Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল শুরু

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোবারর (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে। তবে বিরোধী দলের ডাকা হরতালে যেকোনো নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।।

এদিকে হরতালকে কেন্দ্র করে শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


আরও খবর



হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এমপি শিবলী সাদিক

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:- হাকিমপুরের পথসভা করেছেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। মঙ্গলবার দুপুর ২ টায় হিলি চারামাথা মোড়ে পথসভা করেন তিনি। এসময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকুসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল ১০ টায় ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা ঘোড়াঘাট জিরোপয়েন্টে পৌঁছালে ৪ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ কয়েক হাজার মোটরসাইকল, মাইক্রোবাস ও ট্রাক যোগে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতাকর্মিরা। এরপর তিনি হাজার হাজার মানুষের ঢল নিয়ে জিরোপয়েন্ট থেকে একটি মসজিদের ভিত্তি স্থাপন এর উদ্বোধন করেন তিনি। পরে তিনি ঘোড়াঘাট-গাইবান্ধা মোড়ে পথসভায় যোগ দেন। নেতাকর্মীদের স্লেগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এরপর তিনি বিকেল ৪ টায় বিরামপুর উপজেলা ঢাকা মোড়ে পথসভায় যোগ দেন। পরে তিনি নবাবগঞ্জ উপজেলায় পথ সভায় যোগ দেন।

পথসভায় এমপি শিবলী সাদিক বলেন, আজকের এই মনোনয়ন প্রাপ্ত দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ ও নেতা কর্মীদের প্রাপ্তি। তৃতীয়বারের মতো মনোনয়ন প্রাপ্তি আপনাদের দোয়ায় সফল হয়েছি। এই নির্বাচন কোন ব্যক্তির নির্বাচন নয়, এই নির্বাচন সংবিধান ও বাংলাদেশের অগ্রযাত্রা কে রক্ষা করা ও সন্ত্রাসকে দমন করা নির্বাচন। এই এলাকার গরীব, দুঃখী অসহায় মেহনতি মানুষের যে আকাঙ্খা ও চাওয়া সেটি যেন জাতির জনকের কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিতে পারি।

আপনারা সকলে দোয়া করবেন। দিনাজপুর-৬ আসনের হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শিবলী সাদিক। তরুন মেধাবী, যোগ্যতা ও মার্জিত আচরণের কারণে আগেই দিনাজপুর- ৬ এলাকাবাসীর নজর কেড়েছেন এমপি শিবলী সাদিক।


আরও খবর



খাগড়াছড়িতে নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা হ্যাট্রিক

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী অপর নয় প্রার্থীকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে হ্যাট্টিক করলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

রোববার (২৬ নভেম্বর) বিকেলের দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের।

এতে পার্বত্য খাগড়াছড়ির সংসদীয় আসনে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিমন্ত্রীয় পদমর্যাদায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এদিকে টানা তৃতীয়বারের মতো কুজেন্দ্র লাল ত্রিপুরা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ২২ হাজার ৩০৫ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ৬৫০ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ৬৫০। 

উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।


আরও খবর



দু-একদিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

বিশেষ প্রতিনিধি:অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে। তিনি বলেন, আমাদের নির্বাচন ঘনিয়ে এসেছে। হয়তো দু’এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ও সময় (তফসিল) ঘোষণা করবে। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তার নামে নামকরণ করা শেখ হাসিনা সরণি (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি স্থাপনা ও ঘরের উদ্বোধন ও ভিত্তিস্থাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন।

তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, অনেকে নির্বাচনে আসতে চায় না। কারণ, যারা ৩০টি সিট পেয়েছিল (২০০৮ সালে) স্বাভাবিকভাবে তাদের নির্বাচনে আসার কোন আকাঙ্খাই থাকবে না। নির্বাচন বানচাল করে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে আবার বাংলাদেশের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলাই তাদের চেষ্টা।

সরকারপ্রধান মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন। যার মধ্যে রয়েছে ৯ হাজার ৯৯৫টি অবকাঠামো নির্মাণ সমাপ্ত কাজের উদ্বোধন এবং ৪৬টি অবকাঠামোর ভিত্তিস্থাপন।

প্রকল্পের মধ্যে রয়েছে সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ১ লাখ কোটি টাকা ব্যয়ে ৪৬৪৪ টি বিভিন্ন উন্নয়ন অবকাঠামো এবং ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫৩৯৭টি গৃহ নির্মাণ।এ সময় দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ ১০১টি প্রান্ত ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিল।


আরও খবর



নাসিরনগরে নয় জনের মাঝে একরামুজ্জামান সহ ছয় জনের মনোনয়ন বৈধ,তিন জনের বাতিল

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,বিশেষ প্রতিনিধিঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামানের সহ ছয় জনের মনোনয়ন পত্র বৈধ ও তিন জনের বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার ৩ ডিসেম্বর ২০২৩ রোজ রবিবার বেলা এগার ঘটিকার সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একরামুজ্জামানের  মনোয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে দুই স্বতন্ত্র প্রার্থী নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এ. টি. এম. মনিরুজ্জামান সরকারের মনোনয়নপত্রে তাদের দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত তালিকায় গড়মিল থাকায় তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম।

একরামুজ্জামান আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

মনোয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেন, 'নাসিরনগরের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন এবং এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন- আমি তাই করব। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।'

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সেমিফাইনালে যেতে পাকিস্তান-আফগানিস্তানকে যা করতে হবে

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে পা রেখেছিল ভারতে। প্রথম দুই ম্যাচ দারুণ জয় পেলেও টানা চারটি হারে খাদের কিনারায় পড়ে তারা। এরপর আবার পরপর দুটি জয়ে তাদের শেষ চারের স্বপ্ন উজ্জ্বল হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ায় কঠিন ও অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।

বেঙ্গালুরুতে ব্ল্যাক ক্যাপরা শ্রীলঙ্কাকে হারিয়ে ১০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে। তারা দুই পয়েন্টে পেছনে ফেলেছে পাকিস্তান ও আফগানিস্তানকে। শনিবার (১১ নভেম্বর) কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর আজ শুক্রবার (১০ নভেম্বর) আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৮ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে থাকা দুই দলেরই সেমিফাইনালে খেলার সুযোগ আছে। কিন্তু নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে তাদের পার হতে হবে অসম্ভব এক কঠিন পথ।

নিউজিল্যান্ডের নেট রান রেট ০.৭৪৩, পাকিস্তানের ০.০৩৬। নেট রান রেটে কিউইদের পেছনে ফেলতে হলে বাবর আজমদের কঠিন পথ পাড়ি দিতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামলে তাদের জিততে হবে ২৮৭ কিংবা ২৮৮ রানে। আর যদি বোলিং নেয়, তবে জেতা লাগবে ২৮৪ বল হাতে রেখে।

কাগজে কলমে আফগানিস্তানেরও সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে। তাদের রান রেট ঋণাত্মক ০.৩৩৮। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টপকাতে হলে শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে তাদের জিততে হবে ৪৩৮ রান বা তার বেশি ব্যবধানে। একই সঙ্গে আশা করতে হবে পাকিস্তান যেন ইংল্যান্ডের কাছে হেরে যায়।


আরও খবর