Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর সিএনএনের। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো দেশটি সফরে যাচ্ছেন শি। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, শি এবং পুতিন দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন

শুক্রবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আলোচনা চলাকালীন রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার আরও বিকাশের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় নথি স্বাক্ষর করা হবে।

গত বছরের ফেব্রুয়ারিতে শি ও পুতিন দুই দেশের মধ্যে সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দেন। সেই সময় শীতকালীন অলিম্পিকের অনুষ্ঠানে পুতিন চীন সফরে যান।

সম্প্রতি ইউক্রেনে সংঘাত নিরসনে শান্তির প্রস্তাব দেয় চীন। তবে চীনের এই প্রস্তাবে রাশিয়া খুশি হলেও নারাজ যুক্তরাষ্ট্র।


আরও খবর



মাহে রমজান সিন্ডিকেট সবজির বাজারে আগুন পুড়ছে ভোক্তার পকেট

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি। রমজান মাস এলে বিশ্বে মুসলিম দেশ গুলো বিনামূল্যে বা নিত্যপণ্যের দাম কিভাবে কমানো যায় সে চিন্তা করেন। কিন্তু উল্টোচিত্র বাংলাদেশে। এখানকার ব্যবসায়ীরা অধিক মোনাফার জন্য রমজান মাসকে টার্গেট করে থাকেন। বাদ নেই কৃষি নির্ভর এলাকা রাজশাহীর তানোরেও। প্রথম রোজাতে আকাশ ছোয়া দাম উঠে কলা, পটল ও বেগুন, খেজুর বয়লার মুরগি সহ বেশ কিছু পণ্যের। বিশেষ করে এক লাফি ৫ টাকা পিচ কলা ১২ টাকা উঠে। হতবাক হয়ে পড়ছে জনসাধারন। বাজারের প্রতিটি সবজি, মাছ মাংস ও মসলায় যেন আগুন ধরেছে। হাত দিলেই পুড়ছে ভোক্তার পকেট। বাজারে নেই সংশ্লিষ্ট প্রশাসনের তীল পরিমান নিয়ন্তন। অথচ উৎপাদন কারী পা ফাটা কৃষক পাচ্ছে ঊর্ধ্বগতির বাজার মুল্য। যেই বেগুন ছিল মাত্র ২০ টাকা কেজি সেই বেগুন গত শুক্রবার হাটে একলাফে ৭০-৮০ কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। কলা বেগুন সাধারন মানুষের নাগালের বাহিরে। এতে করে বাজার মনিটরিং ও নিয়োমিত অভিযান দিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পৌর সদর এলাকার তসলিম জানান, পবিত্র রমজান মাস এলেই কিভাবে অধিক টাকা লাভ করা যায় এজন্য বছর ধরে অপেক্ষা করে অসাধু ব্যবসায়ীরা। গত শুক্রবার প্রথম রোজা ও গোল্লাপাড়া হাটের দিন। বৃহস্পতিবারে যে কলার পিচ ছিল ৪-৫ টাকা করে। শুক্রবারে সেই কলা অদৃশ্য ক্ষমতায় সিন্ডিকেটে ১০-১২ টাকা পিচ বিক্রি হচ্ছে। দেশে যে কোন সরকার আছে সেটা বোঝায় যাচ্ছেনা। সবাই লুটেপুটে খেতে মরিয়া। জনগন মরলেই কি বাঁচলেই কি। বেগুন ছিল ২০ টাকা কেজি সিন্ডিকেটে রাতের ব্যবধানে ৬০-৭০ টাকা কেজি হয়ে গেল। এসব সবজি এখানেই উৎপাদন হয়। এখানেই উৎপাদন তারপরও এত বাড়তি দাম, আমদানি হলে এক টুকরো কিনা যেত না।

গোল্লাপাড়া হাটে গত শুক্রবার কথা হয় ডলার নামের এক ব্যক্তির সাথে তিনি জানান, কি বলার আছে, সব কিছুতে বাড়তি দাম। এক কেজি আলু বিক্রি করে একটি কলা মিলছে। এক রাতের ব্যবধানে বেগুনের কেজিপ্রতি ৫০ টাকা বাড়তি। গরীবের বয়লার মুরগিও ২৬০-২৭০ টাকা কেজি। খেয়ে পড়ে বেচে থাকায় কষ্টকর। আর প্রশাসনও নির্বিকার। যেন ব্যবসায়ীরাই সব নিয়ন্ত্রণ করছেন। কারো কিছুই করনীয় নাই। সরকারও জিম্মি ব্যবসায়ীর কাছে।

হান্নান নামের আরেক দিন মজুর জানান, ইফতার কিনব বলে বাজারে এসে দাম শুনে অবাক হয়ে পড়ি। রাতের ব্যবধানে বাজারের এই অবস্থা কল্পনাতীত। কিছুই বলার নাই। আরেক হাটে আসা মুস্তফা জানান, কাজ করে খায়। দিনে ৪০০ টাকা মিলছে। সবজি কিনব না চাল ডাল কিনব, কোন কিনারা পাচ্ছিনা। 

জানা গেছে, রোজার একদিন আগে বৃহস্পতিবার বেগুন ছিল ২০ টাকা কেজি প্রথম রোজা শুক্রবারে ৬০ টাক শনিবারে ৭০-৭৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। শশা ছিল ৩৫ টাকা বর্তমানে ৬০-৭০ টাকা কেজি, পটল ৭০ টাকা কেজি ছিল এখন ১০০-১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ঢেরশ ৫০ টাকা কেছি ছিল এখন ১০০ টাকা কেজি,, আদা ৮০ টাকা এক পোয়া এখন ১২০ টাকা, সিলভর কাপ মাছ ১৮০-২০০ টাকা কেজি ছিল বেড়ে ২৫০-২৬০ টাকা কেজি, রুই কাতলা ৩৫০- ৩৬০ টাকা, দেশি কাট মাছ ৬৫০-৭০০ টাকা কেজি, দেশি মুরগী ৭২০ টাকা, খেজুর কেজি প্রতি ৭০-৮০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে মিস্টি কুমড়া লাউয়ের দাম অপরিবর্তিত আছে। করলা এক পোয়া ২০ টাকা বেড়ে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে তরমুজ, বাগ্গিসহ বিভিন্ন ফলের দামও বাড়তি।

সাধারনরা জানান, বছরের একটি মাস গুনাহ মাপের মাস, এমাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকি ১১ মাস নৈতিকতা ইনসাব নিয়ে চলবে। কিন্তু সবকিছুই উলোট পালট হয়ে যাচ্ছে। রমজান মাসকেই যেন সিন্ডিকেটের মাস করে ফেলছে অসাধু ব্যবসায়ীরা। এখান থেকে এবং  এই মানসিকতা থেকে বেরিয়ে না আসলে সিন্ডিকেট থামবে না। উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ জানান, ২৬ মার্চের পর নিয়োমিত বাজার মনিটরিং চলবে। শুধু ৃমনিটরিংয়ে থামবেনা, অনিয়ম বাড়তি দাম নিলেই জেল জরিমানা, এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এই কর্মকর্তা।


আরও খবর



জ্বালানির চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকবে কাতার

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

বাসস: বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে পাশে থাকবে কাতার। স্বল্পোন্নত দেশসমূহ বিষয়ক জাতিসংঘের পঞ্চম জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি রোববার দোহায় অনুষ্ঠিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির উদ্ধৃত করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতারের আমির বলেছেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সব সময় বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসবে।

মোমেন বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বার্ষিক আরও এক মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, আমরা কাতারের সাহায্য চাই। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি চুক্তি নবায়ন করতে চাই। আমি আরও এলএনজি চাই।

জবাবে কাতারের আমির জানতে চান বাংলাদেশ কতটা জ্বালানি চায়। তাকে বলা হয়, বাংলাদেশ আরেকটি এমটিএ অর্থাৎ ১৬-১৭ কনটেইনার জ্বালানি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমির বলেন, আপনার কাতার ছাড়ার আগে তার জ্বালানি মন্ত্রী এ বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করবেন।’

আমির বলেন, ‘আমি আজ আমাদের জ্বালানি মন্ত্রীকে নির্দেশ দিচ্ছি, আপনার কাতার ত্যাগ করার আগে আমার জ্বালানি মন্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ’ আমির আরও বলেন, ‘আমি আপনাকে সাহায্য করতে চাই. কাতার সব সময় বাংলাদেশকে সাহায্য করবে।

বাংলাদেশ বর্তমানে প্রায় ৪০টি কন্টেইনার জ্বালানি আমদানি করছে, যার পরিমাণ ১.৮-২.৫ এমটিএ।

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক

শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানালে শেখ তামিম বলেন, তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন। বৈঠকে আমির বলেন, ‘আমি কথা দিচ্ছি যে আমি এ বছর বাংলাদেশ সফর করব। ’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করছে। কাতার সেই অর্থনৈতিক অঞ্চলগুলিতেও বিনিয়োগ করতে পারে।

কাতারে বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে শেখ হাসিনা কাতারের আমিরকে তাদের প্রতি লক্ষ্য রাখতে বলেন, কারণ এখানে কিছু শ্রমিক চাকরি হারাচ্ছে। জবাবে শেখ তামিম বলেন, তিনি সব সময় বাংলাদেশ ও বাঙালির কল্যাণ চান।

কিউএনসিসির দ্বিপাক্ষিক সভা কক্ষে ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনারের সঙ্গে একটি পৃথক বৈঠকে প্রধানমন্ত্রী ইউএনডিপিকে নেতৃত্ব দিতে বলেছিলেন যাতে এলডিসি থেকে স্নাতক হওয়া দেশগুলো একবারে এলডিসিগুলোর জন্য এনটাইটেলকৃত সব আন্তর্জাতিক সুবিধা না হারায়। তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে যারা স্নাতক হচ্ছে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রত্যাহার করে শাস্তি দেওয়া হচ্ছে। ইউএনডিপির কিছু প্রক্রিয়াকরণ করা উচিত যাতে দেশগুলোকে একবারে সব সুবিধা হারাতে না হয়।’

‘আমাদের ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা উচিত, কিন্তু আপনি শাস্তি দিচ্ছেন। ইউএনডিপিকে নেতৃত্ব দেওয়া উচিত’, বলেন প্রধানমন্ত্রী।

ইউএনডিপি প্রশাসক বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং গ্রামীণ এলাকায় নগর সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটালাইজেশনের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ছেন তা নতুন মডেলে পরিণত হচ্ছে।

কিউএনসিসিতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিনের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন।

এ ছাড়া বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান কিউএনসিসিতে পৃথকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনতে এবং দেশের উৎপাদন সক্ষমতা বাড়াতে আঙ্কটাডের সহায়তা কামনা করেন। তিনি কিউএসিসি-এর প্রদর্শনী হলে বিনিয়োগ এবং অংশীদারিত্বের উপর এলডিসি৫ উচ্চ-পর্যায়ের মধ্যাহ্নভোজেও অংশ নেন।


আরও খবর



প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আজ শনিবার সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দু’দিনের সফরে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসেন টনি ব্লেয়ার।

তিনি লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’র এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন টনি। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।


আরও খবর



তালন্দ কলেজের অধ্যক্ষ ও সভাপতি মানছেন না আদালতের নির্দেশ

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আদালতের নির্দেশনা মানছেন না বলে অভিযোগ উঠেছে। নীতিমালা বহির্ভূত ভাবে ডাক্তার না হয়েও কমিটিতে ভূয়া ডাক্তারকে রাখায় মহামান্য হাইকোর্টে রীট দায়ের হলে বিজ্ঞ আদালত জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। সেই মোতাবেক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভূয়া ডাক্তারকে বাতিল করে প্রকৃত রেজিস্টার্ড ডাক্তারকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেয়। কিন্তু কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার মুজমদার ও ভারপ্রাপ্ত অধ্যাক্ষ ডক্টর জসিম উদ্দিন সে আদেশ অমান্য করে তাকে কমিটিতে রেখেছেন বলে নিশ্চিত করেন রীট আবেদন কারী সাবেক কাউন্সিলর পিয়ারুল হক।  এতে করে আদালতকে চরম অবমাননা করেছেন বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। সেই সাথে চরম অদক্ষতারও পরিচয় দিয়েছেন সভাপতি অধ্যাক্ষ বলে মনে করেন শিক্ষাবিদরা। ফলে দ্রুত কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে সভাপতি ও অধ্যাক্ষের পদত্যাগও দাবি করেন সচেতন মহল।

জানা গেছে, পৌর এলাকার তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের গভর্নিং বডিতে একজন ডাক্তারকে নিযুক্ত করতে হয়। কিন্ত কলেজ কর্তৃপক্ষ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ডাক্তার না হয়েও সুমন কুমার পাল কে চিকিৎসক দেখিয়ে কমিটির সদস্য করা হয়। এর বিরুদ্ধে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পিয়ারুল হাইকোর্টে রীট করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। যার রীট পিটিশন নম্বর ৮৪৩২/২০২২।

এনির্দেশের প্রেক্ষিতে ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে  ৫৭৭৫২ নম্বর   স্বারকে ভূয়া ডাক্তার সুমন কুমার পালকে বাতিল করে প্রকৃত রেজিস্টার্ড ডাক্তারের নাম কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন। আদালত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক কাজ করেন নি সভাপতি ও অধ্যাক্ষ।

রীট আবেদন কারী পিয়ারুল জানান, যতটুকু জানি  এখনো কমিটির পদে সুমন কুমার পালকে বহাল রেখেছেন। আদালতের নির্দেশ, ভাইস চ্যান্সেলরের আদেশকে যদি বৃদ্ধাঙ্গলী দেখায় তাহলে কি বলার আছে। জবাব দিহিতা আইনের সঠিক ব্যবহার না হলে এমনই হয়। কারন সবকিছু  ক্ষমতার কালো পর্দায় বন্দি। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ ডক্টর জসিম উদ্দিন জানান, সভাপতি অসুস্থ এজন্য মিটিং করা হয়নি। তবে দ্রুত মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে। আপনি মিটিং করতে পারেন নি সেটা কি আদালত বা জাতীয় বিশ্ববিদ্যালয় কে অবহিত করেছেন জানতে চাইলে তিনি জানান মৌখিক ভাবে সিদ্ধান্ত হয়ে আছে। তাহলে কি আদালত বা জাতীয় বিশ্ববিদ্যালয় কে অবমাননা করা হয় কিনা প্রশ্ন করা হলে কোন সদ উত্তর না দিয়ে সভাপতি অসুস্থতার দোহায় দিয়ে এড়িয়ে যান।

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার মজুমদার জানান, এতদিন সিদ্ধান্ত হয়ে যেত, মিটিং দেওয়া যায়নি আমি অসুস্থ এজন্যে। আর সুমন কুমার পালকে মৌখিক ভাবে বাদ দেয়া হয়েছে, শুধু সভায় সিদ্ধান্ত নিতে হবে। সে ডাক্তার না হয়ে কমিটিতে কিভাবে এসেছে জানতে চাইলে তিনি জানান, আমি সভাপতি হওয়ার আগ থেকে আছে বলে তিনিও দায় সারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানার ০১৭১১৫৬৩৪০০ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনতো অফিস সময় না, কাগজপত্র না দেখে কিছুই বলা যাবে না। গত ফেব্রুয়ারি মাসে আপনার স্বাক্ষরিত আদেশে সুমন কুমার পালকে বাদ দিয়ে প্রকৃত চিকিৎসক কে কমিটিতে অন্তর্ভূক্ত করার কথা বলা হয়েছে, কলেজ এতদিনও বাস্তবায়ন করেনি, এত সময় ফেলে রাখতে পারে কিনা জানতে চাইলে তিনি জানান, এখন এবিষয়ে কোন কিছুই বলা ঠিক হবে না। তবে আদেশ পাওয়ার পর দ্রুত বাস্তবায়ন করা কলেজ কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। মঙ্গলবার অফিসে গিয়ে ফাইলপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর



আদর্শ বাগে পাওনা টাকার জন্য যুবকের আত্মহত্যা

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী যাত্রাবাড়ী থানা আদর্শ বাগ এলাকায় পাওনা টাকা না পাওয়ায় রাগে দুঃখে হৃদয় (২০)নামক এক যুবক ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।নিহত ওই যুবক তার পরিবারের সাথে আলী মোহাম্মদ খান রোড আদর্শ বাগ এলাকায় কৃষ্ণচূড়া টাওয়ার এর বিপরীত পাশের একটি ভবনে মা ও মামার সাথে বসবাস করত।নিহত হৃদয় শেরপুরের নামাপাড়া গ্রামের আব্দুল আজিজ এর পুত্র। যাত্রাবাড়ী থানার আলী মোহাম্মদ খান রোড আদর্শ বাগ এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করত সে।

সোমবার ১৩ মার্চ সকাল ৯ টার দিকে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় তার পরিবার।

যাত্রাবাড়ী থানার এসআই সালমান ও শাহীন ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত লাশ ফ্যান থেকে নামিয়ে সুরত হাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


আরও খবর