Logo
আজঃ Monday ০৩ October ২০২২
শিরোনাম

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি উসমান, সম্পাদক সজিব

প্রকাশিত:Friday ২৩ September ২০২২ | হালনাগাদ:Monday ০৩ October ২০২২ | ১৯জন দেখেছেন
Image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী উসমান গণিকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সজিব আহমেদ জয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রদল শাবিপ্রবি শাখার ১৬তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শিবানন্দ হাজং, মিলন বিশ্বাস, ওয়াসিম মোহাম্মদ শামস, সহ-সাধারণ সম্পাদক রাকেশ চন্দ্র দাস, তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং, প্রচার সম্পাদক শুভ্রদেব হাজং, অর্থ সম্পাদক সালমান শাহ, পাঠচক্র সম্পাদক জুয়েল চাকমা, দপ্তর সম্পাদক এমং ছাইন মারমা ও সাংস্কৃতিক সম্পাদক দিবাকর বিশ্বাস দিগন্ত।

কমিটিতে দ্বীনবন্ধু সরকার সৌরভকে সিনিয়র সদস্য এবং রনি হাজং, অন্তিক চৌধুরী, সজীব আহমেদ, হেদায়েত সাব্বির, নূর আলম ও অশেষ চাকমাকে সদস্য মনোনীত করা হয়েছে।


আরও খবর