
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :মোঃ আবু কাওছার মিঠু
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবায়ন করে আমাদের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। পদ্মা সেতু অনেক বড় একটি প্রকল্প। পদ্মা বহুমুখী দ্বিতল সেতু বাস্তবায়ন করে বাংলাদেশ তার সক্ষমতার প্রমাণ দিয়েছে।
পদ্মা সেতু হচ্ছে উন্নয়ন-অগ্রযাত্রার মূর্ত প্রতীক। বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল ২৪ জুন বিকেলে উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় হাবিবুর রহমান হারেজ সিটি কলেজ মাঠে আয়োজিত সভায় এসব কথা বলেন।
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও শোভাযাত্রা। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শাহ্জাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মুন্সি, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ হাসান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আঃ আলিম সরকার, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমেদ পিষ্টন, আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু, এডভোকেট আজহারুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন, অলিউল্লাহ, সামসুদ্দিন, আব্দুর রউফ, ওসমান গনি ভুঁইয়া খোকন, রূপগঞ্জ ইউপি সদস্য রিটন প্রধান, আলমগীর হোসেন, জাহানারা আক্তার, ছাত্রলীগ নেতা আজমীর হোসেন, কিরণ ভুঁইয়া, টিপু সুলতান, আলীরাজ, সুমন খান ও ইশান আহমেদ রনি প্রমুখ।
পরে কেক কেটে শোভাযাত্রা নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।