Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

অপরিষ্কার স্থানে পণ্য উৎপাদন, নিউ প্রিন্স বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: অপরিষ্কার স্থানে পণ্য উৎপাদন করায় মিরপুর-১ নম্বরে অবস্থিত ‘নিউ প্রিন্স বেকারি ফুড অ্যান্ড বেভারেজ’কে’ জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় তাৎক্ষণিক দুই লাখ টাকা আদায় করা হয়।রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা সংলগ্ন ওই বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকায় অবস্থিত নিউ প্রিন্স বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয় এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা সাংবাদিকদের বলেন, এই প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে দেখলাম লেভেলবিহীন অবস্থায় তারা উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে রেখেছে। যার কোনো উৎপাদনের তারিখ নেই। যেসব কালার ফ্লেভার ব্যবহার করা হয়েছে তার কোনোটাই ফুড গ্রেডেড না।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির ডাস্টবিন ব্যবস্থাপনা নেই। অপরিষ্কার জায়গায় পণ্য উৎপাদন করছে। প্যাকেটের গায়ে কোনো আমদানিকারকের লেভেল নেই। এসব অপরাধে চার ধারায় ৮ লাখ টাকার জরিমানা হওয়ার কথা থাকলেও তাদেরকে প্রথমবার সতর্কতা হিসেবে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এরপর আগামী মাসে আমরা আবারও পরিদর্শনে এসে যদি পুনরায় একই অপরাধ পাই, তাহলে পুনরায় দ্বিগুণ জরিমানা আদায় সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নে বেকারির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘বেকারির পরিবেশ খারাপ কিন্তু আমাদের পণ্য ভালো। হয়তো আমাদের পরিবেশটা একটু অপরিষ্কার, আমরা বেকারি পরিষ্কার করাচ্ছি। কারণ আমরা প্রতিদিনের পণ্য প্রতিদিন বিক্রি করে দিচ্ছি। আমাদের এখানে বাসি কোনো পণ্য নেই। কারখানা আরও পরিষ্কার ও ভালো করা দরকার। কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারছি না।’

তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই কারখানা পরিষ্কার করি। কিন্তু কাজ করতে গেলে একটু তো অপরিষ্কার হবেই। আমাদের কর্মীরা সবকিছুই পরিষ্কার করে কিন্তু টাকার অভাবে চাইলেও অনেক কিছু পারি না। আমরা খুব সংকটে আছি। এই বেকারিতে আমাদের কোনো লাভ হচ্ছে না বরং লস হচ্ছে। কিন্তু এই ব্যবসা তো না করেও পারছি না। কারণ মার্কেটে আমরা এখনও অনেক টাকা পাবো। এজন্যই চাইলেই ব্যবসা বন্ধ করতে পারছি না। তবে আমরা কোনো দুই নম্বর বা নকল পণ্য ব্যবহার করছি না।’


আরও খবর



ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

খন্দকার আমিনুর রহমানঃ "সৃজনশীলতায় ভিন্নতা" এই স্লোগানকে ধারণ করে ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি - বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশিষ্ট গুণী লেখক ডাক্তার কবি এস দাশ এর সভাপতিত্বে ও বিশিষ্ট কবি ও সংগঠক মোহাম্মদ শামসুদ্দিন এর সঞ্চালনায় আজ ৮ সেপ্টেম্বর পিরোজপুর উপজেলা পরিষদ চত্বরে কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।

উপস্থিত প্রায় সকলে ছড়া, কবিতা আবৃত্তি ও গল্প পাঠ করেন। সাহিত্যের নানাদিক নিয়ে আলোচনা করেন অতিথিগণ।

প্রধান অতিথি কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডা. কবি এস দাশকে আহবায়ক ও কবি মোহাম্মদ শামসুদ্দিনকে সদস্য সচিব করে পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন। আগামী ৩ মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দিক নির্দেশনা দিয়ে এবং আপ্যায়ন ও সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়।

এতে উপস্থিত ছিলেন যথাক্রমে -- কবি মো. মাসুম খান, কবি এ কে এম মোস্তফা, কবি বিকাশ চন্দ্র হালদার, কবি মো. আবুল হোসেন, কবি উজ্জ্বল কুমার গুহ, কবি মানিক লাল পাল, কবি অনির্বাণ চক্রবর্তী,  কবি সালেহা পারভীন হীরা, কবি কামরুল হাসান,  কবি দিলীপ কুমার মিস্ত্রী, কবি মো. দেলোয়ার হোসেন আলম, কবি ফোরকান, ডা. কবি এস দাশ, কবি মোহাম্মদ শামসুদ্দিন ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।


আরও খবর



কামারগাঁ ইউপির উত্তর আ"লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড সম্মেলন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি;রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) উত্তর শাখার ১,২,৮ ও নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে ইউপির মাদারিপুর বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদে উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও সম্পাদক শ্রী নির্মল সরকারের সঞ্চালনায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, দক্ষিণ শাখার সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, উত্তর শাখার যুবলীগ সভাপতি সাফিউল ইসলাম, সম্পাদক হায়দার আলী প্রমুখ। শেষে সর্বোস্মতিক্রমে আ"লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়।৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন মেম্বার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হন, আব্দুল মজিদ।  যুবলীগের সভাপতি নির্বাচিত হন,মাইনুল ইসলাম,সম্পাদক হন আবু বাক্কার। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান, সম্পাদক হিসেবে নির্বাচিত হন মিরাজ উদ্দিন।যুবলীগের সভাপতি নির্বাচিত হন জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক হন চন্দন।৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন জাহাঙ্গীর আলম, সম্পাদক হন আব্দুর রব। যুবলীগের সভাপতি হন মাসুদ রানা, সম্পাদক হন রুস্তম আলী।তবে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি স্থগিত করা হয়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর



তালন্দ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির)  ১,২,৩ ও ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন ইউপি আওয়ামী লীগ সভাপতি মেম্বার আব্দুল করিম। ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক আবুল বাসার সুজন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ। 

সর্বসম্মতিক্রমে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন শ্যামদত্ত, সাধারণ সম্পাদক হন মাসুদ রানা।২ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন মজির উদ্দিন,সম্পাদক নির্বাচিত হন মেম্বার খলিলুর রহমান।  ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হন শামসুল, সম্পাদক হন আরমান হোসেন। ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হন আনোয়ার হোসেন, সম্পাদক হন মোজাম্মেল হক এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হন সাইফুল ইসলাম, সম্পাদক হন আনারুল ইসলাম।এছাড়াও ৫ ওয়ার্ডের সহযোগী সংগঠনেরও কমিটি ঘোষনা করা হয়। এসময় ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


আরও খবর



কেএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image
গাজী যুবায়ের আলম ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কেএমপি'র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে ৪ সেপ্টেম্বর দুপুর ২ টা ১৫ মিনিটে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক.বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে কেএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে কর্মরত জনাব মোঃ মোসফেকুর রহমান এর দিনাজপুর জেলা পুলিশে বদলী হওয়ায় বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং স্মৃতি স্মারক প্রদান করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও জানিয়ে বক্তব্য প্রদান করেন। বিদায়ী অতিথিকে উদ্দেশ্যে করে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ‘‘মানুষ মাত্রই যাযাবর। সরকারি চাকুরির বিধি অনুযায়ী বদলি জনিত কারণে কর্মস্থল পরিবর্তনের সাথে সাথে বন্ধুত্বেরও পরিবর্তন হয়। কিন্তু মানুষ কর্মকালীন সময়ের বিনয় ও সদাচরণ সারাজীবন মনে রাখে।” উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় ও উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি'তে বস্থানকালীন বিদায়ী অতিথির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং মান্যবর পুলিশ কমিশনার মহোদয় ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের জন্য উপদেশ প্রদান করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরও খবর



গোদাগাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ীতে সবাই যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০আগষ্ট) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাঙ্গেরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম আয়োজনে।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে,বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেযারম্যান সুফিয়া খাতুন মিলি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,গোদাগাড়ী পৌর মহিলা কাউন্সিলর জাহানারা খাতুন লাকি, এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টুয়াট শুভেন্দু খান,প্রধান শিক্ষক আতাউর রহমান খান,মসজিদের পেশ ইমাম আব্দুল আলিম,বীর মুক্তিযোদ্ধা করিমুল ও এনামুল হক প্রমূখ।সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দরিদ্রতা, অভাব অনটন, কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে। এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। সেই সাথে যারা কাজীরা যদি বাল্য ি বিবাহ রেজিস্ট্রি করে তাহলে তাদেরও ছাড় দেয়া হবে না। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করতে হবে। উল্লেখ্য যে, ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম ( সিএফসিটি) আওতায় স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।


আরও খবর