Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

র‌্যাব-৮ এর অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ২৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃশরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে যাত্রাবাড়ি থানার গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।  গণধর্ষণ মামলায় গ্রেফতার ব্যক্তির নাম মো. দেলোয়ার মুন্সী(৪৫)। তার পিতার নাম রশিদ মুন্সী। তার গ্রামের বাড়ি জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়।

র‌্যাব-৮ এর শরীয়তপুর জেলার কোম্পানী কমান্ডার ও সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার মুন্সী কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ওই গণধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

গত ১৬ অক্টোবর ২০২২ সালে যাত্রাবাড়ীর গোবিন্দপুর রূপসী গার্মেন্ট সংলগ্ন ২৬/এ বাড়ীর ৫ তলার সাথী নামে এক নারীর ৫/১ নং ভবনের কক্ষে ৪ জন মিলে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ডেমরার বাঁশেরপুল বার্জার পেইন্ট সংলগ্ন ডেমরা যাত্রাবাড়ী রাস্তার পাশে মেয়েটিকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় আসামীরা। এ ঘটনায় লিজা আক্তার বাদী হয়ে মামলা করেন।


আরও খবর



বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হলো সোমবার। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) কোনও কর্মসূচি নেই। পঞ্চম দফায় একদিন বিরতি দিয়ে কাল বুধবার থেকে আবারও একই কর্মসূচি দিয়েছে দলগুলো।

ওইদিন ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এই অবরোধের আওতামুক্ত থাকবে।

সোমবার বিকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


আরও খবর



ভোট দেওয়া যাবে জেলে থেকেও

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :জেলখানা বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) ইসি পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, এমন ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালট কি?

পোস্টাল ব্যালট হলো কেন্দ্রে গিয়ে শারীরিকভাবে সরাসরি ভোটদানে অসমর্থ, এমন ভোটাররা আগে ব্যালট পেপার সংগ্রহ করে তা ডাকযোগে প্রেরণ করে ভোট দেবেন।

যেভাবে ভোট দেওয়া যাবে পোস্টাল ব্যালটে

ভোটার তার নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালটে ভোট দিতে একটি ব্যালট পেপারের জন্য আবেদন করবেন। তফসিল ঘোষণার তারিখ থেকে ১০ দিনের মধ্যে এ আবেদন করতে হবে।

আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। রিটার্নিং অফিসার ভোটারের আবেদন পাওয়ার পর, অনতিবিলম্বে উক্ত ভোটারের কাছে ডাকযোগে ব্যালট পেপার ও খাম পাঠাবেন। যে খামের ওপর তারিখ প্রদর্শন করে সার্টিফিকেট অব পোস্টিংয়ের একটি ফরম থাকবে। যা ডাকে পাঠানোর সময় ডাকঘরের উপযুক্ত কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে পূরণ করা হবে।

ইসি জানায়, ব্যালট পেপার পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে ভোটারের ভোট রেকর্ড করে পেপারটি পাঠানো খামে ভরে ন্যূনতম বিলম্বের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে পাঠাতে হবে। এরপর প্রাপ্ত ব্যালটের ফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

যারা বিভিন্ন দেশে বসবাস করেন তারাও পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন। এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি।


আরও খবর



হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ,চোরাচালান,মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিং এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করেন। এসময় বিজিবি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে হিলি আইসিপি ক্যাম্পে দুই ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়াসহ দুই বাহিনীর কর্তকতারা উপস্থিত ছিলেন।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার,তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষন করেন।


আরও খবর



মধুপুরে সড়ক দুর্ঘটনায় ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন সরোয়ার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি বাসস্ট্যান্ডে গত রবিবার ঘাতক বিনিময় পরিবহন ও অটোভ্যানের সংঘর্ষের দুর্ঘটনায় মোঃ সরোয়ার হোসেন ৫দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে আজ বৃহস্পতিবার ভোর চারটায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বিনিময় বাস ও অটোভ্যানের সংঘর্ষের ঘটনায় এ নিয়ে অটোভ্যানের দুইজনেই মারা গেলেন। তার বাড়ি মধুপুর উপজেলার গোলাবাড়ি লোকদেও গ্রামে।

একই এলাকার ভ্যান চালক ঘটনার দিন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।অদক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত বিনিময় পরিবহন এখন সাধারণ পথচারীদের কাছে মরন ফাঁদ। বিনিময় গাড়ি বন্ধের দাবিতে দীর্ঘদিন যাবতএলাকাবাসী বারবার মানববন্ধন সহ রাস্তা অবরোধ করেও এর কোনো সুষ্ঠু সমাধান পাননি। প্রতিনিয়ত বিনিময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অসহায় পথচারীদের মৃত্যুর মিছিল বেড়েই চলছে।

সন্তানের চাওয়া পূরণ করতে বাড়ি থেকে বেড়িয়ে আসা বাবা ফিরে যাচ্ছে ছিন্নভিন্ন লাশ হয়ে। এমন অনেক লোমহর্ষক ঘটনা ঘটেই চলছে। ঘটনা ঘটার সময় রাস্তা অবরোধ করলে অনেক নীতিবান চলে আসেন মিথ্যা আশ্বাস দিয়ে অবরোধ তুলে দিতে। পরবর্তীতে সে সকল নীতি আদর্শবান মানুষ গুলো কি খোঁজ নিয়ে দেখেন, সেই দুর্ঘটনায় নিহত পরিবারের লোকজন একমাত্র উপার্জনের মানুষটিকে হারিয়ে কি ভাবে মানবেতর জীবনযাপন করছেন?

কেউ খোঁজ রাখেনা, এমনও তথ্য রয়েছে সড়ক দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। শতশত পথচারী পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে। সর্বপরি শুধু মিথ্যা আশ্বাস নয়,সাধারণ মানুষ এর দীর্ঘ সুষ্ঠু সমাধান চায় তা নাহলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে আর তার দায় দায়িত্ব মিথ্যা আশ্বাসকারীদেরকেই নিতে হবে বলে জানান গোলাবাড়ি এলাকার  শোকাভিভূত সর্বসাধারন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল মানেই বাড়তি উন্মাদনা। গত বুধবার (২২ নভেম্বর) জাতীয় দলের জয়ের পর আজ শুক্রবার (২৪ নভেম্বর) আরও একবার ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরির হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাও যুবাদের ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেললেও লড়াই ছিল সমানে সমান। ১৫ মিনিট পর্যন্ত দুই দলই একে অন্যের গোলে অন্তত দুবার আক্রমণ সাজায়। তবে পোস্টে শট রাখতে পারেনি কেউই। দুই দলের সামনেই সুযোগ ছিল গোলের। আর্জেন্টিনার সিয়ারো ফাঁকা পোস্ট পেয়েও ফিনিশিং করতে পারেনি। আর ব্রাজিলের হায়ানের শট অল্পের জন্য বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

ম্যাচের ২৮তম মিনিটে অবশ্য আর হতাশ হতে হয়নি আর্জেন্টিনাকে। নিজ অর্ধে বল পেয়েছিলেন আর্জেন্টিনার এচেভেরি। এরপর একাই ছুটে গেলেন প্রতিপক্ষের ডিবক্স পর্যন্ত। ডিবক্সের কিছুটা বাইরে থেকে নিয়েছিলেন নিচু শট। তবে সেটা ব্রাজিল অধিনায়ক ভিটর রেয়েসের পায়ে লেগে খানিক দিক পরিবর্তন করে। তাতেই পরাস্ত হন ব্রাজিলের গোলরক্ষক। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা।

দ্বিতীয়ার্ধে যেন রুদ্র মূর্তি ধারণ করেই মাঠে নামেন ক্লদিও এচেভেরি। ম্যাচের ৫৮ ও ৭১ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করে রিভার প্লেটের এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে এ নিয়ে ৫ গোল করে এচেভেরি।

আগামী ২৮ নভেম্বর (মঙ্গলবার) সেমিফাইনাল জার্মান যুবাদের মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা।


আরও খবর