা হয়। এশাখায় চাকুরীর জন্য বিগত ২০২২ সালে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির)  গুড়ইল কৃষ্ণপুর গ্রামের আজিজুল হকের পুত্র নানা অভিযোগে অভিযুক্ত আব্দুল্লাহ আল কাফি, তালন্দ ইউনিয়ন (ইউপির)  দেবিপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের পুত্র ইসাহাক মন্ডলের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। টাকা নেয়ার সময় কাফি রুপালী ব্যাংক তানোর শাখার একটি চেক দেন। কিন্তু কাফির হিসাব নম্বরে কোন টাকা ছিল না। এঅবস্থায় পাওনাদার ইসাহাক বিভিন্ন মাধ্যমে টাকা পরিশোধের কথা বললেই কাফি নানা তালবাহানা করেন। কিন্তু টাকা দিতে রাজি হন না। যার কারনে ইসাহাক ২০২২ সালের ১৭ মার্চ তারিখে রুপালী ব্যাংক তানোর শাখায় চেকটি নিয়ে গেলে সমপরিমাণ টাকা না থাকার কারনে ওই তারিখে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে দেন। যার হিসাব নম্বর ৩৫৭৪০১০০২১৭১৪১ চেক নম্বর SBLU ৬০০৭৯৪০। এরপর আইনজীবির মাধ্যমে কাফিকে লিগ্যাল নোটিশ দিয়ে ৩০ দিনের মধ্যে বিষয়টি সমাধান করতে বলা হয়, তানাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে লিগ্যাল নোটিশ পাওয়ার পর কাফি কোন কর্নপাত করেননি। যার প্রেক্ষিতে ১৩৮ ধারায় জেলা রাজশাহীর তানোর থানার আমলী আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৩৯ সি/২০২২( তানোর)।

ভুক্তভোগী ইসাহাক আরো বলেন, আমি এক একর জমি বন্ধক রেখে কাফিকে ১০ লাখ টাকা দিই। সে টাকা ফেরত না দেওয়ার কারনে আমি এখনো জমি তুলতে পারিনি। এখন শুনছি কাফি বিদেশে পাড়ি দিবেন। সে শুধু আমার টাকা না অনেকের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে আছেন। তাকে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন ঘটনায় একাধিকবার জেল হাজতে যেতে হয়েছে। আমার দাবি আমি একজন অসহায় দরিদ্র ব্যাক্তি আমার পাওনা টাকা দেওয়ার পর যেন বিদেশ যেতে পারে। কোনভাবে সে বিদেশে যেতে পারলে আর দেশে ফিরবে না। তাই প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ কাফিকে নজর বন্ধি করা হোক, নচেৎ তার প্রতারণার জন্য অনেককে পথে বসতে হবে।

তবে আব্দুল্লাহ আল কাফি, টাকার বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের কাছে থেকে যে পরিমান টাকা নেওয়া হয়েছিল সেটা পরিশোধ করা হয়েছে। পরিশোধের পর ইসাহাক বলছে এখনো ১০ লাখ টাকা পাব। আসলে ইসাহাক একজন প্রসিদ্ধ দাদন ব্যবসায়ী। তাদের খপ্পরে অনেকে পথে বসেছে। ইসাহাক ও তার পরিবারের লোকজন দাদন বা সুদের কারবার করে থাকেন এটা সবাই জানে। আর আমি বিদেশে যাব এটা মিথ্যা ও অপপ্রচার ছাড়া কিছুই না। সে আদালতে মামলা করেছে সেটা মোকাবিলা করব। যদি ১০ লাখ টাকা দিতে হবে মর্মে আদালত রায় দিলে অবশ্যই তাকে পুরো টাকা দেওয়া হবে। কারন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আরও খবর



অ্যাপল ১৫-তে যা থাকছে

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বরে নিয়ে আসে তাদের আইফোন সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার আসছে আইফোন-১৫ সিরিজ। অ্যাপেল তথ্য অনুযায়ী ১২ সেপ্টেম্বর তাদের ১৫ সিরিজ লঞ্চ করা হবে আইফোন-১৫ সিরিজ।আইফোন ১৫-তে, কী আছে এ নিয়ে বাজারে চলছে নানা গুঞ্জন। বিভিন্ন ব্লগে দাবি করা হচ্ছে নিম্নোক্ত ফিচারগুলো থাকবে এবারের আইফোন-১৫ সিরিজে।

টাইটানিয়াম ফ্রেম: ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্সে অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে জানা গেছে।

অ্যাকশন বাটন: আইফোন-১৫প্রো সিরিজে একটি প্রোগ্রামেবল অ্যাকশন বাটন থাকবে। এটি দিয়ে ফোন মিউট বা সাইলেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ইউএসবি টাইপ-সি পোর্ট: অবশেষে টাইপ-সি পোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে আইফোন। ১৫ সিরিজের সব ফোনেই থাকবে টাইপ-সি। তবে শুধু প্রো মডেলগুলোয় দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি ৩ দশমিক ২ সুবিধা থাকবে। আর আইফোন-১৫ ও ১৫ প্লাসে থাকবে ইউএসবি ২ দশমিক শূন্য।

কমবে বেজেলের পরিমাণ: আইফোন-১৪প্রো সিরিজের মতো আইফোন ১৫-এর চারটি ভ্যারিয়েন্টেই ক্যাপসুল আকৃতির কাটআউটসহ ডিসপ্লে থাকবে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫প্রো সিরিজে বেজেলের আকার আরও ১ দশমিক ৫ মিলিমিটার কমাতে নতুন এলআইপিও (লিপো) ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ-১৭ বায়োনিক প্রসেসর: অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্স নতুন এ-১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে আগের প্রজন্মের এ-১৬ চিপই থাকবে যেটি আইফোন-১৪প্রোতে ব্যবহার করা হয়েছে।

৮ জিবি র?্যাম: অ্যাপল প্রথমবারের মতো আইফোন-১৫প্রো সিরিজে ৮ জিবি র?্যাম সুবিধা দিতে যাচ্ছে। তাইওয়ানের গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, আইফোন-১৫ ও ১৫ প্লাসে ৬ জিবি র?্যাম থাকবে। অন্যদিকে বেস ভ্যারিয়েন্ট হিসেবে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হবে আইফোন-১৫ সিরিজের সব ফোনে।

পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স: হাই-এন্ড আইফোন মডেলগুলোয় হাই রেজ্যুলেশনের ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ১৫প্রো ম্যাক্স মডেলে প্রথমবারের মতো ৫-৬এক্স অপটিক্যাল জুম লেন্সসহ একটি পেরিস্কোপ জুম লেন্স অন্তর্ভুক্ত করা হবে।

রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন: আইফোন-১৪ ও ১৪ প্লাসের সঙ্গে নতুন রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন প্রবর্তন করেছে অ্যাপল। ব্লুমবার্গের মতে, একই ডিজাইনের ফলে ১৫ সিরেজের সব ফোনেই ব্যাক প্যানেল, ব্যাটারি ও ডিসপ্লে সহজেই পরিবর্তন কিংবা রিপেয়ার করা যাবে।

ওয়াইফাই সিক্স-ই: আইফোন-১৫প্রো ও ১৫প্রো ম্যাক্সে থাকছে কোয়ালকমের শক্তিশালী ওয়াইফাই সিক্স-ই। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে শুধু ওয়াইফাই প্রযুক্তি থাকবে।

আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ: বলা হয়, অ্যাপল একটি নতুন এবং আরও দক্ষ আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে আরও ভালোভাবে অ্যাপল ইকোসিস্টেম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

লিডার স্ক্যানার: আইফোন-১২ সিরিজের পর থেকে প্রতিটি প্রো মডেলের সঙ্গে লিডার স্ক্যানার প্রযুক্তি দিয়ে আসছে অ্যাপল। এর মাধ্যমে আরও ভালো পোর্ট্রেট শট এবং এআর অ্যাপের অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা।


আরও খবর



মাগুরায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে; মাগুরার  জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ আতিথি  ছিলেন পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, ইনসেপ্টার ডিজিএম জাহিদুল আলম,,জেলা ক্রীড়া সংস্থার সাধাধারণ  সম্পাদক মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এ ফুটবল লীগে মোট ১২ টি ফুটবল দল অংশগ্রহন করছে। দলগুলো হচ্ছে আছাদুজ্জামান স্পোটস একাডেমী, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র,অগ্রগামী স্পোটিং ক্লাব, নাজমুল স্মৃতি সংসদ, শেখ জামাল ক্রীড়া চক্র, মাগুরা জেলা পুলিশ,মাগুরা সমাজ কল্যাণ সংসদ, বেরইল সুন্দরবন ক্লাব, শ্রীরামপুর ফ্রেন্ডস ক্লাব,রূদ্র দ্রুব স্পোটিং ক্লাব ও জোকা খেলোয়াড় কল্যাণ সমিতি। লীগের উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোটস একাডেমী ও নাজমুল স্মৃতি সংসদ মুখোমুখি হয়।


আরও খবর



অন্ধ প্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতিতে কোরআন পাঠ

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬১জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃ

রাজধানীর যাত্রাবাড়ি আদর্শ বাগ এলাকায় অন্ধপ্রতিবন্ধী মাদরাসার শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে কোরআন শরীফ পাঠ করার প্রশিক্ষণ নিচ্ছেন।

মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেওয়া হয়। সমাজের বিত্তবানদের সহযোগিতায় পরিচালিত হয় মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ এর তত্ত্বাবধানে চলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কোরআন শিক্ষা কার্যক্রম। তাদের এসব কার্যক্রম পরিচালিত হয় মানুষের সহযোগিতার মাধ্যমে।মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর একাউন্টে যে কোন ব্যক্তি দান করতে পারবেন। তাদের একাউন্ট নং-২০৫০২০৪০২০৫৩৪৯১১৬ ইসলামী ব্যাংক, যাত্রাবাড়ি,ঢাকা।বিকাশ/নগদ/রকেট নং-০১৯৫৩৮০৮১৭১,০১৮১৬৩৯৮৭৫০।


আরও খবর



রাজধানীর যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ও আশপাশের বেশকিছু এলাকায় আজ শনিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। একই সাথে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সোনারগাঁও- জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


আরও খবর