Logo
আজঃ Monday ০৩ October ২০২২
শিরোনাম

অপুর ‘লাল শাড়ি’তে এবার যুক্ত হলো গোল্ডেন টিউলিপ

প্রকাশিত:Wednesday ২১ September ২০২২ | হালনাগাদ:Monday ০৩ October ২০২২ | ৩৭জন দেখেছেন
Image

প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’র কাজ শুরু হতে যাচ্ছে। এবার তার ‘লাল শাড়ি’র সঙ্গে যুক্ত হলো হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় অপু-জয় চলচ্চিত্রের কর্ণধার অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাস, গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডর্মাকের ম্যানেজার তারেক, কোরিওগ্রাফার গৌতম
সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্প্রতি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা পেয়েছেন তিনি।

jagonews24

গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে অপু বিশ্বাস অভিনয়ও করবেন। তার বিপরীতে চিত্রনায়ক সাইমন সাদিককে দেখা যাবে।


আরও খবর