Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

রূপগঞ্জে জোরপূর্বক ফসলি জমি দখলের পায়তারা ॥ সবজি ও ফলের গাছ কর্তন ॥ বেড়া ভাংচুর

প্রকাশিত:সোমবার ২০ ফেব্রুয়ারী ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৭০জন দেখেছেন

Image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মোঃআবু কাওছার মিঠু 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকায় জোরপূর্বক কৃষি জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২০ ফেব্রুয়ারি সোমবার বীর হাটাবো এলাকার ডাঃ আব্দুল নুর বাবুলের বীর হাটাবো মৌজার সাড়ে ৩২ শতাংশ কৃষি জমির বেড়া ভাংচুরসহ বিভিন্ন প্রকার সবজি ও ফলজ গাছ কর্তন করে সন্ত্রাসীরা । আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসা পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ২০-২৫ সদস্যের এক দল সন্ত্রাসী জোরপূর্বক এ কৃষি জমির বিভিন্ন ফসলাদি নষ্ট  করে ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে।   

এ ঘটনায় ডাঃ আব্দুল নূর (বাবুল) বাদী হয়ে আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসা পরিচালক  আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (৫৮), এমরান (৪৫), হেকমত আলী (৫০), জামাল মিয়া (৪৫), রাসেল মিয়া (৩০), রানা মিয়া (২২), মোঃ জাকির হোসেন (৩৫) নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 


সরেজমিনে গিয়ে জানা গেছে, আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘদিন যাবত মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে নিরীহ কৃষকদের জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। ওয়াজ মাহফিলের প্যান্ডেল নির্মাণের নামে ফসলি জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাটসহ বিভিন্ন ফসলির সবজি ও ফলের গাছ কর্তন করে দখলের পায়তারা করছে। কোনো কৃষক তার প্রতিবাদ করলে কৃষকদেরকে স্থানীয় সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের  হুমকি দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় প্রতিবাদ করলে নিরীহ কৃষকদের মিথ্যা বানোয়ার মামলা দিয়ে হয়রানি করে। 

ঘটনার বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুটোফোনে যোগযোগ করলে তাকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । 

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



হ্যান্ডবল কোচেজ টেকনিক্যাল কোর্স ২০২৩ শুরু

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ উন্নত মানের হ্যান্ডবল প্রশিক্ষক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আট দিনব্যাপী হ্যান্ডবল কোচেজ টেকনিক্যাল কোর্স ২০২৩ শুরু হয়েছে। 

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনেরসাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কোচেজ টেকনিক্যাল কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন এবং মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ।

কোর্সে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস এবং হ্যান্ডবল ক্লাব দল হতে প্রাপ্ত আবেদন থেকে বাছাইকৃত মোট৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক কামরুল ইসলাম কিরনের তত্ত্বাবধানে পরিচালিত কোর্সটি আগামী ১১ মার্চ সার্টিফিকেট বিতরনের মাধ্যমে শেষ হবে।


আরও খবর



মাশরাফীর রেকর্ড ১৭ রানে ৫ উইকেট নিয়ে

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাত্র ১৭ রানে ৫ উকেট নিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি বিন মর্তুজা। তার দারুণ বোলিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় লেজেন্ডস অব রূপগঞ্জ। তাও আবার স্রেফ ৮ ওভারেই। যেখানে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে প্রথমে ব্যাট করা মোহামেডান অলআউট হয় ৮০ রানে।

আগুনে বোলিংয়ে দারুণ এক রেকর্ডও গড়লেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন তার। আজ সোমবার বিকেএসপিতে ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েন।

এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের একমাত্র ৫ উইকেট শিকারের দিন এই স্পিনারের বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন।

এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও এ ম্যাচে গড়েছেন মাশরাফি। তার ৩২৪ ম্যাচে উইকেট এখন ৪৫২টি। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৪১২ উইকেট নিয়ে অবসরে গেছেন আগেই।

রাজ্জাকের একটি রেকর্ড অবশ্য এখনও তাড়া করছেন মাশরাফি। এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট রাজ্জাকের। মাশরাফির হলো এখন ৭ বার।

মাশরাফির আজকের বোলিং ফিগারটি ছিল ৮.৪-৩-১৭-৫। তিনি সবশেষ ৫ উইকেট নিয়েছেন ২০১৯ সালের মার্চে। প্রিমিয়ার লিগের ম্যাচেই আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ৪৬ রানে। এর আগের বছর আবাহনীর হয়েই অগ্রণী ব্যাংকর বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেটের পথে টানা চার বলে নিয়েছিলেন উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে যে কীর্তি নেই আর কারও।

গত আসরে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মাশরাফি। এবার ১১ উইকেট হয়ে গেল ৪ ম্যাচেই। তিনি এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি।


আরও খবর



কলারোয়ায় যুদ্ধকালিন কমান্ডার মোসলেম উদ্দীনের স্মরণ সভায় এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

প্রকাশিত:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৯জন দেখেছেন

Image

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের ২য় মৃত্যুবার্ষিকতে স্মরণ সভা, দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে ওই স্মরণ সভাটির আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুমের জামাতা ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড.শেখ কামাল রেজা, কেন্দ্রীয় আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা জাতীয়পার্টির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: মশিউর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ,শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, সামসুদ্দিন আল মাসুদ বাবু, জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, মরহুমের পুত্র গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কাউন্সিল দিতী খাতুন, ফারহানা হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, কাউন্সিলর রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মেজবাউদ্দীন নিলু, মহিলা আ’লীগ নেত্রী ইউপি সদস্য রহিমা বেগম কাজল, আ’লীগ নেতা মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আ’লীগ নেতা মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, সাঈদুজামান সাঈদ, আ’লীগ নেতা মাহফুজুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, দৈনিক নতুন সূর্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, কালের চিত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এসএম ফারুক হোসেন, তরিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ, আ’লীগ নেতা-কর্মী, সূধি ও মরহুমের শুভাকাঙ্খীবৃন্দ। সব শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম মনিরুজ্জামান। উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসলেম উদ্দীন (৭৮) ২০২১ সালের ২৮মার্চ সকাল ৬টার দিকে কলারোয়া পৌরসভাধীন (তুলশিডাঙ্গা) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


আরও খবর



যাত্রাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৬০জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃ রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকার বিদ্যুৎ গলির ১৪৭/৭/৬ হোল্ডিং এর একটি বাড়িতে বিবাদীর শয়নকক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তরুণীকে ধর্ষণের অভিযোগে যাত্রাবাড়ী থানায় ১১ মার্চ শনিবার একটি মামলা রজ্জু হয়েছে। মামলার আসামি সাকিব (৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সাকিব যাত্রাবাড়ী এলাকার মাওলানা আব্দুল আউয়াল এর পুত্র। তার পিতা মোহাম্মদপুরের একটি জামে মসজিদের ইমাম। যাত্রাবাড়িতে সাকিব কিচেন নামে বিবাদীর একটি ফাস্টফুডের দোকান রয়েছে। বিবাদী বিবাহিত তার স্ত্রী বিক্রমপুরে পিতার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি নয় মাসের অন্তঃসত্তা।

যাত্রাবাড়ী থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর পুর্ব পরিচিত সাকিব। ঘটনার দিন দুপুর তিনটার দিকে বিয়ের প্রলোভণ দেখিয়ে এলাকার বিদ্যুৎ গলির উল্লেখিত হোল্ডিংয়ে ডেকে নিয়ে যায় ভুক্তভোগী ওই নারীকে। একপর্যায়ে শাকিব ভুক্তভোগীকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক শরীরের জামা কাপড় খুলে বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় হত বিহবল হয়ে পড়ে ওই নারী। পরে ঘটনার বিষয়টি তার পরিচিত আত্মীয়-স্বজনকে জানালে যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ পেয়ে ঐদিন রাতেই আসামিকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

যাত্রাবাড়ী থানার এসআই আব্দুর রহমান ঘটনার বিষয়ে দৈনিক সকালের সময়কে জানান, ভুক্তভোগী ওই নারী যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করি, পরে আদালত তার জামিন নামঞ্জুর করে বিবাদীকে জেল হাজতে প্রেরণ করে।

ধর্ষণের পর বিবাদী সাকিব টাকা পয়সার বিনিময়ে ধর্ষণ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগী ওই নারী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দেশান্তর কাঠি গ্রামের মোঃ আবুল কাসেমের মেয়ে।


 


আরও খবর



নাসিরনগরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডলে ছোট ভাই দুলাই মিয়া (২৫) কে হত্যার দায়ে বড়ভাই  ফুল মিয়াকে আটক করেছে পুলিশ।১৮ মার্চ ২০২৩ রোজ শনিবার সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ৭নং ওয়ার্ড থেকে ফুল মিয়াকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,ফুল মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি গ্রামের বিভিন্নজনকে মারধর করতেন।


প্রায়ই নেশাও করতেন। অনেকেই ছোট ভাই দুলাই মিয়ার কাছে বিচার দিত এসব বিষয়ে। শুক্রবার বিকালেও একজনের সাথে খারাপ ব্যবহার করেন ফুল মিয়া। এ নিয়ে ফুল মিয়ার সাথে কথা বলতে গেলে দুলাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ফুল মিয়া। আহত অবস্থায় রাতে দুলাইকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয় হয়। ঢাকা যাওয়ার পথে সকালে মারা যান দুলাই মিয়া। এ দিকে শুক্রবার রাতেই অভিযুক্ত ফুল মিয়াকে আটক করে স্থানীয়রা।


এর পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণনাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কোন মামলা হয়নি।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন বড় ভাইয়ের  ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই মারাত্মক জখম হয়। অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় । বড় ভাই ফুল মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর