Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর ) দিবাগত রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

এর আগে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় করতে রোববার রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে তাকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি সূত্রে জানা গেছে, চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থার দিকটি বিবেচনা করে মতামত দিয়েছেন তাকে আপাতত কেবিনে রাখা নিরাপদ হবে না। আর তাই সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশ সম্ভব নয়। এজন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা জন্য যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। এরই মধ্যে তার হার্টে ৩ টি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।


আরও খবর



বাগেরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশের উপকুলীয় অঞ্চল বাগেরহাটের প্রান্তিক কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উন্নয়ন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উন্নয়ন সহযোগি সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ফ্যামিনিস্ট ইন একশন কর্মসূচীর আওতায় এই কর্মশালা ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, বাগেরহাট সমাজসেবা উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান, বাগেরহাট সদর,, অধিদপ্তর, অক্সফ্যাম প্রতিনিধি শাহজাদী বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বিঞ্চুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি মাসুদ রানা, ওয়াদা এর চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

আয়োজকরা জানান,প্রান্তিক কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উন্নয়ন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য জ্ঞান দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন যেমন ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, আধুনিক গর্ভনিরোধ, জরুরী গর্ভনিরোধ, যৌন ও স্ত্রীরোগ, গর্ভকালীন যত্ন ও ক্ষতিকারক অনুশীলন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে তিনটি ইউনয়নে কাজ করা হবে।


আরও খবর



হাওয়াইয়ের দাবানলে ক্ষতিগ্রস্তদের ১০৯ কোটি টাকা সহায়তা রক ও অপরাহর

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভয়াবহ দাবানলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হাওয়াইয়ের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে ও হলিউড অভিনেতা ও রেসলার দ্য রক। বাসিন্দাদের সহায়তায় অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই দুই তারকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রক ও অপরাহ সরাসরি অর্থ প্রদানের জন্য একটি তহবিল তৈরি করেছেন। দ্য পিপলস ফান্ড অব মাউইয়ের লক্ষ্য, ক্ষতিগ্রস্ত হাজার হাজার বাসিন্দারা প্রত্যেকে যেন মাসে ১২০০ ডলার করে পায়, বাংলাদেশে মুদ্রায় যা ১ লাখ ২০ হাজার টাকারও বেশি।

ইতোমধ্যে এই তহবিলে ১০৯ কোটি টাকা প্রদান করেছেন দুই তারকা। পুড়ে যাওয়া মাউইয়ে যারা নিজেদের বাড়িতে থাকতেন বা ভাড়া থাকতেন, তারা এই সহায়তা পাবেন। যেসব বাড়ির মালিক অন্যত্র থাকেন তারা এর যোগ্য বলে বিবেচিত হবেন না।

অপরাহ ও রক জানান, স্থানীয়দের সহায়তায় তারা একটি পরামর্শক বোর্ড গঠন করছে। এখানে স্থানীয় নেতা ও বয়জ্যেষ্ঠরা থাকবেন। সহায়তা পাওয়ার ক্ষেত্রে তারাই সেতু হিসেবে কাজ করবেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এই দুই তারকা বলেন, মাউইবাসীরা নিজের ও তাদের পরিবারের জন্য যা প্রয়োজন তা যেন পায় সেটা পূরণ করাই আমাদের লক্ষ্য।

মাউইয়ে বেড়ে ওঠা তারকা রক বলেন, দএত কঠিন সময়েও মাউইবাসীরা এক হয়ে কাজ করছেন। এই ঐক্যই আমাদের শক্তি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নতুন সিনেমা নিয়ে আসছেন দেব

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক;‘গোলন্দাজ’র দুই বছর পর আবারও টালিউড অভিনেতা দেব আসছেন নতুন সিনেমা নিয়ে। এবার তিনি ‘চাঁদের পাহাড়’ সিনেমার সিক্যুয়েল নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

দেবকে ঘিরে নতুন সিনেমার খবর কিছু দিন ধরেই শোনা যাচ্ছে টালি পাড়ায়। এসভিএফ প্রযোজিত নতুন সিনেমা ‘চাঁদের পাহাড়-৩’ এ শঙ্করের চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছিল অভিনেতার কাছে। তিনিও ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগের দুটি সিক্যুয়েলের মতো এবারও সিনেমাটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে সিনেমাটির বিষয়ে এর চেয়ে বেশি তথ্য দিতে কেউই রাজি হননি।

দেবের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি হলো ‘চাঁদের পাহাড়’। এর দুটি সিনেমা আছে ‘চাঁদের পাহাড়’ ও ‘অ্যামাজন অভিযান’। দুটি সিনেমাই পরিচালনা করেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়’ সিনেমাটির প্লট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘চাঁদের পাহাড়’ অবলম্বন করে নির্মিত হয়েছিল। সেখানে শঙ্করকে আফ্রিকার চাঁদের পাহাড়ের খোঁজে ভ্রমণ করতে দেখা গেছিল।

অন্যদিকে, ‘অ্যামাজন অভিযান’ সিনেমাতে একইভাবে শঙ্কর এল ডেরাডোর উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। এখন দেখার বিষয়, তৃতীয় সিক্যুয়েলটির প্লট কোন ঘটনাকে ঘিরে আবর্তিত হয়।

দেব বর্তমানে তার নতুন সিনেমা প্রধান এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমার শুটিং চলছে। এতে তার সঙ্গে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। আগামী শীতে মুক্তি পাবে এ সিনেমা। অন্যদিকে পুজার সময় আসছে বাঘা যতীন। বীর বিপ্লবীর জীবনের গল্প উঠে আসবে অরুণ রায় পরিচালিত এই সিনেমাতে। দুটি সিনেমার প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।

অন্যদিকে, ১১ অগস্ট মুক্তি পেয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এই সিনেমাতে প্রথমবার সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি হয়ে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে আছেন সত্যবতীর চরিত্রে রুক্মিণী এবং অজিতের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




আগস্টে সড়কে ঝরেছে ৩৭৮ প্রাণ

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চলতি বছরের আগস্ট মাসে দেশে ৪০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭৮ জন নিহত এবং আহত হয়েছেন ৭৯৪ জন। নিহতের মধ্যে ৪৪ জন নারী ও ৫১ জন শিশু রয়েছে। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৬ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৬২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৫ দশমিক ২৩ শতাংশ। দুর্ঘটনায় ৯৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৪ দশমিক ৬০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১৫ দশমিক ০৭ শতাংশ।

এ সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় ১৭ জন নিহত, ৯ জন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। ২৮টি রেলপথ দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।


আরও খবর



কক্সবাজারে বার্মিজ আচারের নামে বিক্রি হচ্ছে নকল আচার , দেখার কেও নেই!

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারে বার্মিজ আচারের নামে বিক্রি হচ্ছে নকল আচার। বাহারি প্যাকেটে মোড়ানো এসব আচার দেখে বোঝা কঠিন। কোনটা আসল আর নকল। এছাড়াও প্যাকেটে লেখা আচারের পরিবর্তে অন্য আচার ঢুকিয়ে দিয়ে প্রতারণা করে যাচ্ছেন কতিপয় বিক্রেতারা। ফলে আচার কিনে রীতিমতো হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন পর্যটক।খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের আনাচে কানাচে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় বার্মিজ আচার নামে খ্যাত এসব ভুয়া নাম সর্বস্ব নকল আচার। ঘরে কিংবা দোকানে আচার তৈরি করে বাহারি প্যাকেটে ভরে নাম দেওয়া হয় বার্মিজ আচার। এরপর কতিপয় বিক্রেতারা আচারগুলো স্বল্প মূল্যে কিনে নিয়ে বিচের আনাচে কানাচে বিক্রি করে থাকেন। সেখান থেকে পর্যটকরা এইসব আচার কিনে প্রতারণার শিকার হচ্ছেন।মূলতঃ মিয়ানমার থেকে যেসব আচার টেকনাফ হয়ে বাংলাদেশে আনা হয় এসব হলো আসল বার্মিজ আচার। তবে এসব আচার শহরের বার্মিজ মার্কেটের কয়েকটি দোকান ছাড়া আর কোথাও তেমন বিক্রি করা হয় না।গত আগষ্ট মাসে কক্সবাজার বেড়াতে এসে সুগন্ধা পয়েন্ট থেকে আচার ক্রয় করে প্রতারণার শিকার হন রোকনুজ্জামান নামে এক পর্যটক ।এ বিষয়ে পর্যটক রোকনুজ্জামান জানান, সুগন্ধা পয়েন্টে সারিবদ্ধ এক দোকান থেকে কয়েকটি বার্মিজ আচারের প্যাকেট ক্রয় করি। আচারের প্যাকেটগুলো দেখতে খুবই সুন্দর ছিল। দামও কম রাখা হচ্ছে। তাই কিছু আচার কিনে নিয়ে রুমে চলে যায়। তারপরের দিন ঢাকা গিয়ে প্যাকেট খুলে দেখি আমের আচারের প্যাকেটে দেওয়া হয়েছে বরই। বাকি প্যাকেটগুলোই আচারের নামের সঙ্গে জিনিসের মিল নেই। আচারগুলো এতো নোংড়া মুখেই দেওয়া যাচ্ছে না। পরে খবর নিয়ে দেখি এগুলো আসলে বার্মিজ আচার নয়। কম দামে নকল আচার বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে এরা। একই কথা জানালেন আরেক পর্যটক আব্দুল কাইয়ুম । তিনি জানান, গেল বছর যখন কক্সবাজার যাই, সেখানে এক দোকান থেকে ১০ হাজার টাকার বার্মিজ আচার কিনেন আমার স্ত্রী, পরে বাড়ি গিয়ে দেখি আচারের কোনো অস্তিত্বই নেই। মূলত বার্মিজ আচারের নামে নকল আচার বিক্রি করা হচ্ছে। বিষয়টি দেখে খুবই খারাপ লাগল। কক্সবাজারের মতো একটি শহরে পর্যটক ঠকানো হচ্ছে এটি আসলে খুবই দুঃখজনক।এ বিষয়ে সুগন্ধা পয়েন্টে এক আচারের দোকানদারের সঙ্গে কথা হলে তিনি জানান, কিছু দোকানদার আছেন যারা অল্প দামে নকল আচার বিক্রি করেন। অরিজিনাল বার্মিজ আচারের দাম বেশি, তাই সবাই সেই আচার বিক্রি করে লাভ করতে পারেন না। আবার কিছু কিছু পর্যটক আছেন, যারা অল্প দাম পেলে জিনিস কিনে নিয়ে যায়। আসল বা নকল দেখেন না। সেই সুযোগটা কাজে লাগান কিছু ব্যবসায়ী।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃকাউছার মিয়া জানান, আমি নিজেই এর ভুক্তভোগী। আমি দায়িত্ব নেওয়ার আগে একবার সরাসরি কয়েকটি দোকানদারকে ধরেছিলাম। পরে তারা মিনতি করে মাপ চাওয়ায় সাবধান করে দেওয়া হয়। কিন্তু এখন দেখছি এর মাত্রা বেড়ে গেছে, অনেকের কাছ থেকে  অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি যেহেতু অতিরিক্ত দায়িত্বে আছি, আমাকে তিনটি জেলা দেখতে হয়। কক্সবাজারে গিয়ে এসব নকল আচার দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বিষয়টি আমি নলেজে রাখলাম। খুব শীঘ্রই এসব নকল আচার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর