Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪৩৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে  যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধে পুতিনের বিরুদ্ধে বেশ কয়েকটি বিষয়ে যুদ্ধাপরাদের অভিযোগ তুলেছে আইসিসি। এর মধ্যে রয়েছে বেআইনিভাবে ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ায় নির্বাসন। একই অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে মস্কো।

আজ শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। উপরেল্লিখিত অপরাধের সঙ্গে পুতিনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি বিশ্বাস করার পর্যাপ্ত কারণ রয়েছে।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিন আইসিসির প্রশংসা করে বলেছেন, ‘বিশ্ব একটি সংকেত পেয়েছে— রাশিয়া হলো একটি অপরাধী দেশ ও এর নেতারা এবং তাদের সহায়তাকারীদের তাদের সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। এটি ইউক্রেন এবং আন্তর্জাতিক আইনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

তবে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এখনো মন্তব্য করেনি মস্কো।


আরও খবর

ভূমধ্যসাগরে নিহত ও নিখোঁজ ২৫০০: জাতিসংঘ

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

কলারোয়া প্রতিনিধি:পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা উন্নয়ন পরিষদ (উপ)র প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। ১৯৬৫ সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ৮সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষিকা রেহেনা খাতুন, সহকারী শিক্ষিকা শাফলা খাতুন, অনুপ কুমার ঘোষ, নারগীজ পারভীন, হাবিবুর রহমান, সাবিনা ইয়াসমিন, রবিউল ইসলাম, উপজেলা উন্নয়ন পরিষদ (উপ)র আরিফুল ইসলাম, মনি শংকার হালদার, মইনুল ইসলাম, এবাদুল ইসলাম, মমতাজ পারভীন প্রমূখ।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




মিরসরাইয়ে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি:মিরসরাইয়ে থ্যালাসেমিয়া জনসচেতনতামূলক সেমিনার করেছে মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবার। এতে সহযোগিতা করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সামিরা তৌফিক রেশমা। সোমবার (২৫ সেপ্টেম্বর) মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী। এসময় তাদের হাতে সচেতনতামূলক দিকনির্দেশনা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়। সেমিনার সুষ্ঠভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, রক্তিম পরিবারের সভাপতি মিনহাজ উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এহসানুল কবির সাকিব, সাংগঠনিক সম্পাদক সেতু বণিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ সাজ্জাদ, সদস্য জাহিদুল ইসলাম উদয়সহ কলেজের শিক্ষক-শিক্ষকাবৃন্দ। রক্তিম পরিবারের সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ২০১৭ সালের ২৫ আগষ্ট ৩৫ জন সদস্য নিয়ে রক্তিম পরিবারের যাত্রা শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে রক্তদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, ক্যান্সার রুগীদের আর্থিক সহায়তা, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনে ৬৬ জন সদস্য এবং ফেসবুক গ্রুপে ২ হাজারের অধিক সদস্য রয়েছে। তিনি আরো বলেন, থ্যালাসেমিয়া জনসচেতনতামূলক সেমিনার সম্পন্ন করতে যারা রক্তিম পরিবারকে সহযোগিতা করেছেন বিশেষ করে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ এবং কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আরও খবর



কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর প্রধানসহ ৩৪ কর্মকর্তা নিহত, দাবি ইউক্রেনের

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরের কমান্ডারকে হত্যার দাবি করেছে ইউক্রেন। দেশটির স্পেশাল অপারেশনস ফোর্সেস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় ভিকটর সোকোলোভসহ ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারও আছেন। এছাড়া হামলায় আহত হয়েছে শতাধিক রুশ সেনা।

তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য পায়নি। এ হামলার পর মস্কোর পক্ষ থেকে বলা হয়, তাদের একজন সেনা নিখোঁজ রয়েছে।

সম্প্রতি ইউক্রেন ক্রিমিয়া দ্বীপে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৭০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। সূত্র:সিএনএন


আরও খবর

ভূমধ্যসাগরে নিহত ও নিখোঁজ ২৫০০: জাতিসংঘ

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিও সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে: তোফাজ্জল হোসেন

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের পরিষেবা প্রদানে অনেক চ্যালেঞ্জ থাকলেও বেজা তা সাফল্যের সাথে মোকাবিলা করে সকল সরকারী সংস্থার সাথে সুসমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে। বুধবার (২০ সেপ্টেম্বর) মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক অঞ্চলের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে। সরকারের এই মেগা প্রজেক্টটি দ্রুততম সময়ে সফল করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার আন্তরিকতা প্রয়োজন। তিনি বলেন, জমি বারদ্দ নিয়ে কারখানার কাজ শুরু না করায় ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের জমি বরাদ্দ বাতিল করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান জমি বরাদ্দ নিয়ে কারখানা স্থাপনের কাজ করবে না পর্যায়ক্রমে তাদের জমি বরাদ্দ বাতিল করে নতুন বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হবে। এই শিল্পনগর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ১৩৯ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা তাদের পুণর্বাসনের উদ্যোগ নিয়েছি। তাদের ঘর করে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এশিয়ান পেইন্টস, মডার্ন সিনটেক্স, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন বলেন, মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগনের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন খাতের নানা শিল্প প্রতিষ্ঠান তাদের শিল্প স্থাপনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরকে বেছে নিচ্ছেন যা দেশের শিল্পায়নের পথে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, চট্টগ্রাম রেঞ্জের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্ল্যাহ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

প্রসঙ্গত, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মিরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার একর উপর “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর” স্থাপন করছে। এ শিল্পনগরে এখন পর্যন্ত দেশী-বিদেশী প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে। আরো ২১ টি শিল্প প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে আগামী নভেম্বর ২০২৩ হতে উৎপাদন শুরু করবে। ইতোমধ্যে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং এখন পর্যন্ত ৫ হাজার ৮৭০ জনের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে প্রায় ৮ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই শিল্পনগরে।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




রূপগঞ্জে ভিক্ষুকদের মাঝে রিক্সা দোকান ও গরু ছাগল বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনবার্সন ও বিকল্প কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিক্ষুকদের মাঝে রিক্সা দোকান ও গরু ছাগল বিতরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে এ বিতরণী অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোলায়মান হোসেন  উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জামাল উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার  রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নুরসহ আরও অনেকে। পরে উপস্থিত অতিথিবৃন্দ ভিক্ষুক ও তাদের পরিবারের মাঝে রিক্সা ও দোকানঘর তুলে দেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩