Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

পত্নীতলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্পের অবহিতকরণ সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক। তিনি প্রকল্পের লক্ষ্য সম্পর্কে অবহিত করেন: একটি সাধারন পৃথিবী/বাড়ি তৈরী যেখানে বাংলাদেশের ৫টি জেলার সমস্ত মানুষের জলবায়ু সহনশীলতা, স্থায়িত্বশীল জীবিকায়ন ও পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করা। পত্নীতলা উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামে প্রকল্পের কার্যক্রম ০১ জুলাই ২০২৩ হতে বাস্তবায়ন শুরু হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মৎস্য অফিসার মো: আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি  আলহাজ বুলবুল চৌধুরী, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আফতাব হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমএলআরপি-২ প্রকল্পের একরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগীগণ, পরগানা প্রধান ও কারিতাসের অন্যান্য কর্মী/আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ। 

আরও খবর



বালিয়াঘাট সীমান্তে মৃত্যুর রেশ না কাটতেই কয়লা পাচাঁর

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ:সুনামগঞ্জের বালিয়াঘাট সীমান্তে চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটার আগেই, সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ও চোরাকারবারীরা রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় ১শ মেঃটন কয়লা পাচাঁর করেছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের লাকমা পশ্চিমপাড় ও লালঘাট এলাকা দিয়ে, ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে পাচাঁরকৃত প্রায় ১শ মেঃটন কয়লা ১০টি মাহিন্দ্র লড়িগাড়ি বোঝাই করে টেকেরঘাট পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে বিজিবি ক্যাম্প সংলগ্ন নীলাদ্রী লেকপাড়ে অবস্থিত একাধিক ডিপুতে নিয়ে মজুত করে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালাম, হোসেন আলী, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, বাবুল মিয়া, কসাই মিয়া, শফিক মিয়া, আইয়ুব আলী, মানিক মিয়াগং। অন্যদিকে টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গাছড়া ও রজনীলাইন এলাকা দিয়ে একই ভাবে কয়লা পাচাঁর করে বড়ছড়া শুল্কস্টেশনের বিভিন্ন ডিপুতে মজুত করে নুরজামাল, রুস্তম মিয়া, ফাইজু মিয়া, সবুজ মিয়াগং। অথচ গত রবিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বালিয়াঘাট সীমান্তের অবস্থিত আর্ন্তজাতিক সীমানা পিলার ১১৯৭ সংলগ্ন চোরাই কয়লার গুহা থেকে কয়লা পাচাঁরের সময় নুরুল হক (২০) নামের এক কিশোর মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে। এরআগে গত শনিবার (১১ নভেম্বর) সকাল ৯টায় টেকেরঘাট সীমান্তের ১২০০ পিলার সংলগ্ন রজনী লাইন এলাকা দিয়ে কয়লা পাচাঁর করার সময় রুবেল মিয়া (২৫) নামের এক যুবককে বিএসএফ ধরে নিয়ে যায় এবং দেড়ঘন্টা পর ছেড়ে দেয়। এছাড়াও গত ১৩ই অক্টোবর (শুক্রবার) সকাল ৮টায় বালিয়াঘাট সীমান্তে কয়লা পাচাঁরের সময় চোরাই গুহায় মাটি চাপা পড়ে কিশোর সুমন মিয়া (১৭) ও গত ৫ই আগস্ট (শনিবার) দুপুরে কয়লা পাচাঁর করতে গিয়ে চোরাই কয়লার গুহায় পাথর চাপা পড়ে আক্তার হোসেন (১৬) নামের আরো এক কিশোরের মৃত্যু হয়। তারপরও সোর্স ও তাদের গডফাদারের বিরুদ্ধে নেওয়া হয়না আইনগত পদক্ষেপ।

এব্যাপারে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- কয়লা পাচাঁর করতে গিয়ে মারা যাওয়া ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। এধরনের ঘটনা যে আর না ঘটে সেই পদক্ষেপ নেওয়া হবে। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাহববুর রহমানের সরকারী মোবাইল নাম্বারে কল করার পর তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরও খবর



উলিপুরে এন۔ এস۔ আমিন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image
সহিদুল আলম "বাবুল", কুড়িগ্রাম ব্যুরো:কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।আজ ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথি হয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর লোকজ উৎসব পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে (খোকন) প্রমুখ। 

স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া খাইরুল সুকন্যা'র সঞ্চালনায় জাকজমকপূর্ণ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন। এ ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের উপ-পরিচালক যতীন্দ্র নাথ বর্মন, স্কুলের প্রধান উপদেষ্টা মজিবর রহমান বিএসসি,অনুষ্ঠানে এন۔এস۔ আমিন রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি ২০২২ সালের ১৫৩, এসএসসি ২০২৩ সালের ৯৮, প্রাথমিক সমাপনী বৃত্তির ২৪ জন ও আমিন ফরিদা শামীম সোসাইটি'র উদ্যোগে ৩য়, ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেনীর ৯৮ জনসহ মোট ৩৬০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকেও সম্মাননা স্বারক প্রদান করা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিনভর আয়োজনে স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। 

আরও খবর



নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশের এলাকায়। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

সকালে নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।

এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে।


আরও খবর



মনোনয়ন না দেওয়ায় লাগাতারা বিক্ষোভ সমাবেশ করছেন কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ জনতারা

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপিকে মনোনয়ন না দেওয়ায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভে লাগাতার বিক্ষোভ সমাবেশ করছেন হাজার হাজার মানুষ। গত ৩ দিন যাবৎ মানববন্ধন করছেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ ভোটাররা। এঅঞ্চলের সাধারণ ভোটারদের দাবী গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা আব্যাহত রাখতে আবাও জাকির হোসেন এমপিকে নমিনেশণ দেওয়া হোক। বিক্ষোভকারিদের দাবী যাকে মনোনয়ন দেওযা হয়েছে সে ঢাকায় জীবনযাপন করেন এআসনে তার কোন পরিচিতি নেই। ফলে আমরা তাকে মানিনা মানবনা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামগুঞ্জেন সাধারন মানুষ গলো রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভে জাকির হোসেনকে নমিনেশণ দেওয়া হোক। জাকির হোসেন এমপিকে নমিনেশণ না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মানববন্ধন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছে বিক্ষোভকারিরা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারিরা। বিক্ষোভ শেষে গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির বাসভবনে অনশণ করেন ১০ ঘন্টা ব্যাপী। লাগারতার বিক্ষোভের সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রাম এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ জাকির হোসেন এমপির ভূক্ত ও অনুসারিরা এসে এসমাবেশ করছেন। ভক্তদের দাবী এই আসনটি ঐতিপূর্বে বিভিন্ন দল থেকে এমপি হয়েছে এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি তারা।

জাকির হোসেন এমপি তাদের কাছ থেকে এই আসনটি পুনরুউদ্ধার করে এই এলাকার উন্নয়নের ¯্রােত বয়ে আনে। আর সেই উদ্ধারকৃত আসনটিতে হঠাৎ করে এক অচেনা ব্যাক্তি বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি আমরা মানিনা মানবনা এমন দাবিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জ্ধসঢ়;ামান,ঃ হোসনেয়ারা,ঃতানজিনা বেগম,ঃছকিনা খাতুন,ঃখালেদা নাহিদসহ আরও অনেকেই।


আরও খবর



ইবিতে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image
সাব্বির খান, ইবি প্রতিনিধি:- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার আয়োজনে কর্মশালা ও ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২ টার সময় সাদ্দাম হোসেন হলের গেস্ট রুমে এটি অনুষ্ঠিত হয়।

 ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ যশোর অঞ্চলের একাউন্ট অফিসার অধীশ দাস, যশোর আঞ্চলিক সমন্বয়কারী ফিরোজ হোসেন পলাশ, যুগ্ম সমন্বয়কারী মাহমুদ, যশোর অঞ্চলের সাবেক সমন্বয়কারী দিবা রাত্রি, এছাড়াও ইবি শাখা ইয়ূথের ফয়সাল, মানজির আহসান, রায়হান, রজনী, মিজান, সবুজ ও তামান্না সহ প্রায় ২৫ জন সদস্য। 


এসময় কর্মশালায় ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত ও ধারণা প্রদান করেন যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ফিরোজ হোসেন পলাশ। সেইসাথে বাংলাদেশের ইয়ূথ হিসেবে একজন ইয়ূথের কি কি সামাজিক দায়বদ্ধতা আছে সেগুলো তুলে ধরা হয় এবং কিভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা যায় নিজ নিজ জায়গায় থেকে সে বিষয়েও আলোকপাত করা হয়। এছাড়া পরবর্তীতে ক্যাম্পাসে কি কি সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। 

এবিষয়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন বলেন, 'আমরা ইয়ূথ হিসেবে প্রতিজ্ঞা করছি সামাজিক দায়বদ্ধতামূলক অনেক কাজে আমরা ইবি শখার সদস্যরা কাজ করব এবং কিভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা যায় সেগুলো নিয়ে আমরা সচেতন হওয়ার জন্য প্রচারণামূলক কাজ করব। এছাড়াও পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর জন্য কাজ করব।'

প্রসঙ্গত, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।

আরও খবর