Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

পাঁচ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে চাঁদকে আদালতে হাজির ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ভেড়িপাড়া-কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকদিন আত্মগোপনে থাকার পর তিনি প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আনিসুর রহমান। চাঁদকে গ্রেপ্তারের পর আরএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। প্রাইভেটকারে বিএনপি নেতা চাঁদ পালানোর চেষ্টা করেছিলেন। এ সময় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।’

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৯ মে রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। রাজশাহীর পুঠিয়ার কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ অসংখ্য মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাই। আমাদের কাছে তথ্য ছিল তিনি আত্মগোপন চলে যাচ্ছেন। তাই আমরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। পুলিশের চেকপোস্টে চাঁদ ধরা পড়েন।

গত ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওর বক্তব্যে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’ এ ঘটনার পর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।


আরও খবর



ঠিকাদার লাপাত্তা রাস্তার খোয়ার ধূলায় অতিষ্ঠ পথচারীরা নানা রোগে আক্রান্ত

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ১০২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মুল রাস্তার কাজ ফেলে রেখে লাপাত্তা দিয়েছেন ঠিকাদার বলে অভিযোগ উঠেছে। পিচ ঢালা রাস্তা, পুরাতন খোয়া পাথর উল্টিয়ে উধাও হয়েছেন ঠিকাদার। প্রচন্ড খরতাপে ও পানি না দেওয়ার কারনে লালচে খোয়ার ধূলাই চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারীরা। সাদা পোশাক পরা অবস্থায় ওই রাস্তায় যাওয়া মানেই লালচে আকার ধারন করা। তানোর টু রাজশাহী রাস্তার কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসী পাড়া  ২ কিলোমিটার ও কালিগঞ্জ মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২ শো কিলোমিটার রাস্তার এমন করুন অবস্থা হয়ে পড়ে রয়েছে। ফলে দ্রুত রাস্তা দুটিতে পিচ ঢালাই  শেষ করার দাবি উঠেছে জোরালো ভাবে।

জানা গেছে, গত কয়েক মাস আগে উপজেলা বাসির শহরে যোগাযোগের মুল রাস্তা।  রাস্তাটির পিচ খোয়া উল্টিয়ে ডাবলু বিএম করে রাখা হয়েছে। কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসিপাড়া মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি এখন যে চরম অস্তির কারন হয়ে পড়েছে। কারন রাস্তায় তিল পরিমান পানি দেওয়া হচ্ছে না। ছোট বড় যান চলা মাত্রই ধূলায় একাকার হয়ে পড়েছে।
পথচারী মুসলেম, শাওন, টুটুল, দেলোয়ারসহ অনেকে জানান, দীর্ঘ প্রায় ২ মাস ধরে পড়ে আছে। ট্রাক বাস যাওয়া মাত্রই লালচে ধূলায় আরো কোন গাড়ী নিয়ে যাওয়ার উপায় নেই। বাস, ট্রাক যাওয়ার আধা ঘন্টা পর রাস্তাটি দিয়ে চলাচল করা যায়। রাস্তার দূ ধারে ধানের সবুজ পাতা লালচে হয়ে পড়েছে। দেখে মনে হবে লাল ধান রোপন হয়েছে।

গাগরন্দ মোড়ের ব্যবসায়ী সাজ্জাদ বলেন, রাস্তার ধূলার কারনে দোকান বন্ধ রাখতে হচ্ছে। শুধু তাই না গাগরন্দ প্রাথমিক স্কুলে শিক্ষার্থীরা আসছেনা। দিনরাত সমান তালে চলে ছোট বড় মাঝারি যানবাহন। রাস্তার পার্শ্বের ঘর বাড়ির দেয়াল লালচে হয়ে পড়েছে। পিচ দিতে দেরি হলেও নিয়োমিতপানি দিলে এত ধূলা উড়তো না। আর খোয়ার ধূলা নাক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে সর্দি কাশিতে আক্রান্ত হয়ে  পড়েছেন অনেকে। উপজেলার সকল কর্মকর্তা এরাস্তা দিয়ে দুবেলা শহরে যাতায়াত করেন। তারপর কোন নজরদারি নেই।ওই এলাকার জনসাধারণ জানান, দ্রুত রাস্তার পিচ ঢালায় শেষ না হলে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে।রাস্তার কাজ করছেন শহরের ঠিকাদার লিটন।সে জানায় ২ কিলোমিটার রাস্তার বিপরীতে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ। কিন্তু সবকিছুর বাড়তি দাম প্রচুর লোকসান হচ্ছে। তবে অল্প দিনের মধ্যে কাজ শেষ করা হবে।এদিকে কালিগঞ্জ হাটের মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২০০ মিটার রাস্তটিও ডাবলু বিএম করে রাখার কারনে খোয়ার ধূলায় অতিষ্ঠ জনসাধারন। রাস্তার দূপাশে বোর ধান রোপন করা আছে। ধানের পাতা লাল হয়ে পড়েছে। 

রাস্তার কাজটি করছেন শহরের ঠিকাদার বোরহান। তিনি জানান, ডাবলু বিএম করে রাখতে হয়। তাহলে রাস্তা টিকসই হয়। রাস্তার কাজ মানেই লোকসান। তারপরও করতে হবে। ২২ শো মিটার রাস্তার বিপরীতে প্রায় ৯০ লাখ টাকা বরাদ্দ।৪২ শো মিটার রাস্তা এখন গলার কাটা হয়ে পড়েছে পথচারীদের কাছে।উপজেলা প্রকৌশলী বলেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করার জন্য এবং  নিয়োমিত পানি দিতে বলা হয়েছে। কিন্তু পানি দেয় নি। কাজ শিডিউল অনুযায়ী বুঝে না পেলে বিল দেওয়া হবে না।মেডিকেলের এক চিকিৎসক বলেন, খোয়ার ধূলা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য মারাত্মক ক্ষতিকর খোয়ার লালচে ধূলা এবং  শিশুদের জন্য আরো ভয়ংকর। জনবহুল রাস্তা দ্রুত কাজ শেষ করতে হবে, না হলে নিয়োমিত পানি দিতে হবে। এধূলার কারনে সর্দি কাশি ও শ্বাসকষ্টের রোগী বেড়ে গেছে।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




ড্রোন হামলা মস্কোতে

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানকার বেশকিছু ভবন সামন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া মস্কোর দিকে আসা আরও কিছু ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। আজ মঙ্গলবার ভোর নাগাদ রাশিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, ঘটনাস্থলে শহরের সকল ধরনের জরুরি পরিষেবা হাজির হয়েছে।

এ ছাড়া মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়োভ টেলিগ্রাম চ্যানেলে বলেন, মস্কোর দিকে আসা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ক্রেমলিন 

তবে কারা এইসব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে- তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মস্কোর উপকণ্ঠে এবং তার নিকটবর্তী অঞ্চলে ১০টি মধ্যে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সোবিয়ানিন বলেছেন, বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ জানিয়েছেম মস্কোর প্রফসোইজনাইয়া স্ট্রিটে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে।


আরও খবর



প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০২ জুন 2০২3 | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট আবেদন করেন। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়। জাহাঙ্গীরের করা আপিল নামঞ্জুর করেন ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম।

ওইদিন জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে যাব। আমার এই বিষয়টি যেহেতু হাইকোর্টে স্টে ছিল, তারা এই স্টেটা আমলে নেয় নাই। আমি ন্যায়বিচার পাইনি। এখন আমি সর্বোচ্চ আদালতে যাব। আগামী রোববার আমি হাইকোর্টে যাব।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। তবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এরপর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগ।


আরও খবর



রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৩৪জন দেখেছেন

Image
আলমগীর হোসাইন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে গ্রাম পুলিশ নিয়োগে যোগদান পত্র গ্রহণ না করা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ দাবীর অভিযোগ এনে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদে ইউপি চেয়ারম্যানের ভাবমূর্তি ও মান ক্ষুণ হয়েছে মর্মে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউপি চেয়ারম্যান।শুক্রবার দুপুরে রমনা মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম আশেক আকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, ৩০ শে মে, গ্রাম পুলিশ নিয়োগ কে কেন্দ্র করে কয়েককটি সংবাদপত্রে আমার বিরুদ্ধে ৮ লক্ষ টাকা দাবী ও যোগদান পত্র গ্রহণ না করার অভিযোগ এনে অভিযোগ করেন ঐশি আক্তার।

তাকে রমনা মডেল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ  (চৌকিদার) পদে নিয়োগ দেন নিয়োগ বোর্ড। এতে আমার কোনো হস্থক্ষেপ বা সংশ্লিষ্টতা ছিলো না। যেটা আইনের মধ্যে পড়ে না।  নিয়োগটি সম্পূন্ন বেআইনী এবং পরবর্তীতে যাচাই বাচাই করে দেখা যায় মেয়েটির উচ্চতার প্রয়োজনীয় মাপের চেয়েও ১ইঞ্চি কম। এর ফলে নিয়োগ বোর্ড তার নিয়োগটি বাতিল করে। কিন্ত ঐশি আমার (চেয়ারম্যান) বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ করে ও  সংবাদ প্রকাশ করে এবং সামাজিক ও রাষ্ট্রিয়ভাবে মান ক্ষুণ করে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, নিয়োগটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনো নিয়োগ বাতিলের চিঠি ইস্যূ হয়নি। রেজুলেশন করে নিয়োগটি বাতিল করা হবে।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




দৌলতপুরের সন্তান হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মরহুম নাসির উদ্দীন মাস্টারের ২য় সন্তান মোঃ হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ করলেন। বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের বিএনএস ঈসা খা ঘাঁটিতে কমচিট অফিসে লেফটেন্যান্ট কমান্ডারের ব্যাজ পরিয়ে দেন চট্রগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার এ্যাডমিরাল মামুন চৌধুরী। দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের সন্তান মোঃ হুমায়ূন কবীর ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনী তে কমিশন লাভ করেন । তিনি ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম শ্রেণীতে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।তিনি বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজ এ অধিনায়ক এর দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি সকলের দোয়া

প্রার্থী। উল্লেখ্য মরহুম নাসির উদ্দীন মাস্টারের ৪ পুত্র সন্তান প্রথম মোঃ মঞ্জুর কবীর কুষ্টিয়া সরকারী কলেজের পদার্থ বিদ্যার সহকারী অধ্যাপক,দ্বিতীয় মোঃ হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার, তৃতীয় মোঃ নাজমূল কবীর পলাশ আল্লারদর্গা জনতা ব্যাংক শাখার সেকেন্ড অফিসার, চতুর্থ নিয়ামূল কবীর কুষ্টিয়া পৌরসভার গুরুত্ব পূর্ণ পদে কর্মরত রয়েছেন।


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩