Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

রাজধানীর ওয়ারীতে ককটেল বিস্ফোরণে এক পরিবারের তিনজন আহত

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এবার রাজধানীর ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন রোববার (২০ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মাকসুদা আক্তার (৫৫), তার স্বামী আবুল বাশার (৬৫) ও তাদের ছেলে মাহবুব (২০)।

মাকসুদা বাসা বাড়িতে কাজ করেন, তার স্বামী আগে ফুটপাতে ফলের ব্যবসা করতেন, ছেলে বিভিন্ন মুদি দোকানে খবারের আইটেম সাপ্লাইয়ের কাজ করেন। তারা থাকেন গেন্ডারিয়ারা ধুপখোলা এলাকায়।

আবুল বাশার জানান, তারা সংবাদ পেয়েছেন তাদের ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে, এমন সংবাদ শুনে থানার সামনে যান। সেখানে পুলিশের সঙ্গে কথা হয় তাদের। ছেলেকে নিয়ে ফেরার সময়ে রাস্তার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ধোয়া হয় চতুর্দিকে। কিছু সময় পর দেখতে পান তারা আহত হয়েছেন।

অজ্ঞাত দুষ্কৃতিকারীদের নিক্ষিপ্ত ককটেল বোমায় তারা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আরও খবর



৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দিলো ইসি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়।

বুধবার (৬ ডিসেম্বর) আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে ইসিতে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

মূলত, যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দেয় ইসি। তার প্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বৃহস্পতিবার ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইউএনও ও থানার ওসিদের বদলির সিদ্বান্ত নেয় ইসি।


আরও খবর



কারিগরিতে পাস ৯১.২৫ শতাংশ

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক : কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় ৯১ দশমিক ২৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এবার এক লাখ ৪৯ হাজার ৮৫৯ জন পরীক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৫১ জন।

গত বছর অর্থাৎ ২০২২ সালে কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৯৪ দশমিক ৪১ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৩ দশমিক ১৬ শতাংশ কমেছে।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও বেশ কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

এদিকে, দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আরও খবর



পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৯১জন দেখেছেন

Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় আইয়ুব আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলী পোরশা উপজেলার গাংগুরিয়া ইউপির সারাইগাছী গ্রামের নুরুলের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে পোরশা উপজেলার সারাইগাছী- সাপাহার সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে বাজারে আসছিলেন আইয়ুব আলী। সারাইগাছী বাজার সংলগ্ন মিতালী সিনেমা হল সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান আইয়ুব আলী। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আমি ঘটনার কথা শুনেছি, রাজশাহী থেকে লাশ নিয়ে এখনো ফেরেনি। তিনি আইনি ব্যবস্থা নিবেন বলেও জানান।

আরও খবর



মধুপুরে মনোনয়ন ফরম জমা দিলেন ড. আব্দুর রাজ্জাক এমপি

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:আওয়ামীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড, মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি পঞ্চম বারের মত আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে মধুপুরে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে। তারা আদালত কর্তৃক অপরাধী হিসেবে প্রমাণিত। বেগম খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতে তার অপরাধের জন্য শাস্তি হয়েছে।

তিনি আরো বলেন, মধুপুর- ধনবাড়ি গণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রথমে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে ছিলাম। গত নির্বাচনে বিজয়ী হয়ে কৃষি মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে মধুপুর ধনবাড়িসহ সারা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি তার নির্বাচনী এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পঞ্চম বারের মতো তাকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জানান।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল -১ আসনের মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর নিকট তার দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শামসুন নাহার চাপা, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, বাপ্পু ছিদ্দিকী।

যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক আবু সাইদ খান সিদ্দিক, যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, পৌর যুবলীগের আহবায়ক শিমুল মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীব সহ আরও  অন্যান্য নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে কৃষি মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে যান। দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে। কৃষি মন্ত্রী কয়েক জন নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী মনোনয়ন ফরম দাখিল করেন। পরে নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।সকাল দশটায় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

মোর্শেদুল ইসলাম শাজু হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -০২ ( হোমনা - মেঘনা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটটর সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু মুশফিকুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার কাছেও মনোনয়নপত্রের ছায়া কপি জমা দেন। এসময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।


আরও খবর