
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জে স্কুল শিক্ষকের অপমান সইতে না পেরে হানিফ নামের স্কুলছাত্র আত্নহত্যা করে বসে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র হানিফ(১৬) একই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে আসছিলো দীর্ঘদিন ধরে।
তারা স্কুলের বারান্দায় কথা বলার সময় স্কুল শিক্ষক দেখে ফেলে।
স্কুল শিক্ষক তাদের লাইব্রেরীতে সকল শিক্ষকের সামনে ডেকে নিয়ে তাকে কঠিন শাস্তির কথা ও প্রচুর অপমান করে।
সেই অপমান সইতে না পেরে কীটনাশক পানে সে আত্মহত্যা করে।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষকরা শাসন করতেই পারে, অভিভাবকেরা তাদের সন্তানদের আমাদের হাতে ছেড়ে যান সঠিক মানুষ করে গড়ে তোলার জন্য। নিহত হানিফ হাটাবো ত্রিশকাহনিয়া এলাকার আজাহার মিয়ার ছেলে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন ঘটনাস্থলে তদন্ত অফিসার পাঠিয়েছি লাশ শনাক্ত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-খবর প্রতিদিন/ সি.বা