Logo
আজঃ Monday ০৩ October ২০২২
শিরোনাম

ওটিটিতে যাচ্ছে না শুভ-ঐশীর ‘নূর’

প্রকাশিত:Sunday ০৭ August ২০২২ | হালনাগাদ:Monday ০৩ October ২০২২ | ৫২জন দেখেছেন
Image

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। তাদের নতুন ছবির নাম ‘নূর’। সিনেমাটির শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দিয়েছেন প্রযোজক। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সিনেমাটি আটকে দেয় সেন্সর বোর্ড।

এই মধ্যে গুজব উঠেছে ‘নূর’ সিনেমাটির স্বত্ব বিক্রি করেছে ওটিটি প্ল্যাটফর্মের কাছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এ বিষয়টি নিশ্চিত হতে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নূর’ সিনেমা নিয়ে যে গুজব উঠেছে তা সম্পূর্ণ ভুয়া। আমরা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে কোনো ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে কিছু কারিগরি ত্রুটির কারণে ‘নূর’ সিনেমাটি সেন্সর বোর্ড আটকে আছে। বর্তমানে পরিচালক তার একটা সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কারণে সিনেমাটি নিয়ে সময় দিতে পারছেন না। তাই সেন্সর বোর্ড এ আটকে আছে। সবার আগে সিনেমাটি ত্রুটিমুক্ত করে সেন্সরে আবারও জমা দেবো। সেন্সর হওয়ার পর ‘নূর’ টিমের সঙ্গে বসে পরে সিদ্ধান্ত নেবো। এর আগে কোনো সিদ্দান্ত নেওয়া হযনি।’

রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।


আরও খবর