Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযানে দুই হাজার ৮১৭ পিস ইয়াবা, ৫৯ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৯৮ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।


আরও খবর

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে নারীকে হত্যার অভিযোগ

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুরের শ্রীপুরের তাকওয়া পরিবহনের একটি চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চম্পা বেগম (৩২) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে গাড়িটির চালক ও হেলপারের বিরুদ্ধে। তবে এ ঘটনায় বাসটি এবং চালক-হেলপারকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৯টার দিকে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারের তাহের সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ খবরে আশপাশের উত্তেজিত জনতা বেশ কয়েকটি মিনিবাস ভাঙচুর করেছে বলে জানা গেছে।

নিহত চম্পা বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী ও চান্দুরা সুরুজ আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সেখানকার একটি কারখানায় চাকরি করতেন।

চম্পার ভাজিতা সুমন মিয়া জানিয়েছেন, উপজেলার নয়নপুর এলাকায় ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন চম্পার বাবা। তার বোন গার্মেন্টসে কাজ করেন। বাবার সঙ্গে দেখা করতে শুক্রবার ছোট বোনের বাড়ি যান চম্পা। পরে সেখান থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি যাওয়ার জন্য নয়নপুর থেকে বাসে ওঠেন তিনি। বাসটি কিছুদূর যাওয়ার পর হেলপারের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী বালুর গাড়ির শ্রমিক জালাল উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলের কাছাকাছিই ছিলাম। হঠাৎ তাকওয়া পরিবহনের একটি বাসে বিকট শব্দ হয়। পরে মহাসড়কের পাশ থেকে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, বাস থেকে ফেলে দেওয়ার ঘটনাটি এখনো নিশ্চিত নই। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। বাসটি শনাক্ত করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




তাহিরপুর থেকে ওসি ইফতেখার বদলি: নাজিমউদ্দিনের যোগদান

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বহুল আলোচিত তাহিরপুর থানা থেকে অবশেষে বির্তকিত ওসি সৈয়দ ইফতেখার হোসেনকে বদলি করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে,ওই থানায় গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্ভর) সন্ধ্যায় ওসি নাজিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখবর জানাজানি হওয়ার পর জনসাধারণের মাঝে স্বস্থি ফিরে আসলেও আতংক কাটেনি বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে- সীমান্ত চোরাচালান, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধ করে সুনামের সাথে ওসি আব্দুল লতিফ তরফতার তাহিরপুর থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর,এই থানায় যোগদান করে ওসি সৈয়দ ইফতেখার হোসেন। কিন্তু তিনি যোগদানের পর মাদক ও চাঁদাবাজির জন্য ৫বার গনধৌলাইয়ের শিকার হওয়া হাবিব সারোয়ার তোতলা আজাদ তার সোর্স বাহিনী নিয়ে সীমান্তের যাদুকাটা ও মাহারাম নদীর তীর কেটে বালি বিক্রিসহ লাউড়গড়, চাঁনপুর,টেকেরঘাট,বালিয়াঘাট,চারাগাঁও,বীরেন্দ্রনগর সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে কয়লা,পাথর,মাদক,কাঠ, চিনি,সুপারী,নাসিরউদ্দিন বিড়ি ও গরুসহ বিভিন্ন মালামাল পাঁচার শুরু করে। এবং অভিযান চালিয়ে অবৈধ কয়লা ও সুপারীর চালান আটকের কারণে চারাগাঁও সীমান্তে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন পর্যন্ত করে তোতলা আজাদ বাহিনী। এঘটনায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার খাদেমুল ইসলাম বাদী হয়ে গডফাদার তোতলা আজাদ ও তার সোর্স রফ মিয়াসহ তাদের বাহিনীর বিরুদ্ধে মামলা নিয়ে থানায় গেলে,ওসি ইফতেখার তোতলা আজাদের নাম বাদ দিয়ে মামলাটি এফআইআর করেন। এঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া নদীর তীর কেটে বালি বিক্রি ও থানার নামে চাঁদাবাজি নিয়ে আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন,বালিজুরী ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসাইন ও আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের তুপের মুখে পড়েন ওসি ইফতেখার। তাছাড়া সীমান্ত দিয়ে পাচাঁরকৃত প্রতিনৌকা কয়লা ও চুনাপাথর থেকে পুলিশ,সাংবাদিক ও বিজিবির নাম ভাংগিয়ে ২৫ থেকে ৫০হাজার টাকা চাঁদা উত্তোলনসহ পাটলাই নদীর একাধিক স্থানে বৈধ কয়লার নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি জেলা প্রশাসক,পুলিশ সুপার ও নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছে ৩ শুল্কস্টেশনের আমদানী কারকরা। এছাড়া কয়লা ও পাথর পাচাঁর করতে গিয়ে বালিয়াঘাট ও লাউড়গড় সীমান্তে চোরাই গুহায় পড়ে ও নদীতে ডুবে ২জনের মৃত্যু হয়। এব্যাপারে বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের,আমদানী কারক ও ইউপি সদস্য রাশিদ মিয়া,ধন মিয়া,শাজাহান খন্দকার,ফজলু সরর্দার ও আবুল বাশার খান নয়নসহ অনেকে বলেন- সাবেক ওসি ইফতেখারের সহযোগীতায় তোতলা আজাদ তার সোর্স বাহিনী দিয়ে মাদক,জুয়া,নদীর তীরকাটা,কয়লা ও চুনাপাথর পাচাঁরসহ চাঁদাবাজি করে বাড়ি- গাড়িসহ কোটিকোটি টাকার যে অবৈধ অর্থ-সম্পদ মজুত করেছে তা উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদুক ও প্রশাসনের সহযোগীতা জরুরী প্রয়োজন। এব্যাপারে তাহিরপুর থানার নবাগত ওসি নাজিম উদ্দিন বলেন- ইফতেখার সাহেবকে পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে নেওয়া হয়েছে। আমি ছাতক থেকে এখানে এসেছি। সকলের সহযোগীতা নিয়ে এউপজেলার বেআইনী কাজ বন্ধের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আরও খবর



কলারোয়ায় গভীর রাতে ব্যবসায়ী পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়ায় রাতে আধারে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের মুরারীকাটি দক্ষিণ পাড়ায়। ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক বিশিষ্ট ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল ও দিলিপ কুমার মন্ডল জানান-তারা প্রতিদিনের ন্যায় বাড়ীর সমানে বসে রাত সাড়ে ১২টা পর্যন্ত কথা বলছিলেন। পরে বাড়ীর গেইট বন্ধ করে দ্বিতালা ভবনে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে কে, বা কাহারা ঘরে মেইন গেইটে ৬/৭টি বতল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই সময় তারা বাড়ীর গেইটের পাশে প্লাস চিহ্ন দিয়ে রেখে গেছে। ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল আরো বলেন-তার বাসায় ৫/৬টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ছিলো। আল্লাহর অশেষ ক্রিপায় রক্ষা পেয়েছেন। এর আগে তেল পাম্পে রাখা একটি ট্রাকে দূর্বত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তিনি এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশসহ ৩১টি ‘বন্ধুসুলভ ও নিরপেক্ষ’ দেশকে রুশ মুদ্রা রুবলে লেনদেনের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, রুশ সরকার ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক ও ব্রোকারদের একটি তালিকা অনুমোদন করেছে, যাদের রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি দেওয়া হবে।

রুবলে লেনদেনের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।


আরও খবর



নতুন জঙ্গি সংগঠনের বড় হামলার পরিকল্পনা ছিল

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নামে নতুন আরও একটি জঙ্গি সংগঠন প্রকাশ্যে এসেছে ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’। দুই থেকে তিন মাস ধরে এ জঙ্গি সংগঠনটি কার্যক্রম চালিয়ে আসছে। ২০২৪ সালে দেশে বড় হামলার পরিকল্পনা ছিল এর কর্মীদের।

গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানার পর নতুন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা মো. জুয়েল মোল্লাসহসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার বাকি দুইজন হলেন-মো. রাহুল হোসেন ও মো. গাজিউল ইসলাম।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউর ডিআইজি (অপারেশন্স) মো. আলীম মাহমুদ।

তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা করে জুয়েলকে বাগেরহাট থেকে, জয়পুরহাট থেকে রাহুলকে ও রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গাজীউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে জুয়েল এই সংগঠনের প্রধান। বাকি দুইজন শীর্ষ পর্যায়ের নেতা। সংগঠনটি ২ থেকে ৩ মাস ধরে তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের পরিকল্পনা ছিল ২০২৪ সালে দেশে বড় ধরনের জঙ্গি হামলা করা।


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩