Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তুরস্কে

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; ভয়াবহ তিনটি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এক টুইট বার্তায় এরদোয়ান বলেছেন, ৬ ফেব্রুয়ারি যে ভয়াবহ ভূমিকম্প সংঘঠিত হয়েছে, সে কারণে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদেশে ও আমাদের বিদেশি প্রতিনিধি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কয়েক দশকের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। ভয়াবহ এ ভূমিকম্পে আহতের সংখ্যা ১৩ হাজারের বেশি। আহতদের মধ্যে ১১ হাজারের বেশি তুরস্কের বাসিন্দা, আর প্রায় আড়াই হাজার রয়েছেন সিরিয়ার বাসিন্দা।

গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল। এর মধ্যে প্রথম ভূমিকম্প হয় ভোর ৪টা ১৭ মিনিটে, সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। আর দ্বিতীয় আঘাত হানে ঠিক ১৫ মিনিট পর। সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে তুরস্কে ৭ দশমিক ৫ মাত্রায় আঘাত হানে আরেকটি ভূমিকম্প।


আরও খবর



ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মেধা বৃত্তি প্রদান

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;পড়ালেখায় অসামান্য কৃতিত্বের জন্য ২১৭ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর বেশিরভাগই নারী। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ২০২২ সালের গ্রীষ্মকালীন থেকে ২০২৩ সালের বসন্তকালীন সেমিস্টারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের (ইউজিসি) সদস্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ আলমগীর। 

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ভেতরে নানা ধরনের অস্থিরতা কাজ করে। যার কারণে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটছে। ক্লাসের পড়ালেখাসহ গোটা বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, তা যেন শিক্ষার্থীদের ভেতরে স্থিরতা আনতে সহায়ক হয়। এজন্য তিনি শিক্ষকমণ্ডলী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টির দিকেও নজর দিতে বলেন অধ্যাপক আলমগীর। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

একে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউলহক মামুন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আরও খবর



উড্ডয়ন পর খুলে পড়ে প্লেনের চাকা, শাহজালালে জরুরি অবতরণ

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: প্লেনের যন্ত্রাংশ পরীক্ষার কাজে ব্যবহৃত ক্যালিব্রেশন প্লেনের চাকা খুলে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা না ঘটেলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট-ক্রুসহ তিনজন। গতকাল রোববার বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, প্লেনের যন্ত্রাংশ পরীক্ষার কাজে বিদেশি ওই ছোট বিমানটি ব্যবহার করছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্লেনটিতে পাইলট-ক্রুসহ ৬ যাত্রী ছিলেন। গতকাল সকাল ৯টা ৫৮ মিনিটে বরিশাল বিমানবন্দরের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় স্মার্ট টেকনোলজি লিমিটেডের ছোট প্লেনটি। এদের মধ্যে চারজন বিদেশি পাইলট ও ক্রু, বেবিচকের এক কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা ছিলেন।

কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানটি বেলা পৌনে ১১টায় বরিশাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তিনজন প্লেন থেকে নেমে যান। পরে বিমানবন্দরের প্লেনের যন্ত্রাংশ পরীক্ষার জন্য পাইলট তিনজনকে নিয়ে ফের বিমানটি নিয়ে উড্ডয়ন করেন। তখন পাইলট দেখতে পান বিমানের নোজ হুইলের (সামনের চাকা) একটি চাকা খুলে পড়ে গেছে।

এ অবস্থায় বরিশাল বিমানবন্দরে অবতরণ না করে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটি নিরাপদে অবতরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস কর্মীদের। দুপুর আড়াইটায় শাহজালালে নিরাপদে অবতরণ করে বিমানটি। এতে বিমানবন্দরে কিছু সময় উড্ডয়ন-অবতরণ বন্ধ ছিল।

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের কারিগরি বিভাগের পরিচালক (সিএনএস) মাহবুবুর রহমান বলেন, ‘পাইলট কোনো ঝুঁকি না নিয়ে ঢাকায় অবতরণ করতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটির খুলে পড়া ফাটা চাকাটি বরিশাল বিমানবন্দরে পড়ে ছিল।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘বরিশালে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিমানকে ঢাকায় অবতরণ করতে বলা হয়।


আরও খবর



২৫ মার্চ রাশিফল

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২৯জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। লেখালেখি কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটবে। প্রেমে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রায় সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকা উচিত।

মিথুন (২২ মে-২১ জুন)

বেকারদের কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। যাবতীয় কেনাকাটায় সতর্ক থাকুন। সম্ভাব্য ক্ষেত্রে আপনার বিয়ে পাকাপাকি হতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বিদেশ যাত্রায় যাবতীয় জটিলতা দূর হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। কেনাকাটায় লাভবান হবেন। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভের মুখ দেখবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বিদেশ যাত্রায় হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কোনো আইনি সমস্যার সমাধান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন। দূরে কোথাও গেলে বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা আছে। কেনাকাটায় বাড়তি কিছু কিনবেন না।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। দিনটি শুরু হতে পারে প্রিয়জনদের কাছে পাওয়া কোনো সুখবর দিয়ে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় সাবধান থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। পারিবারিক দ্বন্দের অবসান হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বেকারদের কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হবে। আপনার মধ্যস্থতায় ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় সতর্ক থাকুন।


আরও খবর

২৮ মার্চ রাশিফল

মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩




সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক :বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে পরাতে হয়েছে রিং। বর্তমানে সুস্থই আছেন বলে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন এই অভিনেত্রী। শুভাকাঙ্খীদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ওই পোস্টে নিজের বাবার সঙ্গে দেখা গেছে তাকে। যদিও ছবিটি ইদানিংয়ের কিনা, জানাননি তিনি।

গতকাল ইন্সটাগ্রামে নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করে ভক্তের উদ্দেশে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, ‘আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন এবং যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখন এটি আপনার পাশে দাঁড়াবে (আমার বাবা @সেনসুবীরের বুদ্ধিমান কথা)।’

সাবেক মিস ইউনিভার্স আরও লেখেন, ‘কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাক করেছিলাম ,অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে স্টেন্টিং (রিং) পরানো হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার কার্ডিওলজিস্ট আবারও নিশ্চিত করেছেন আমার একটি বড় হৃদয় আছে।

বলিউড অভিনেত্রী আরও লিখেছেন, ‘অসংখ্য মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, যারা কিনা সময়মত আমাকে সাহায্য করেছে।’ তিনি সেখানে লেখেন, ‘আরেক পোস্টে সব খুলে বলব। এই পোস্ট শুধু আমার শুভাকাঙ্খী ও ভালোবাসার মানুষদের সুসংবাদ জানানোর জন্য।

ইতোমধ্যে এই বিশ্বসুন্দরীর পোস্টে দেড় লাখ রিঅ্যাক্ট পড়েছে। কমেন্টে অনেকে তাদের পছন্দের অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ করছেন, এমনকি এই বলিউড তারকাকে শক্ত থাকার পরামর্শও দিচ্ছেন নেটিজেনরা।


আরও খবর



সিরাজগঞ্জে বাসচাপায় ৩ কলেজছাত্র নিহত

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার খাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে বেলকুচি থেকে তিন জন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তাড়াশ উপজেলার মান্নান নগরে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মরদেহ শনাক্তের কাজ চলছে।

আজই মরদেহগুলো হস্তান্তর করা হবে। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আরও খবর