Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রুমায় একএনএফ এর সা‌থে সেনাবা‌হিনী গু‌লি‌বি‌নিময়, আহত এক

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

বান্দরবান প্রতি‌নি‌ধি:বান্দরবানের রুমার জাইঅং পাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনফের গোলাগুলির ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় কেএনএফ এর এক সদস‌্য আহত হ‌য়ে‌ছে। এসময় ঘটনাস্থল থে‌কে অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে।ত‌বে আহ‌তের নাম এখ‌নো জানা যায়‌নি।সোমবার (১৮‌সে‌প্টেমর) ১০টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

‌সেনাবাহিনী ক‌য়েক‌টি সূত্র ও স্থানীয়রা জানায় , রুমার জাইঅং পাড়ার কা‌ছে কেএনএফ এর‌ এক‌টি দল অবস্থান কর‌ছে এমন খবর পে‌য়ে সেনাটহল দল ঘটনাস্থ‌লে যায়। সেখা‌নে আগে থে‌কে উৎপে‌তে থাকা ‌কেএনএফ এর সদস‌্যরা সেনাটহল দ‌লকে লক্ষ‌্য ক‌রে গু‌লি চালায়। এসময় সেনাবা‌হিনীও আত্ম রক্ষা‌র্থে পাল্টা গু‌লি চালা‌লে কেএনএফ এর এক সদস‌্য আহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে রুমা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে বান্দরবান হাসপাতা‌লে রেফার করা হয়। এসময় তার কাছ থে‌কে এক‌টি অস্ত্রও উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক ব‌লেন, কেএনএফ এর সা‌থে গুলাগু‌লির ঘটনায় একজন আহত হ‌য়ে‌ছে শু‌নে‌ছি। ত‌বে এ বিষয়ে এখনো বিস্তা‌রিত বল‌তে পার‌বো না।



আরও খবর



ভারতীয় পেঁয়াজ ঢুকল দেশে ৪৮ টাকা কেজি দরে

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের হিলি স্থলবন্দর হয়ে গত ২ দিনে ভারত থেকে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে।হিলি স্থলবন্দরের অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ ও ২২ আগস্ট ৫৯টি ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। টনপ্রতি পেঁয়াজের দাম ৪৮ হাজার টাকা। অর্থাৎ, কেজিপ্রতি পেঁয়াজের দাম পড়েছে ৪৮ টাকা।

এ ছাড়া আরও পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে বলে জানান তিনি।এর আগে গত ১৯ আগস্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। শুল্ক আরোপের পর সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

সোহরাব হোসেন বলেন, আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।এদিকে ভারত রপ্তানি শুল্ক আরোপের পর স্থানীয় বাজারে ইতোমধ্যেই পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন অর রশীদ জানান, শুল্ক বাড়ানোর পর আমদানিকারকরা পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৭-৮ টাকা করে বাড়াচ্ছেন।


আরও খবর



গলাচিপায় যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনানো অনুষ্ঠান

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনালেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরত্বগাথার গল্প শোনানো হয়। এর পর উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর যুগ্মসচিব ও পরিচালক মো. শাহ আলম সরদার, বিশেষ অতিথি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনালেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম। এ ছাড়া সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।


আরও খবর



মরক্কোয় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মরক্কোর সরকার ও জনগণ ধৈর্যের সঙ্গে এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, মরক্কোর মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৮২০ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ৬৭০ জনের বেশি জন। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ এ তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।


আরও খবর



নৈশভোজে যেসব খাবার দিয়ে ম্যাক্রোঁকে আপ্যায়ন করা হয়

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজের শুরুটা হয় আমড়ার জুস দিয়ে। এছাড়াও আপ্যায়নে ছিল ইলিশ, কাচ্চি বিরিয়ানিসহ নানান আয়োজন।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যাক্রোঁর সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা।

এই আয়োজনে অ্যাপিটাইজার হিসেবে ছিল পেঁয়াজু, সমুচার সঙ্গে স্মোকড ইলিশ, স্যুপ, ব্রেড অ্যান্ড বাটার।

মেইন কোর্সে ছিল খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের শিক কাবাব, চিকেন কোরমা, রোস্টেড লবস্টার, টক অবার্গিন এবং ট্র্যাডিশনাল লুচি ব্রেড।

ডেজার্ট হিসেবে ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা ও বিভিন্ন ধরনের ফল। বেভারেজ হিসেবে ছিল তাজা ফলের জুস, আমড়ার জুস, চা, কফি ও কোমল পানীয়।

রোববার রাত ৮টায় ভারতে জি-২০ সম্মেলন শেষে দুই দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত সাড়ে ৮টার দিকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপতির যাত্রা।


আরও খবর



মেসির জোড়া অ্যাসিস্টে চ্যাম্পিয়নদের হারাল মায়ামি

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাটিতে নামাল ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তাতা মার্তিনোর শিষ্যরা। আর্জেন্টাইন তারকা গোল না পেলে দুটি গোলে সরাসরি সহায়তা করেছেন।

ম্যাচে শুরুতে ফাকুন্দো ফারিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর মেসির সহায়তা থেকে পরে আরও দুবার জালে বল জড়ান জর্দি আলবা ও লিওনার্দো কাম্পানা।

এদিন খেলার ১৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে ইন্টার মায়ামিকে লিড এনে দেন ফারিয়াস। সতীর্থ টিমো আভিলেসের থ্রো পাসকে দারুণ এক স্লাইডিং শটে জালের ঠিকানা দেখান ফারিয়াস।

দ্বিতীয়ার্ধে বিরতির পর লস অ্যাঞ্জেলেসের ম্যাচে ফেরার পথ আরও কঠিন করে দেন মেসি-আলবারা। বক্সের বাইরে থেকে দারুণভাবে মেসি বল বাড়ান আলবার উদ্দেশে। নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্প্যানিশ তারকা।

ম্যাচের ৮৩তম মিনিটে আবার মেসির ঝলক। বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে নিজে শট নেওয়ার জায়গা না পেয়ে বাড়িয়ে দেন সতীর্থ কাম্পানাকে। দারুণ ফিনিশিংয়ে গোল করে দলের হয়ে ব্যবধান ৩-০ করেন কাম্পানা। এরপর অন্তিম মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের হয়ে রায়ান হোলিংশেড এক গোল করে ব্যবধান কমালেও তা শুধু সান্ত্বনাই দিয়েছে।

২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের ১৪ নম্বরেই থাকল ইন্টার মায়ামি। ২২ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে কেবল টরোন্টো।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩