

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ:সুনামগঞ্জের বালিয়াঘাট সীমান্তে চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটার আগেই, সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ও চোরাকারবারীরা রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় ১শ মেঃটন কয়লা পাচাঁর করেছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের লাকমা পশ্চিমপাড় ও লালঘাট এলাকা দিয়ে, ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে পাচাঁরকৃত প্রায় ১শ মেঃটন কয়লা ১০টি মাহিন্দ্র লড়িগাড়ি বোঝাই করে টেকেরঘাট পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে বিজিবি ক্যাম্প সংলগ্ন নীলাদ্রী লেকপাড়ে অবস্থিত একাধিক ডিপুতে নিয়ে মজুত করে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালাম, হোসেন আলী, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, বাবুল মিয়া, কসাই মিয়া, শফিক মিয়া, আইয়ুব আলী, মানিক মিয়াগং। অন্যদিকে টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গাছড়া ও রজনীলাইন এলাকা দিয়ে একই ভাবে কয়লা পাচাঁর করে বড়ছড়া শুল্কস্টেশনের বিভিন্ন ডিপুতে মজুত করে নুরজামাল, রুস্তম মিয়া, ফাইজু মিয়া, সবুজ মিয়াগং। অথচ গত রবিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বালিয়াঘাট সীমান্তের অবস্থিত আর্ন্তজাতিক সীমানা পিলার ১১৯৭ সংলগ্ন চোরাই কয়লার গুহা থেকে কয়লা পাচাঁরের সময় নুরুল হক (২০) নামের এক কিশোর মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে। এরআগে গত শনিবার (১১ নভেম্বর) সকাল ৯টায় টেকেরঘাট সীমান্তের ১২০০ পিলার সংলগ্ন রজনী লাইন এলাকা দিয়ে কয়লা পাচাঁর করার সময় রুবেল মিয়া (২৫) নামের এক যুবককে বিএসএফ ধরে নিয়ে যায় এবং দেড়ঘন্টা পর ছেড়ে দেয়। এছাড়াও গত ১৩ই অক্টোবর (শুক্রবার) সকাল ৮টায় বালিয়াঘাট সীমান্তে কয়লা পাচাঁরের সময় চোরাই গুহায় মাটি চাপা পড়ে কিশোর সুমন মিয়া (১৭) ও গত ৫ই আগস্ট (শনিবার) দুপুরে কয়লা পাচাঁর করতে গিয়ে চোরাই কয়লার গুহায় পাথর চাপা পড়ে আক্তার হোসেন (১৬) নামের আরো এক কিশোরের মৃত্যু হয়। তারপরও সোর্স ও তাদের গডফাদারের বিরুদ্ধে নেওয়া হয়না আইনগত পদক্ষেপ।
এব্যাপারে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- কয়লা পাচাঁর করতে গিয়ে মারা যাওয়া ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। এধরনের ঘটনা যে আর না ঘটে সেই পদক্ষেপ নেওয়া হবে। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাহববুর রহমানের সরকারী মোবাইল নাম্বারে কল করার পর তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশের এলাকায়। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
সকালে নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।
এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।
এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপিকে মনোনয়ন না দেওয়ায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভে লাগাতার বিক্ষোভ সমাবেশ করছেন হাজার হাজার মানুষ। গত ৩ দিন যাবৎ মানববন্ধন করছেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ ভোটাররা। এঅঞ্চলের সাধারণ ভোটারদের দাবী গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা আব্যাহত রাখতে আবাও জাকির হোসেন এমপিকে নমিনেশণ দেওয়া হোক। বিক্ষোভকারিদের দাবী যাকে মনোনয়ন দেওযা হয়েছে সে ঢাকায় জীবনযাপন করেন এআসনে তার কোন পরিচিতি নেই। ফলে আমরা তাকে মানিনা মানবনা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামগুঞ্জেন সাধারন মানুষ গলো রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভে জাকির হোসেনকে নমিনেশণ দেওয়া হোক। জাকির হোসেন এমপিকে নমিনেশণ না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মানববন্ধন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছে বিক্ষোভকারিরা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারিরা। বিক্ষোভ শেষে গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির বাসভবনে অনশণ করেন ১০ ঘন্টা ব্যাপী। লাগারতার বিক্ষোভের সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রাম এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ জাকির হোসেন এমপির ভূক্ত ও অনুসারিরা এসে এসমাবেশ করছেন। ভক্তদের দাবী এই আসনটি ঐতিপূর্বে বিভিন্ন দল থেকে এমপি হয়েছে এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি তারা।
জাকির হোসেন এমপি তাদের কাছ থেকে এই আসনটি পুনরুউদ্ধার করে এই এলাকার উন্নয়নের ¯্রােত বয়ে আনে। আর সেই উদ্ধারকৃত আসনটিতে হঠাৎ করে এক অচেনা ব্যাক্তি বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি আমরা মানিনা মানবনা এমন দাবিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জ্ধসঢ়;ামান,ঃ হোসনেয়ারা,ঃতানজিনা বেগম,ঃছকিনা খাতুন,ঃখালেদা নাহিদসহ আরও অনেকেই।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩