
মুশফিকুর রহমানঃনারায়নগঞ্জ জেলা রুপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের পলখান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১১ নভেম্বর)পলখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে ম্যানজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী প্রাক্তন শিক্ষার্থী,ছাত্র-ছাত্রী,ও গ্রামবাসীগন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলখান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাছিমা আক্তার সীমা, পলখান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া। ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলাইমান মিয়া, আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় ও হাজী রজ্জব উদ্দিন ভূঁইয়া বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদিউল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, প্রগতি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ করিম মিয়া, পুর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট এর চেয়ারম্যান পলখান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল হোসেন, নবাব আস্কর আলী উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীম ভূঁইয়া, মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয় গাজীপুরের মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা, ভাঙ্গুন উচ্চ বিদ্যালয় পুবাইলের সহকারী প্রধান শিক্ষক এ আর এম শামীম রেজা, বাগদী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ মোখলেসুর রহমান আকন্দ, পলখান উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য এ.কে এমন সাত্তার সরকার, সলিম উদ্দিন চৌধুরী কলেজের জাহাঙ্গীর মালুম, পুুটিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ফজলুল হক,কাজল সহ নাগরি ও দাউদ পুর ইউনিয়ন পরিষদের সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ।
পলখান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সেকান্দার আলী স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করেছেন, উনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কে,সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।