Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

পোরশায় ২৪ঘন্টায় বিএনপি জামায়াতের ১২ নেতাকর্মী আটক

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৩৪৮জন দেখেছেন

Image

ডিএম রাশেদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় গত ২৪ঘন্টায় উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের ১২জন নেতাকর্মীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটকৃতরা হলেন ১/ উপজেলার খরপা দক্ষিনপাড়ার ময়েজ উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন, ২/ নিতপুর দিয়াড়াপাড়ার সারফুদ্দীনের ছেলে ওয়াসিম আকরাম, ৩/ শরিয়ালা গ্রামের জাকির হোসেনের ছেলে বাবুল, ৪/ ঘাটনগর কাজিপাড়ার মৃত মাহাতাব উদ্দীন কাজীর ছেলে মোশাররফ হোসেন, ৫/ ঘাটনগর বাঙ্গাবাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম, ৬/ চকবিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল আলিম, ৭/ ঘাটনগর কাজীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, ৮/ ঘাটনগর কাচারীপাড়া গ্রামের মৃত খোকার ছেলে নজরুল ইসলাম, ৯/ গোপীনাথপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম, ১০/ ঘাটনগর চকনামাজু গ্রামের নজির উদ্দীন সরদারের ছেলে নাজিম সরদার, ১১/ সারাইগাছী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে মজিবর রহমান, ১২/ বারিন্দা গ্রামের আব্দুস সালামের ছেলে ময়নুল ইসলাম। পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আটকৃত নেতাকর্মীদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরও খবর



ডেমরায় অবরোধ ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আতিকুর রহমান আতিকের নেতৃত্বেবিএনপি-জামায়াতের অবৈধ হরতাল,অবরোধ, অগ্নি সন্ত্রাস ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর ডেমরা থানার বিভিন্ন এলাকায় এই অবস্থান কর্মসূচি পালিত হয়।  অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, বাংলাদেশের মানুষ নাশকতাকে কখনোই সমর্থন করেনা। একারণে তারা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতাকেও ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। তারা অবরোধের নামে যে দেশ বিরোধী কর্মসূচি দিয়েছে তাকেও প্রত্যাখ্যান করেছে। 

বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে সোমবার সকালে ডেমরা ষ্টাফ কোয়াটার, আমুলিয়া,ঠুলঠুলিয়া, মেন্দিপুর এলাকায় ৭০ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আতিক মার্কেট এসে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা আতিক মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে। 

এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে কোনভাবেই সফল হতে না পারে সেজন্য প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু, যুবলীগ নেতা ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা মাতব্বর আনিস বেপারী সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী।


আরও খবর



নির্বাচনের সময় মেয়র-চেয়ারম্যানদের জন্য ১০ নির্দেশনা

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মেয়র ও চেয়ারম্যানদের জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। যা মানতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম স্বাক্ষরিত এ আদেশ সিটি মেয়র, পৌর মেয়র, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। তফসিল ঘোষণার পর আচরণবিধি ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ইসির নির্দেশনার পর এ উদ্যোগ নিলো স্থানীয় সরকার বিভাগ।

মেয়র ও চেয়ারম্যানদের জন্য স্থানীয় সরকার বিভাগের নির্দেশনাগুলো হলো:

১. স্ব-স্ব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা করা।

২. নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন সময়ে সময়ে যেসব আদেশ/নির্দেশ দেবে তা প্রতিপালন।

৩. নির্বাচনি মিছিল, সভা ও প্রচারণা যাতে অবাধ, শান্তিপূর্ণ ও বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

৪. কোনো নির্বাচনি অফিস বা প্রতীক বা পোস্টার নষ্ট করার যেকোনো প্রচেষ্টা রোধে সামাজিক প্রতিরোধ গঠনে সহায়তা করা।

৫. সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদে এমন কোনো উন্নয়ন স্কিম গ্রহণ ও বাস্তবায়ন করবে না, যা জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর ভোটপ্রাপ্তিতে বা প্রচারণার পক্ষে ব্যবহৃত হতে পারে।

৬. সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান বা অনুদানের প্রতিশ্রুতি দিতে পারবে না, যা কোনো প্রার্থীর ভোটপ্রাপ্তি বা প্রচারণার কাজে প্রভাব বিস্তার করবে।

৭. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো অফিস, যানবাহন এবং অন্যান্য সম্পত্তি প্রার্থীর নির্বাচন বা প্রচারণার কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।

৮. মাশুল পরিশোধ করেও ব্যক্তিগত কাজে কোনো যানবাহন ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না।

৯. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কোনো প্রার্থীর নির্বাচনী কাজে বা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না।

১০. ভোটকেন্দ্র নির্মাণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সব কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার প্রয়োজন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তা প্রদান করবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিগণ তাদের পদমর্যাদা, সরকারি সুযোগ-সুবিধা ইত্যাদি কোনো প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না।


আরও খবর



প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ইসলামী দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনওয়ারুল হকের নেতৃত্বাধীন দুটি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (নভেম্বর ৩০) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন খেলাফতে রাব্বানী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের নেতারা।

এসময় একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এই নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে সংসদ নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন দুই ইসলামী দলের শীর্ষ নেতারা।


আরও খবর



পোরশায় দলীয় নেতাকর্মীদের সাথে খাদ্যমন্ত্রীর মতবিনিময়

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর পোরশায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-১ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।শনিবার দুপুরে উপজেলার সারাইগাছী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ধসঢ়; মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরও খবর



ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ ॥ বাতিল-২,স্থগিত-১

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৩৬জন দেখেছেন

Image
ভোলা প্রতিনিধি॥দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২ জনের এবং স্থগিত করা
হয়েছে ১ জনের। ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। রবিবার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়।

জানা গেছে, ভোলা জেলার ৪টি আসনে মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। ভোলা-১ সদর আসনে মোঃ মিজানুর রহমান (সতন্ত্র) প্রার্থীর ১% ভোটারের স্বাক্ষর গড়মিল থাকায় ও ভোলা-২ আসনের এডভোকেট মোঃ জাহাঙ্গির আলম রিটু (বাংলাদেশ কংগ্রেস) পার্টির প্রার্থীর মার্কা নির্দিষ্ট না থাকায় তাদের ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ব্যাংক ঋণ থাকায় ভোলা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমানের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া প্রার্থীর বিষয়ে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান জানিয়েছেন, ৪ ডিসেম্বর সোমবার সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে চুড়ান্ত তালিকা প্রকাশ করবেন।

জেলায় মনোনয়ন সংগ্রহ করে ২৮ জনের। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আজ যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ভোলা-১ সদর আসনে ৩ জন, ভোলা-২ আসনে ৪ জন, ভোলা-৩ আসনে ৫ জন এবং ভোলা-৪ আসনে ৫ জনসহ মোট ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ভোলার ৪টি আসনের প্রার্থী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর