Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

রূপগঞ্জে ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা  পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল ১৫ নভেম্বর  উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বর্ষপূর্তি  উদযাপন করা হয়। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার এনামুল হকের আয়োজিত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও মাইটিভির রূপগঞ্জ থানা প্রতিনিধি মোঃ মকবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন,  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের   সাংবাদিক শফিকুল আলম ভুইয়া (নয়াদিগন্ত), মীর শফিক (নয়াদিগন্ত), মনজুর এলাহী (আমার বার্তা), এসএম রোবেল মাহমুদ (মানব কন্ঠ), মোঃ আলম হোসাইন (দিনকাল), আবু কাউসার মিঠু (দেনিক তৃতীয় মাত্রা)।

নোয়াব ভুইয়া (আমার সময়), রনি আহমেদ (দৈনিক আজকের আলোকিত সকাল), মিজানুর রহমান (শুভ দিন), রিপন সরকার (আজকের বসুন্ধরা), সিরাজুল ইসলাম (বাংলাদেশের আলো), মাছুম মিয়া (যুগ যুগান্তর), রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম রাসেল (এশিয়া বার্তা), গোলাম মোস্তফা (সাগর) ও মোঃ পারভেজ (দৈনিক বর্তমান)পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



এইচএসসিতে ডেমরায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৬২জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃএইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ।ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ বলে বোর্ড সূত্রে জানা গেছে।২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ৮৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে রেকর্ড গড়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসিতে মোট অংশ নেয় ১০৯৮ জন। এবার পাশের হার ৯৯.৮২ শতাংশ। এর মধ্যে ১০৯৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ৭২৭ জন।  কৃতকার্য হয়েছে ৭২৭ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৯৬ জন। ব্যবসায় শিক্ষায় মোট ২২৮ জন শিক্ষার্থী অংশ নেয় এবং  জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন। মানবিক শাখায় ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং । তার মধ্যে জিপিএ পেয়েছে ৬৮ জন।

প্রতিষ্ঠানের চোখ ধাঁধানো ধারাবাহিক অর্জন এইচএসসিসহ সকল পর্যায়ে। গৌরবোজ্জ্বল সাফল্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থী-অভিভাবকদের কাছে ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠেছে।  আনন্দঘন সাফল্যে শিক্ষার্থী-অভিভাবক সকলেই উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত।

ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে বলেন, শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও অভিভাবকদের নিয়মিত তদারকির ফলেই ছেলে-মেয়েরা এইচএসসি পরীক্ষায় আশাব্যাঞ্জক ফল অর্জন করেছে।

এসএসসি ও এইচএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বারবার গৌরবোজ্জ্বল ফল অর্জন করে। ২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম হয়েছে, ২০১২ সালে হয়েছে দ্বিতীয়। ২০০৭ সালে শতকরা পাসের ভিত্তিতে এইচএসসিতে ঢাকা বোর্ডে এ প্রতিষ্ঠান প্রথম হয়। কেবল শ্রেণিকক্ষের লেখাপড়া নিয়েই এ প্রতিষ্ঠান সীমাবদ্ধ নয়, একটা বিস্তৃত সাংস্কৃতিক পরিমণ্ডলও রয়েছে।


আরও খবর

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি সাজা দেওয়া হচ্ছে: রিজভী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক;দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার পর এখন গায়েবি সাজা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ফকিরাপুল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি ও গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেওয়া হচ্ছে। এতে আবারও প্রমাণিত হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাজা চক্রান্তমূলক এবং সরকারের নির্দেশেই দেওয়া হচ্ছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। অবৈধ ক্ষমতাকে আর এক্সটেনশন করা যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু প্রমুখ।


আরও খবর



মুক্তিযোদ্ধাদের সড়ক সেতু ও ফেরিতে টোল দিতে হবে না

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সড়ক, সেতু ও ফেরির টোল ফি দিতে হবে না।সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, টোল নীতিমালা, ২০১৪ এর ৭, ৮, ৪ অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক বা ফেরি বা সেতুগুলো পারাপারে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ব্যক্তিগত গাড়ির ঢোল পরিশোধে অব্যাহতি দেওয়া হলো।


আরও খবর



নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত আট জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার‌।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফাজউদ্দিন, জাকের পার্টির যুবায়ের আলম, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মর্তুজা  পাপ্পা, কার্যকরী সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না বললেন নুর ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন


আরও খবর