Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু ( নারাযণগঞ্জ) সংবাদদাতাঃ

রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৬ জুন মঙ্গলবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ ছালাউদ্দিন ভুইয়া এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী এস এম সাব্বির হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন।


রূপগঞ্জ ইউপি সদস্য আলমগীর হোসেন, জাকিয়া সুলতানা, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, রোমান মোল্লা, আক্তার হোসেন, কাউছার আহম্মেদ, মোমেন মোল্লা, ওমর ফারুক, বাচ্চু মৃধা, দীপক চন্দ্র সাহা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান।


রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, ইছাপুরা শ্রী গোপাল গিরিধারি মন্দিরের সভাপতি সংগ্রাম চন্দ্র রায় রানা ও যুবলীগ নেতা আতিকুর রহমান উপস্থিত ছিলেন।৪২২ মিটার দৈর্ঘ্য ও ৩দশমিক ৭ মিটার প্রস্থ্যে এ সড়ক ইউনিব্লকে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৩ লক্ষ ৩৭ হাজার টাকা। আগামী এক মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার রাত ১০টা ৫২ মিনিটে যুক্তরাষ্ট্রের জেএফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

যাওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার রাত ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময়) লন্ডনে পৌঁছায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফ্লাইটটি ওই দিন সকাল ১০টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সে সময় বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এ সফরে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে ভাষণ দেবেন তিনি।

সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন-অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয় তুলে ধরবেন।


আরও খবর



সুনামগঞ্জে মামার হাতে ভাগিনা হত্যা, জেলের লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে সালিস-বিচারের সময় পিটিয়ে ভাগিনাকে হত্যা করাসহ হাওর থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা ব্যক্তিরা হলো- জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মনর আলীর ছেলে সাদির আহমদ (৩০) ও মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের জেলে নুরুল ইসলাম করু মিয়া (৪৭)। আজ সোমবার (৪ সেপ্টেম্ভর) সকাল ৭টায় পৃথক স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রোববার ( ৩ সেপ্টেম্ভর) রাত ২টায় ছাতক উপজেলার বানায়ত গ্রামে একটি হত্যা মামলার আপোষের জন্য সালিশ বিচারের আয়োজন করে স্থানীয়রা। ওই সময় হত্যা মামলার আসামী মনছর আলী ও তার ভাগিনা সাদির আহমদকে ৭লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ জরিমানা করে গ্রাম্য বিচারকরা। সেই টাকা দেওয়ার বিষয় নিয়ে সালিস চলাকালীন সময় মামা মনছর আলী ও ভাগিনা সাদির আহমদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এঘটনার জের ধরে মামা তার লোকজন নিয়ে ভাগিনাকে বেধরক মারধর করে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মামা মনছর আলী ও তার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে উপস্থিত স্থানীয়রা ভাগিনা সাদির আহমদকে উদ্ধার করে আজ সোমবার (৪ সেপ্টেম্ভর) ভোর সাড়ে ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পৌছার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এদিকে গতকাল রোববার (৩ সেপ্টেম্ভর) রাত ১টায় মধ্যনগর উপজেলার কার্তিকপুর গ্রামের হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যায় জেলে নুরুল ইসলাম করু মিয়াসহ অন্যান্যরা। ওই সময় হঠাৎ ঝড় ও বৃষ্ঠি শুরু হয়। তখন জেলে করু মিয়ার নৌকা ডুবে

হাওরের পানিতে নিখোঁজ হয়ে যায়। তখন অন্যান্য জেলেদের মধ্যে আজহার মিয়া, শাহ জাহান, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া সাঁতরে তীরে এসে কোন রকম নিজেদের জীবন রক্ষা করে। এঘটনার পর আজ সোমবার (৪ সেপ্টেম্ভর) সকাল ৭টায় স্থানীয়রা মশারীর জাল টেনে নিখোঁজ জেলে কারু মিয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও মধ্যনগর থানার ওসি ইমরান হোসেন পৃথক ঘটনায় ২ জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জনান- ছাতকে ভাগিনা হত্যাকারী মামাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। অন্যদিকে মৃত জেলের লাশ উদ্ধার করা হয়েছে।


আরও খবর



সুন্দরগঞ্জ আওয়ামীলীগের সভাপতি মিমেস আফরুজাবারীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

একেএম শামছুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃআগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চাই প্রসঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে গতকাল মঙ্গলবার সর্বানন্দের নিজবাড়িতে এক মতবিনিময় করেন।

মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন,বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মজনু হীরো,, সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯গাইবান্ধা--১সুন্দরগঞ্জ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীকে নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ার জন্য জোরদাবি জানান।

সভায় অন্যানের মধ্যে মতবিনিময়ে অংশ নেন সাংবাদিক,হাবিবুর রহমান হবি,শাহ্জাহান মিঞা,সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশার্রফ হোসেন বুলু,সহ-সভাপতি একেএম শামছুল হক,।সাংবাদিক শাহ্ রেদওয়ানুর রহমান,,ইমদাদুল,হক প্রমূখ। সভায় সমাপনি বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আফরুজা বারী।তিনি বলেন,সারা বাংলাদেশের ন্যায় সুন্দরগঞ্জে তুলনামুলক কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।কারণ হলো এ এলাকায় সরকার দলীয়  এমপি নাই;একারণে সুন্দরগঞ্জের উন্নয়নে, আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কার এমপি নির্বাচিত করে এ এলাকার ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে।এজন্য সাংবাদিকের অগ্রনী ভূমিকা পালনের কথাও বলেন।

আরও খবর



এখন আস্থা নিয়ে বলা যায়, না খেয়ে কেউ নেই: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে উন্নয়নের পাশাপাশি বৈষম্য বেড়েছে, তা অস্বীকারের উপায় নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত সূচনা চূড়ান্ত মূল্যায়ন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এম এ মান্নান বলেন, ‘অনেকে বলে বৈষম্য বেড়েছে। হ্যাঁ বেড়েছে, তা অস্বীকার করি না। বৈষম্য বাড়ার কারণ হলো যাদের কাছে সম্পদ আছে, অর্থ, শিক্ষা, মেধা আছে, সামাজিক যোগাযোগমাধ্যম শক্তিশালী তারা বেশি অর্জন করছে। যাদের অবস্থান শূন্যের কোঠায়, কিছুই নাই, ভূমিহীন প্রায় সমাজ থেকে বিচ্যুত বলা যায়, যাদের বিশ্বব্যাংকের মাপে দৈনিক আয় এক ডলারের নিচে ছিল সেই সংখ্যা ওখানে আর নেই। এখন আস্থা নিয়ে বলা যায়, না খেয়ে কেউ নেই।

তিনি বলেন, ‘দেশের প্রায় ৭০-৭৫ ভাগ মানুষ গ্রামে-গঞ্জে বসবাস করেন। যারা ঢাকার উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের নন, যারা সুশীল সমাজ বা উন্নত নাগরিক সমাজের প্রতিনিধি নন, তারাই আমাদের দেশের প্রকৃত মালিক। তারাই যুদ্ধ করেছেন, এখনো খেতে-খামারে কাজ করে কলকারখানায় আমাদের টিকিয়ে রেখেছেন। লুকাবার ব্যাপার নয়, আমি তাদের সঙ্গে কথা বলি। তারা চান, আরও বেশি উন্নয়ন। তাদের যদি বলা হয়, এক গ্লাস গণতন্ত্র খাবে না এক গ্লাস উন্নয়ন খাবে? তারা এক গ্লাস উন্নয়নই নেবে। কারণ সেটা তার খুব দরকার এই মূহুর্তে।

ক্ষুধা ও দারিদ্রতা দূরীকরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ক্ষুধা দারিদ্র্য দূরীকরণ সম্পূর্ণ না হলেও কমিয়ে আনা। আমরা মোটা দাগে দারিদ্র ৪০-৪৫ ছিল ৮-৯ সালে সেখানে এখন ১৮ দশমিক ৫ এ আছি। প্রচণ্ড দারিদ্র ৪-৫ এর মধ্যে আছে। আমাদের সাহস এসেছে যে আমরা ধারাবাহিক কাজ চালিয়ে গেলে আমরা এটাকে নির্মূল করতে পারব।

এম এ মান্নান আরও বলেন, ‘খাবার পানি, স্যানিটেশন, প্রাথমিক শিক্ষা, শিশুদের টিকা, মহিলাদের সচেতনকরণ, বাচ্চাদের স্কুলে যাওয়া প্রতিটি ক্ষেত্রে আমাদের যে অচলায়তন ছিল আমাদের হাজার বছরের সেগুলো আমরা ঠেলে কিছুটা দূরে সড়াতে পেরেছি। এখন আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য প্রয়োজন দারিদ্র্য দূরীকরণের জন্য। ক্ষমতার জন্য নয়।


আরও খবর



কক্সবাজারে বার্মিজ আচারের নামে বিক্রি হচ্ছে নকল আচার , দেখার কেও নেই!

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারে বার্মিজ আচারের নামে বিক্রি হচ্ছে নকল আচার। বাহারি প্যাকেটে মোড়ানো এসব আচার দেখে বোঝা কঠিন। কোনটা আসল আর নকল। এছাড়াও প্যাকেটে লেখা আচারের পরিবর্তে অন্য আচার ঢুকিয়ে দিয়ে প্রতারণা করে যাচ্ছেন কতিপয় বিক্রেতারা। ফলে আচার কিনে রীতিমতো হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন পর্যটক।খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের আনাচে কানাচে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় বার্মিজ আচার নামে খ্যাত এসব ভুয়া নাম সর্বস্ব নকল আচার। ঘরে কিংবা দোকানে আচার তৈরি করে বাহারি প্যাকেটে ভরে নাম দেওয়া হয় বার্মিজ আচার। এরপর কতিপয় বিক্রেতারা আচারগুলো স্বল্প মূল্যে কিনে নিয়ে বিচের আনাচে কানাচে বিক্রি করে থাকেন। সেখান থেকে পর্যটকরা এইসব আচার কিনে প্রতারণার শিকার হচ্ছেন।মূলতঃ মিয়ানমার থেকে যেসব আচার টেকনাফ হয়ে বাংলাদেশে আনা হয় এসব হলো আসল বার্মিজ আচার। তবে এসব আচার শহরের বার্মিজ মার্কেটের কয়েকটি দোকান ছাড়া আর কোথাও তেমন বিক্রি করা হয় না।গত আগষ্ট মাসে কক্সবাজার বেড়াতে এসে সুগন্ধা পয়েন্ট থেকে আচার ক্রয় করে প্রতারণার শিকার হন রোকনুজ্জামান নামে এক পর্যটক ।এ বিষয়ে পর্যটক রোকনুজ্জামান জানান, সুগন্ধা পয়েন্টে সারিবদ্ধ এক দোকান থেকে কয়েকটি বার্মিজ আচারের প্যাকেট ক্রয় করি। আচারের প্যাকেটগুলো দেখতে খুবই সুন্দর ছিল। দামও কম রাখা হচ্ছে। তাই কিছু আচার কিনে নিয়ে রুমে চলে যায়। তারপরের দিন ঢাকা গিয়ে প্যাকেট খুলে দেখি আমের আচারের প্যাকেটে দেওয়া হয়েছে বরই। বাকি প্যাকেটগুলোই আচারের নামের সঙ্গে জিনিসের মিল নেই। আচারগুলো এতো নোংড়া মুখেই দেওয়া যাচ্ছে না। পরে খবর নিয়ে দেখি এগুলো আসলে বার্মিজ আচার নয়। কম দামে নকল আচার বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে এরা। একই কথা জানালেন আরেক পর্যটক আব্দুল কাইয়ুম । তিনি জানান, গেল বছর যখন কক্সবাজার যাই, সেখানে এক দোকান থেকে ১০ হাজার টাকার বার্মিজ আচার কিনেন আমার স্ত্রী, পরে বাড়ি গিয়ে দেখি আচারের কোনো অস্তিত্বই নেই। মূলত বার্মিজ আচারের নামে নকল আচার বিক্রি করা হচ্ছে। বিষয়টি দেখে খুবই খারাপ লাগল। কক্সবাজারের মতো একটি শহরে পর্যটক ঠকানো হচ্ছে এটি আসলে খুবই দুঃখজনক।এ বিষয়ে সুগন্ধা পয়েন্টে এক আচারের দোকানদারের সঙ্গে কথা হলে তিনি জানান, কিছু দোকানদার আছেন যারা অল্প দামে নকল আচার বিক্রি করেন। অরিজিনাল বার্মিজ আচারের দাম বেশি, তাই সবাই সেই আচার বিক্রি করে লাভ করতে পারেন না। আবার কিছু কিছু পর্যটক আছেন, যারা অল্প দাম পেলে জিনিস কিনে নিয়ে যায়। আসল বা নকল দেখেন না। সেই সুযোগটা কাজে লাগান কিছু ব্যবসায়ী।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃকাউছার মিয়া জানান, আমি নিজেই এর ভুক্তভোগী। আমি দায়িত্ব নেওয়ার আগে একবার সরাসরি কয়েকটি দোকানদারকে ধরেছিলাম। পরে তারা মিনতি করে মাপ চাওয়ায় সাবধান করে দেওয়া হয়। কিন্তু এখন দেখছি এর মাত্রা বেড়ে গেছে, অনেকের কাছ থেকে  অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি যেহেতু অতিরিক্ত দায়িত্বে আছি, আমাকে তিনটি জেলা দেখতে হয়। কক্সবাজারে গিয়ে এসব নকল আচার দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বিষয়টি আমি নলেজে রাখলাম। খুব শীঘ্রই এসব নকল আচার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর