
মারজান চৌধুরী,কক্সবাজারঃ
কক্সবাজার জেলার উখিয়া পালংখালী বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: নিবন্ধন নং-১৩(উখিয়া) এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।আগামী ১৬ এপ্রিল পালংখালী বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর ব্যাবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২১ মার্চ ২০২২ সোমবার।মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৩ মার্চ বুধবার।মনোনয়নপত্র বাছাইয়ের সময় ২৪ মার্চ।
পালংখালী বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর নির্বাচনে একজন সভাপতি, ১ জন সহ-সভাপতি,১ জন সাধারন সম্পাদক,১ জন কোষধ্যক্ষ,৩ জন সদস্য পদের বিপরীতে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা হবে।
পালংখালী বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর নির্বাচনে সভাপতি প্রার্থীদের মার্কা হবে,চেয়ার,ছাতা,হারিকেনএবং চাকা।
সহ-সভাপতি পদে মাইক,দোয়াত কলম,হাঁস,খেজুরগাছ।
সাধারন সম্পাদক পদে আনারস,দেয়ালঘড়ি,হরিন,উড়োজাহাজ।
কোষধ্যক্ষ পদে তালাচাবি,ঘোড়া,কম্পিউটার,ঘুড়ি।
সদস্য পদের জন্য মটর সাইকেল,প্রজাপতি,টিউবওয়েল,গরুর গাড়ি,টেবিলফ্যান,সিএনজি,মোরগ,টমটম,ফুটবল,টেলিভিশন,মোবাইল, জগ,মোমবাতি,হাতপাখা,ক্রিকেট ব্যাট,আপেল,কাপ-পিরিচ,গোলাপফুল,মই,আম,সিলিং ফ্যান,কাঁঠাল,রিক্সা,বই,বালতি,মাছ,বাসগাড়ি,তলোয়ার মার্কা নির্ধারন করা হয়েছে।
কক্সবাজার জেলার উখিয়া পালংখালী বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি:১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠা করেন পালংখালী বাজারের ব্যবসায়ীরা।