Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:পত্নীতলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।জানা গেছে নজিপুর-ধামইরহাট সড়কের মোবারকপুর এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ দ্রুত তঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ৪জন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও পরে শনিবার আরো এক জন ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের কাছ থেকে পুলিশ ডাকাতির সরঞ্জামাদী সহ বিদ্যুতের ট্রান্সফরমার চুরির যন্ত্রপাতি উদ্ধার করেছে। আটক ডাকাতরা মহাদেবপুর উপজেলার রাইগা বামনকুড়ি গ্রামের রুহুল আমিনের পুত্র সাকিব হোসেন (২২), ধামইরহাট উপজেলার রসপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শাহিন(২৬),গা ঃড়া গ্রামের মৃত হুরমত আলীর পুত্র মোক্তার হোসেন (৩৬), পাটিআমলাই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র আসরাফুল ইসলাম (৩২) ও মহাদেবপুর উপজেলার বসাইল গ্রামের আব্দুল মান্নানের পুএ মোঃ মন্টু(৩৫), । এসময়  পাটিআমলাই গ্রামের ইকাই এর পুত্র সামাদুল ইসলাম (৩৫), গগনপুর গ্রামের জাইদুল ইসলাম (৪০) এবং ধামইরহাট উপজেলার বিহারিনগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র সামসুল সহ আরো ৪/৫ জন পালিয়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে রবিবার পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামিদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। তার নানা অনিয়মের কথা উল্লেখ করে মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিলেন ছাত্র ছাত্রীর অভিভাবকেরা। এ বিষয়ে ছাত্র ছাত্রীর অভিভাবক আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, আলাউদ্দিন বলেন, বিদ্যালয় টি ৬৯৩ জন ছাত্র ছাত্রী ও ১৩ জন শিক্ষক কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে স্থানীয় এক ব্যক্তি নাম সাদেক আলী তিনি শিক্ষা অফিসে অভিযোগ দেয় । আমাদের ছেলে মেয়ে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের লিখাপড়া করার জন্য রেখেছি। গত ২৮ আগস্ট হঠাৎ আমাদের কোন কিছু না জানিয়ে প্রধান শিক্ষক হোসনেয়ার খাতুন তার নিজ স্বার্থ হাঁচিলের জন্য আমাদের ছেলে মেয়েকে নিয়ে ভর দুপুরে ২ কিলোমিটার হাঁটিয়ে দৌলতপুর থানা ঘেরাও করে আন্দোলন করে সাদেক আলীকে আটকের জন্য । আমরা আমাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়েছি শিক্ষা গ্রহণের জন্য কোন শিক্ষকের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করতে নই। তাই আমরা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিয়েছি বিষয়টা সুস্থ তদন্ত করে বিচার দাবি করছি। এ বিষয়ে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বলেন, আমার দিন প্রতিদিনের ন্যায় ক্লাস করি টিফিনের সময় হলে আমরা বাহিরে বের হই। এমন সময় প্রধান শিক্ষক যে সকল ছাত্ররা মাঠে ফুটবল খেলছিল তাদের আলাদা রুমে ডেকে নিয়ে গোপনে কি বললো। তার পর বাঁশি দিয়ে সকল ছাত্র ছাত্রীদের নিচে নামতে বললো। নেমে আসলে প্রধান শিক্ষক আমাদের নিয়ে দৌলতপুর অভিমুখে রওনা দিলেন।মাঝ রাস্তায় গিয়ে একজন ব্যক্তির নাম উল্লেখ করে আমাদের মিছিল ধরতে বলেন। এবং থানায় নিয়ে যায়। আমরা ভেবে ছিলাম হয়তো কোথাও খেলতে যাচ্ছে হঠাৎ দেখি থানায় যাচ্ছে। আমরা তো কোন ব্যক্তির ব্যক্তি-স্বার্থে ব্যবহার হতে পারিনা তাই বিষয় টির সুষ্ঠু তদন্ত চাই। এ বিষয় প্রধান শিক্ষক হোসনেয়ারা বলেন, আমি কোন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে থানায় যাই নাই । বিদ্যালয় ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদেই নিজ উদ্যোগে ছাত্র ছাত্রীরা থানায় গিয়ে ছিল। ছাত্র ছাত্রীর অভিভাবকদের না জানিয়ে আপনি নিজ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নিয়ে থানা ঘেরাও করতে পারেন কিনা এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, এটা আমার ভুল হয়েছে। তবে আমার স্বার্থে নয় আমি যা করেছি তা বিদ্যালয় ও ছাত্র ছাত্রীদের স্বার্থে করেছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার আবু সালেক বলেন, ছাত্র ছাত্রী দের থানায় নিয়ে আসার বিষয়ে আমি অবগত ছিলাম না। প্রধান শিক্ষক আমাকে কিছু জানান নাই। অভিভাবকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



একদিনে ডেঙ্গুতে ১৩ মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯১ ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঢাকায় ৫৬ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ৮৮৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৩৪৬ জন। ঢাকায় ৫১ হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরে ৫৮ হাজার ৩৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আরও খবর



বাগেরহাটে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিতে বাজার তদারকি

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে পেয়াজ,আলু,ডিম ও সয়াবিন তেল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার যাত্রাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। 

এ সময়  নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বাগেরহাটের  যাত্রাপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেয়াজ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায়  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের  অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও  ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


আরও খবর



প্রথম ২ ঘণ্টায় পার হলো ৯৪২ যানবাহন

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ রোববার থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। খুলে দেওয়ার পর দুই ঘণ্টায় অর্থাৎ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই উড়ালসড়ক দিয়ে পার হয়েছে মোট ৯৪২টি যানবাহন।

কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার প্রথম ২ ঘণ্টায় কুড়িল টোলপ্লাজা দিয়ে ৭২টি, এয়ারপোর্টের টোলপ্লাজা দিয়ে ৫৭৬টি, বনানী-১ দিয়ে ১১৮টি এবং তেজগাঁও টোলপ্লাজা দিয়ে ১৭৬টি যানবাহন পার হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও যানবাহনের চলাচল বাড়বে বলে মনে করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর আজ থেকেই এই রুট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর জেরে সকাল থেকেই একে একে টোল প্লাজায় আসতে শুরু করে যানবাহন। নির্ধারিত টোল দিয়ে মাত্র ১০ মিনিটেই কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটারের এই পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে যানবাহনগুলো।

এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। ওঠা-নামার র‍্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে যানবাহনকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল হার নির্ধারণ করা হয়েছে। প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাসসহ হালকা গাড়ির জন্য টোল ৮০ টাকা। মাঝারি ট্রাক ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। দুর্ঘটনা রোধে ছোট ও কম গতির যানবাহন চলাচল করবে না।

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২৫ বছরের চুক্তির মধ্যে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।


আরও খবর



জি২০ সম্মেলন উদ্বোধন করলেন মোদি

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। খবর এনডিটিভির।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে বিশ্ব নেতাদের স্বাগত জানিয়েছেন। এসব নেতাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এই সম্মেলন উদ্বোধনের সময় মোদি বলেছেন, আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। জি২০ সম্মেলনকে ঘিরে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী নতুন সাজে সেজেছে। নিরাপত্তার কোনো কমতিও রাখা হয়নি।

ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের জি-২০-এর থিম হলো‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩