Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

সাকিব-হৃদয়ের ব্যাটে ৩৩৮ রানের রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা টাইগাররা সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছে। ওয়ানডেতে বাংলাদেশের এটাই সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। এর আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে নটিংহামে সেবার অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে এই সংগ্রহ করেছিল বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। দুপুর ২টা ম্যাচটি শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে অবশ্য বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত ৩ রানে মার্ক অ্যাডায়ারের বলে আউট হন। এরপর দলীয় ৪৯ রানে আরেক ওপেনার লিটন দাস ফেরেন। কার্টিস ক্যাম্ফারের বলে ২৬ রান করা এই ডানহাতি পল স্টার্লিংকে ক্যাচ দেন। আর ২৫ রান করা নাজমুল হোসেন শান্ত অ্যান্ড্রু ম্যাকব্রিনের বলে বোল্ড হন।

দলীয় ৩৮তম ওভারে নড়বড়ে নব্বইয়ে আউট হন সাকিব আল হাসান। দুর্দান্ত ব্যাট করা এই তারকা ৮৯ বলে ব্যক্তিগত ৯৩ রানে গ্রাহাম হিউমের শিকার হন। ৫৩তম ফিফটি পাওয়া এই তারকা ৯টি চার হাঁকিয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে তিনি তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৫ বলে ১৩৫ রান তোলেন।

যদিও তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব। ২০তম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি। পাশাপাশি ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ও হয়ে গেছে সাকিবের। আর এই ডাবলে সাকিবই দ্রুততম। তিনি পেছনে ফেলেন শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।

৪৬তম ওভারে মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয় আউট হন। যেখানে অভিষেকে দারুণ ব্যাটিং করলেও নড়বড়ে নব্বইয়ে বিদায় নিয়েছেন হৃদয়। তিনি গ্রাহামের বলে ৮৫ বলে ৯২ করে বোল্ড হন। ৮টি চার ও ২ ছক্কা হাঁকান এই ডানহাতি। একই ওভারে এর আগে মুশফিক ২৬ বলে সমান ৩টি চার ও ছক্কায় ৪৪ করে মাঠ ছাড়েন। এই দুজন জুটি গড়ে ৪৯ বলে ৮০ রান তোলেন।

হিউমের চতুর্থ শিকার হওয়া তাসকিন আহমেদ ৭ বলে এক ছক্কায় ১১ রান করেন। আর শেষ ওভারে ইয়াসির আলী ১০ বলে ১৭ করে রান আউট হন।

আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান হিউম। একটি করে উইকেট পান অ্যাডায়ার, ম্যাকব্রিন ও ক্যাম্ফার।


আরও খবর



বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নামছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এর আগে, বেলা সাড়ে ১১টায় ইংলিশ অধিনায়ক জস বাটলারের বিপক্ষে টস করতে নামেন তামিম ইকবাল। শুরুতেই ভাগ্যের জয়। টসে জিতলেন তামিম এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।


আরও খবর



ছেলেকে নিয়ে খোশ মেজাজে শাকিব খান

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক ;ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্রপাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। এই নায়কের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। এসব কাণ্ডে ইমেজ সংকটে আছেন এই নায়ক। কিন্তু এসব আলোচনা-সমালোচনার মধ্যেও ছেলের জন্য ঠিকই সময় বের করে নিয়েছেন বাবা শাকিব খান।

আজ মঙ্গলবার শাকিব-বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন। আর এদিনে বাবা হিসেবে ছেলেকে শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। ফেসবুকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছেলের সঙ্গে থাকা পুরোনো একটি ছবি প্রকাশ করেছেন তিনি। আর জানা গেছে, বীরকে নিয়ে বেশ খোশ মেজাজেই আছেন এই সুপারস্টার।

উল্লেখ্য, গত বছর ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে সুবাদে শাকিব ও বুবলীর সন্তানের খবরটি প্রথম প্রকাশ্যে আসে। আর সেটি প্রকাশ করেন বুবলী নিজেই। এরপর ৩ অক্টোবর বিয়ে ও সন্তানের বিষয়টিও সবাইকে জানান এই অভিনেত্রী।

সে সময় এক ফেসবুকবার্তায় বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। এর মধ্যে ২০ জুলাই ২০১৮ সালটি হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ, আর ২১ মার্চ ২০২০ সাল হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।’


আরও খবর



টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

আবুল হোসেন আকাশ টাঙ্গাইল প্রতিনিধি :  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার(১৬ মার্চ২৩)ইং বিকেলে ধনবাড়ী উপজেলা ও  পৌর জাতীয় পার্টির আয়োজনে পৌরশহরের সিদ্দিকী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদক মোজাম্মেল হক মজনুর সঞ্চালনায় সহ-সভাপতি ফজলুল হকের সভপাতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেল প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, বিশেষ অতিথি’র বক্তব্যে দেন, যুগ্ম আহবায়ক, সৈয়দ শামছুদ্দোহা যুবরাজ, ইব্রাহিম মোল্লা, প্রধান বক্তার বক্তব্যে দেন, সদস্য সচিব আলহাজ মোজাম্মেল হক। সভায় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নয়ন তরফদার ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ  সাজন আহমেদ রাজু প্রমূখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেল প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোজাম্মেল হক তিনি  ফজলুল হক কে ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মোজাম্মেল হক মজুনকে সাধারণ সম্পাদক এবং ধনবাড়ী পৌর জাতীয় পার্টিতে কবির বকল কে আহবায়ক ও সৈয়দ  সাজন আহমেদ রাজু কে সদস্য সচিব করে ঘোষনা করেন।অনুষ্ঠানে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা অংশ নেয়।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



ছেলের সঙ্গে শাকিবের ভিডিও কল ভাইরাল, বুবলী যা বললেন

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: একটি অনুষ্ঠানে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন শাকিব খানকে। আর ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের ওই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়। আর সেই ভিডিও শেয়ার করেন বীরের মা চিত্রনায়িকা শবনব বুবলী।

জয়ের সঙ্গে শাকিবের ভিডিওকলটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ’ এর পর বুবলী আরও লেখেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান। 

বুবলীর শেয়ার করা পোস্টে গত ১৪ ঘণ্টায় ৩৭ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে। ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ। তারা বুবলীকে প্রশংসায় ভাসিয়েছেন। অনেকে আবার তীর্যক মন্তব্যও ছুড়েছেন।

এ মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটে অবস্থান করছেন শাকিব খান। ব্যস্ততার জন্য দুই ছেলেকে সেভাবে সময় দিতে পারেন না শাকিব খান। তবে তথ্যপ্রযুক্তির কল্যাণে সবসময়ই আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের খোঁজ রাখেন তিনি। ভিডিও কলে কথা বলেন তাদের সঙ্গে।

 



আরও খবর



মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দীন গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগ আনা হবে। দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে মুহিউদ্দীনের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। মুহিউদ্দীনের সরকার আমলে অর্থনৈতিক পুনরুদ্ধারের এক প্রজেক্ট চালুর বিষয়ে জেরার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। 

করোনাকালীন সময়ে চুক্তির বিনিময়ে নির্মাণ ঠিকাদাররা ৭৫ বছর বয়সী মুহিউদ্দীনের বারসাতু পার্টির অ্যাকাউন্টে অর্থ জমা দিয়েছে- এমন অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার সকালে তাকে জিজ্ঞাসাবাস করা হয়। এর পরেই মুহিউদ্দীনের গ্রেপ্তারের খবর এলো। 

এমএসিসি-এর প্রধান আজম বাকি দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা বারনামাকে বৃহস্পতিবার শুরুর দিকে বলেন, আগামীকাল শুক্রবার মুহিউদ্দিনকে আদালতে হাজির করা হবে।

এর আগে এমএসিসি-এর কার্যালয়ে যাওয়ার আগে মুহিউদ্দীনকে দোয়া পড়তে ও তার সমর্থকরা ঘিরে রেখেছে এমন ছবিতে দেখা যায়। তিনি সকল দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন।


আরও খবর