Logo
আজঃ Monday ০৩ October ২০২২
শিরোনাম

সামনের সারিতে বসা নিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড বিক্ষোভ

প্রকাশিত:Monday ০১ August ২০২২ | হালনাগাদ:Monday ০৩ October ২০২২ | ৫৫জন দেখেছেন
Image

নরসিংদীতে বিক্ষোভ সমাবেশে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এতে পণ্ড হয়ে যায় দেশব্যাপী লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির ডাকা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির চিনিসপুর কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনির বক্তব্যের পরপরই ছাত্রদলের একাংশের কর্মীদের মাঝে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ৬ জন কর্মী আহত হন। পরে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘষের্র পর নিরাপত্তার স্বার্থে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।

সামনের সারিতে বসা নিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড বিক্ষোভ

জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, সভা চলাকালে হঠাৎই ছাত্রদলের কয়েকজন হট্টগোল শুরু করে। পরে তাদের শান্ত করা হয়।


আরও খবর