Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রূপগঞ্জে স্কুল শিক্ষকের অপমানে স্কুলছাত্রের আত্নহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২২ নভেম্বর 20২২ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৭৭জন দেখেছেন

Image

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃআবু কাওছার মিঠু 

রূপগঞ্জে স্কুল শিক্ষকের অপমান সইতে না পেরে হানিফ নামের স্কুলছাত্র আত্নহত্যা করে বসে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র হানিফ(১৬) একই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে  আসছিলো দীর্ঘদিন ধরে।


তারা স্কুলের বারান্দায় কথা বলার সময় স্কুল শিক্ষক  দেখে ফেলে।

স্কুল শিক্ষক তাদের লাইব্রেরীতে সকল শিক্ষকের সামনে  ডেকে নিয়ে তাকে কঠিন শাস্তির কথা ও প্রচুর অপমান করে।

সেই  অপমান সইতে না পেরে কীটনাশক পানে সে আত্মহত্যা করে।


প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষকরা  শাসন করতেই পারে, অভিভাবকেরা তাদের সন্তানদের আমাদের হাতে ছেড়ে যান সঠিক মানুষ করে গড়ে তোলার জন্য। নিহত হানিফ হাটাবো ত্রিশকাহনিয়া এলাকার আজাহার মিয়ার ছেলে।  


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন  ঘটনাস্থলে তদন্ত অফিসার  পাঠিয়েছি লাশ শনাক্ত হয়েছে।  এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




মধুপুরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৩৩জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের  মধুপুরে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় সংগঠন শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর)মধুপুর নিতাইবাড়ি আশ্রমে সকাল ১০টা থেকে বিরামহীন ভাবে বিকাল ৪টা পর্ষন্ত চলে এই ভোট গ্রহন।২১সদস্য বিশিষ্ট কমিটির মোট প্রার্থীর সংখ্যা ৪১ জন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সুধাংশু দেবনাথ জানান, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে, একে-অপরের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।নির্বাচন পরবর্তী সময়ে নতুন কমিটির মাধ্যমে এই সংগঠন আরও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

নিরাপত্তার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন পর্যায়ের প্রধানগন, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দগন নির্বাচন পর্যবেক্ষন করেছেন বলে তিনি জানান। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




তাহিরপুর সীমান্তে বিএসএফের তাড়া খেয়ে আবারো বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফের তাড়া খেয়ে নদীতে ডুবে আবারো এক বৃদ্ধ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম- কাছম আলী (৬০)। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম-গুচ্ছ গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্ভর) সাড়ে ৭টায় সীমান্তের যাদুকাটা নদী থেকে ওই বৃদ্ধ শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এলাকাবাসী সূত্রে জানা গেছে- চোরাচালান ও চাঁদাবাজির স্বর্গরাজ্য হিসেবে পরিচিত তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের সোর্স পরিচয়ধারীরা প্রতি বারকি নৌকা থেকে ৩শ টাকা করে চাঁদা নিয়ে, প্রতিদিনের মতো আজ শুক্রবার (২৯ সেপ্টেম্ভব) ভোরে প্রায় ৫শতাধিক শ্রমিককে বারকি নৌকা দিয়ে যাদুকাটা নদীপথে ভারতের অভ্যন্তরে পাঠায় কয়লা, পাথর ও বালি আনার জন্য। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শ্রমিকদের তাড়া করে। তখন শ্রমিকরা তাদের নৌকা ও মালামাল নিয়ে পালানোর সময় যাদুকাটা নদীতে ডুবে বৃদ্ধ কাছম আলী নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর ওই শ্রমিকের মৃতদেহ পর্যটন স্পর্ট বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীর তীরে ভেসে আসলে স্থানীয়রা উদ্ধার করে। গত দুইদিন আগে একই ভাবে কয়লা, পাথর ও বালি পাচাঁর করার সময় বিএসএফ সদস্যরা নৌকা আটক করে নিয়ে যায়। এরআগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর পাচাঁরের সময় নৌকা ডুবে আব্দুল হাসিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আর আগে গত শনিবার (৫ আগস্ট) দুপুরে বালিয়াঘাট সীমান্তের লাকমাছড়া এলাকা দিয়ে ভারত থেকে কয়লা পাচাঁর করতে গিয়ে গর্তে পড়ে আক্তার হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর, চারাগাঁও, বালিয়াঘাট, টেকেরঘাট, চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত দিয়ে চোরাচালান করতে গিয়ে নদীতে ডুবে ও চোরাই কয়লার গর্তে মাটি চাপা পড়ে গত এপর্যন্ত শতাধিক লোকের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশি মৃত্যু হয়েছে সীমান্তের লাকমা, লালঘাট, বরুঙ্গাছড়া ও যাদুকাটা নদীতে। কিন্তু এসব মৃত্যুর জন্য সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণকারী সোর্স ও তাদের গডফাদারের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ না নেওয়ার কারণে দিনদিন সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি আশংকাজনক হারে বেড়েই চলেছে।

এরফলে একদিকে লাখলাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার, অন্যদিকে বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। তাই সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি প্রতিরোধ করার জন্য সোর্স পরিচয়ধারী ও তাদের গডফাদারকে গ্রেফতার করতে বিজিবির পাশাপাশি পুলিশ ও র‌্যাব প্রশাসনের সহযোগীতা জরুরী প্রয়োজন বলে জানিয়েছে ৩ শুল্কস্টেশনের সচেতন বৈধ ব্যবসায়ীরা। এব্যাপারে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান- সীমান্ত এলাকায় যে ঘটনা ঘটেছে তার খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আরও খবর



শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া মাত্র ৫০ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে ম্যাচ শেষ করেছেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। এ নিয়ে অষ্টমবার এশিয়া কাপ জিতল ভারত।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দীর্ঘ ১১ বছর পর ফাইনালের লড়াইয়ে নামে শ্রীলঙ্কা। এমন একটা ম্যাচ নিয়ে দেশটির সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ২৫ হাজার ধারণ ক্ষমতার গ্যালারিতে আর একটি সিটও ফাঁকা নেই।

এশিয়ার সেরা হওয়ার ফাইনালে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এরপর বৃষ্টিতে ৪৫ মিনিট পর শুরু হয় খেলা। ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরার প্রথম ওভারেই কুশল মেন্ডিসের (০) উইকেট হারায় শ্রীলঙ্কা।

বুমরাহ যেন ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছিলেন। এরপর বাকি কাজটা করেন মোহাম্মদ সিরাজ-হার্দিক পান্ডিয়ারা। 

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই সিরাজের তোপ। প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে ২ রানে ফেরান। তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে, চতুর্থ বলে চারিথ আসালাঙ্কা। দুজনকেই খুলতে দেননি রানের খাতা। পঞ্চম বলে বাউন্ডারি হজম করলেও ওভারের শেষ বলেই তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে (৪)।

দলের এমন বিপর্যয়ে হাল ধরতে পারেননি কেউ। অধিনায়ক দাসুন শানাকাকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে ফিরিয়ে সিরাজ মেতে ওঠেন ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার উল্লাসে।

এরপর ১৭ রান করা কুশল মেন্ডিসকেও ফেরান বোল্ড করে। দলীয় ৩৩ রানের মাথায় ৭ উইকেট নেই সিরাজের ঝলকে। বাকি তিন উইকেট নিতে খুব একটা দেরি করেননি হার্দিক পান্ডিয়া। দুনিথ ওয়েল্লালাগেকে ৮, প্রামোদ মাধুশানকে ১ ও মাথেশা পাথিরানাকে ০ রানে আউট করে শ্রীলঙ্কাকে দ্বিতীয় সর্বনিম্ন রানে অল-আউটের লজ্জা দেন পান্ডিয়া। 

অল্প কয়টা রানের লক্ষ্য তাড়া করতে এদিন শুভমান গিলের সঙ্গে নামেননি নিয়মিত ওপেনার রোহিত শর্মা। দুজনে মিলে মাত্র ৬.১ ওভারে শেষ করে দিয়েছেন ম্যাচ। ইশান কিষান ১৮ বলে ২৩ আর গিল ১৯ বলে করেন ২৭ রান।


আরও খবর



সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮১জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:কিংবদন্তিতুল্য বিশ্ব বিখ‍্যাত সঙ্গীত জগতের সাধক শিল্পী সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ' র ৫১ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে  বুধবার  দুপুরে নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন ডিগ্রী কলেজে অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে  ।অনুষ্ঠানের পূর্বে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মুরোলে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধান অতিরিক্ত ও বিশেষ অতিথি বৃন্দু সহ অএ এলাকার মান্যগণ্য ব্যাক্তি বর্গ।

এসময় অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আরিফুল ইসলাম ভূঁইয়া টিপুর সভাপতিত্বে ও অত্র কলেজের বাংলা বিভাগের অধ্যাক্ষ মো. মোহসীন সরকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গোলাম কিবরিয়া'র যৌথ সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর মজিব, ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক অলিউর রহমান ভূঁইয়া,যুগ্ন আহবায়ক ডা: আবু জাফর জামাল, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এর সভাপতি রানা শামীম রতন।

অত্র কলেজের বিদ্যুৎশাহী সদস্য মো. সোহরাওয়ার্দ্দিন চৌধুরী,অভিভাবক সদস্য আশরাফ হোসেন আকছির, অভিভাবক সদস্য মোখলেছুর রহমান,মো. মাঈন উদ্দিন, হিতৈষী সদস্য মো. আনোয়ার হোসেন,লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যাক্ষ ইকবাল হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাক্ষ আব্দুর রহিম সাগর,মো. দেলোয়ার হোসেন প্রমুখ।অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ'র রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে যা জানাল

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গত কয়েক সপ্তাহ ধরে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এর ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আজকেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথায় কোথায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি আকারে অবস্থান করছে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩