Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

পেঁয়াজ আমদানি হবে কি না, দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত: কৃষিমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌পরিস্থিতি নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি হবে কি না, সেটা আগামী দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রোববার সচিবালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গতকাল পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দাম কমেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে। ৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না। পেঁয়াজ আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সবকিছুর একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু গত এক সপ্তাহে পেঁয়াজের দামে সে ধারাবাহিকতা রাখা যায়নি। সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কিছু অসাধু আড়ৎদারের কারণে গুদামে অনেক পেঁয়াজ পচে গেছে।

বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংস্পম্পূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের মোট ভূখণ্ডের মোট ৬০ ভাগ জমি আবাদ করা হয়। আবার একই জমিতে একাধিক ফসল হচ্ছে। আমাদের দেশের মোট জনসংখ্যার সঙ্গে প্রতিবছর প্রায় ২০ থেকে ২৪ লাখ মানুষ নতুন করে যোগ হচ্ছে। আমরা দানাদার খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ থাকলেও প্রতিবছর ক্রমবর্ধমান এই জনসংখ্যার কারণেই বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেশি। 

এ সময় পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা হওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা বিষয়টা মনিটরিং করছি। আমাদের অফিসারদের মাঠ পর্যায়ে পাঠিয়েছি। তারা পর্যবেক্ষণ করে দেখেছে, কৃষকদের ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়াবে- এমন আশায় তারা অনেকেই মজুদ করে রেখে দিচ্ছেন। এতে দাম বৃদ্ধি পাচ্ছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘পেঁয়াজের শেলফ লাইফ কম। আলুর মতো না। তবে আমরা কিছু প্রযুক্তি নিয়ে এসেছি, কীভাবে গুদামে রাখা যায়। যদি শেলফ লাইফ বাড়ান যেত, তাহলে আমাদের যে উৎপাদন হচ্ছে, তাতে পেঁয়াজ দিয়ে বাজার ভাসিয়ে দেওয়া যেত।


আরও খবর



যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় এবার ৭ ব্যক্তি ও চার প্রতিষ্ঠান

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের ৭ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইরানের ড্রোন ও সামরিক উড়োজাহাজ তৈরির তৎপরতাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চার দেশের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিকে ড্রোন ও উড়োজাহাজ তৈরিতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের অভিযোগে। 

 যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ এবং আর্থিক গোয়েন্দাসংক্রান্ত আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, ইরান যেভাবে চালকবিহীন উড়োজাহাজ তৈরির তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোকে সঙ্গে নিয়ে রাশিয়াসহ অন্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী দেশগুলো আন্তর্জাতিক স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে।

 তিনি আরও বলেন, ‘ইরানের চালকবিহীন বিমান (ড্রোন) তৈরির তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’ 

এর আগে, ইরানি কোম্পানির কাছে উড়োজাহাজ ও ড্রোনের উপকরণ বিক্রির অভিযোগে চীনভিত্তিক ৫টি কোম্পানি ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। 

 এদিকে, কাতারের মধ্যস্থতায় সম্প্রতি বন্দিবিনিময় চুক্তি বাস্তবায়নের ফলে ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। তবে এ চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে বিদ্রোহীদের মদদ বা উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি ও নিষেধাজ্ঞার মতো অন্যান্য ইস্যু সমাধানে দীর্ঘদিনের দুই শত্রু দেশকে আগ্রহী করে তুলবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে ইরানের ওপর ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




পুকুরে খেলনা গাড়ি তুলতে গিয়ে লাশ হলো আবির

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাই উপজেলায় পুকুরে পড়ে যাওয়া নিজের খেলনার গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে লাশ হলেন মুনতাসির আলম আবির নামের দেড় বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার হাজী মজিবুল হকের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবির ঐ বাড়ির প্রবাসী বাবলুর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মায়ের কাজের ব্যস্ততার ফাঁকে খেলার চলে পুকুর পাড়ে চলে যায় আবির। এসময় তার হাতে থাকা খেলনার গাড়িটি পুকুরে পড়ে গেলে সেটা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ কোথাও খুঁজে না পেলে পরবর্তীতে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরক চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার স্বজনরা। তবে শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।



আরও খবর



নবীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্  নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে আলোচিত ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

প্রথমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হোসেন খাঁনের পক্ষে আবুল ফায়েজ।সেসময় সেখানে নাছিমা কর্তৃক মামলার বিবাদী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করে আবুল ফায়েজ বলেন,গত ৩১ আগষ্ট নাছিমা আক্তার দুবৃর্ত্ত দ্বারা আহত হন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর এজাহার নামনীয় ১৫ জন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে বাংলাদেশ প্যানেল কোড ১৪৩/৩৪১/৩২৫/৩০৭/৩৫৪ ও ৩৭৯ ধারায় নবীনগর থানায় ১১/১৯২-২৩ইং মামলা করে।

যাহা মিথ্যা,বানোয়াট,কাল্পনিক অসত্য। এই মামলায় আমরা হাইকোট থেকে বর্তমানে জামিনে আছি। আমাদের সাথে নাছিমার কোন বিরোধ ছিল না,তাকে মেরে ফেলার মত হীন মানসিকতাও আমাদের নেই। 

সে একজন মামলাবাজ মহিলা, ১৫ থেকে ২০ টি মামলার বাদী ও আসামি। এমনকি সে মাদক কারবারী ও ব্লাকমেইল করে জীবিকা নির্বাহ করে। সে একেক জায়গায় একেক জনকে স্বামী পরিচয় দেয়, তার বহু পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। তার খপ্পর থেকে পুলিশ সদস্যও রেহাই পায়নি। এই পরিবারটিই একটি মামলাবাজ পরিবার। ওরা কখনো বাদী, কখনো মামলার সাক্ষী হয়ে মানুষকে নাজেহাল করে থাকে। বর্তমানে এই নাছিমা একটি কুচক্রী মহল দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সমাজে ক্ষেয় প্রতিপন্ন করতে এই মামলা করেছেন। বহু মানুষের সাথে তার চরম বিরোধ রয়েছে, আমাদের ধারণা তার উপর হামলা সেসবক প্রতিহিংসার কারণে হতে পারে। অথচ তার উপর হামলার ঘটনায় সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ভিডিও সাক্ষাৎকার নিয়েছেন তার সাথে এজাহারে কোন মিল নেই।

স্থানীয় রাজনীতিতে আমাদেরকে বেকায়দায় ফেলতে একটি কুচক্রী মহল ও সে মিলে আমাদেরকে এই মামলায় জড়িয়ে হয়রানি করছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক,পুলিশ সুপার,নবীনগর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল সহ স্থানীয় জনপ্রতিনিধি নিকট আকুল আবেদন করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা থেকে আমাদের অব্যাহতি দেয়ার জন্য।

পরে সংবাদ সম্মেলন শেষে শিবপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী সহ মামলার বিবাদীগণ। এতে উপস্থিত মোঃ হোসেন খাঁন,হাজী মোছা মিয়া,,মোস্তাক আহমেদ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া,মোহাম্মদ শহীদ মেম্বার, মোঃ ফরিদ মিয়া,আবুল ফয়েজ,অবসরপ্রাপ্ত বিডিআর মাহবুবুল আলম,আশরাফুল্লা সবুজ,মোহাম্মদ জাকির হোসেন,মোহাম্মদ শাহ আলম,মোহাম্মদ মমিন মিয়া,মোঃ আব্দুল হক,মোহাম্মদ বাসির মিয়া,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকেই।

উপস্থিত বক্তারা সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি এই মামলায় দায়েরকৃত আসামিদের নাম প্রত্যাহারের দাবি জানান।

তবে এই বিষয়ে জানতে নাসিমা আক্তারের পরিবারের মতামত জানতে কয়েকজন গণমাধ্যমকর্মী তাদের বাড়িতে গেলে নাছিমার বাড়িতে থাকা বোনেরা তাদেরকে ভর্ৎসনা করেন।

এবং বলেন,আপনারা এখানে কি চান ? আমার বোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অবস্থা অনেক খারাপ তিনি সুস্থ হয়ে এলে তখন এসে বক্তব্য নিয়েন,এখন বাড়ি থেকে যান।

উল্লেখ্য গত ৩১শে আগষ্ট সন্ধ্যায় শিবপুর বাজার সংলগ্ন রাস্তায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন স্থায়ী বাসিন্দা নাছিমা আক্তার,প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন,বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সেসময় আহত নাছিমার মুমূর্ষু অবস্থায় নেয়া একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে এই ঘটনার কিছুটা ভিন্নতা এনে গত ৭ই সেপ্টেম্বর নবীনগর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আহত নাছিমা। সেখানে ১৬জনকে সহ আরো অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামি করা হয়েছে।যার প্রেক্ষিতে এই মানবন্ধন ও সংবাদ সম্মেলন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রাজধানীতে বাসে আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগন্যালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।

পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে বাসটি ব্যবহার করা হতো বলেও জানান চালক দেলোয়ার হোসেন। 


আরও খবর



নির্বাচন পর্যবেক্ষণে কে এলো, গেল দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচনে পর্যবেক্ষণ কে এলো আর কে গেলো সেটা আমাদের দেখার বিষয় নয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানা-বে ওয়াটার পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত ঢাকাকে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে নানা মহলে আলোচনা চলছে।

এ আলোচনার সূত্র টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে পর্যবেক্ষণ কে এলো আর কে গেল সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছি। সে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে।

যারা মনে করে বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচন সুষ্ঠু হবে না, সেটি একটি ভুল ধারণা। আমরা আশা করছি অচিরেই তাদের এই ভুল ধারণা কেটে যাবে।

সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদলের বিষয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খাঁন বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন এগিয়ে আসার কারণে বদলি বেশি হচ্ছে, এরকমটা ভাবার সুযোগ নেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব প্রমুখ।


আরও খবর