Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নরসিংদীতে বেক্সি-ফেব্রিক্সের মোড়কের আড়ালে নকল কাপড় জব্দ করেছে পুলিশ

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৩১জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃনরসিংদী শেখের চর বাজারে বেক্সিফেব্রিক্স নামক সুনামধন্য ব্রান্ডের নকল কাপড় বিক্রির দায়ে গতকাল একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল সব পন্য জব্দ করে থানায় নিয়ে গেছে নরসিংদী মডেল থানার পুলিশ।

পুলিশ-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখের চর বাজারে অবস্থিত সাধন বস্ত্রালয় নামের প্রতিষ্ঠানটির মালিক কালী দাস সাহা দীর্ঘদিন ধরে নিম্নমানের কাপড়ের ওপর বেক্সিকো লোগো লাগিয়ে বিক্রি করে আসছিলেন। স্বনামধন্য বেক্সি ফেব্রিক্সের কাছাকাছি বেক্সিকো লোগো বসিয়ে কাপড় বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।এ ধরনের কাজ মানুষের সাথে প্রতারণার শামিল। দীর্ঘদিন ধরে এই ধরনের নকল পণ্যের ব্যবসা চালিয়ে প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল।এমন খবর পেয়ে ঐ স্থানে অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানার এসআই আফজাল । সাধন বস্ত্রালয়ের বিক্রয় কেন্দ্রে থরে থরে সাজানো বেক্সিকো নামে নকল কাপড় পাওয়া যায়। যা হুবহু দেখছি ফেব্রিফেব্রিক্স এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

দোকানের মালিক কালিদাস রায় কে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি অপরাধ বলে স্বীকার করেন। পরবর্তীতে এই ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়ে নকল বেক্সিকো নামের কাপড় গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এবং ভবিষ্যতে এই ধরনের নকল পন্য বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।।



আরও খবর



মাগুরায় গত তিনদিনে ছয়টি অস্বাভাবিক মৃত্য

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায় গত তিন দিনে ছয়জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর বুধবার মহম্মদপুর উপজেলার উড়ুরায় মাগুরা মহম্মদপুর সড়কে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল আরোহী  সোহাগ (৩২) নিহত হয়। সে একই উপজেলার ম্যাক্সিমাইন গ্রামের গোলাম রসুল মিয়ার ছেলে। একই দিনে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের সিদ্দিক বিশ্বাসের মেয়ে ৫ ম শ্রেনীর ছাত্রী মিথিলা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এর আগের দিন ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের গোপাল বিশ্বাসের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী নন্দিতা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। একই দিনে মাগুরা শহরের সৈকত আবাসিক হোটেল থেকে বিস্কুট ফ্যাক্টরীর কর্মকর্তা ইব্রাহীম উদ্দিনের লাশ উদ্ধার হয়। তিনি রাত্রী যাপনের জন্য হোটেলের কক্ষ ভাড়া নেয়। সকলে দরজা বন্ধ থাকায় পুলিশ এসে লাশ উদ্ধার করে। ইব্রাহীম উদ্দিন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। এর আগের দিন সোমবার ১১ সেপ্টেম্বর মাগুরা শহরের সদর হাসপাতালের সামনে ঢাকা খুলনা মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আনোয়ার শেখ (৩৫) ও পথচারি রোকেয়া বেগম (৫৬) নিহত হয়। নিহত আনোয়ার শেখ মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের বাসিন্দা। সে একজন মুদ্রন ব্যবসায়ী। এসব অপমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



পোরশায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পোরশায় মানসুরা বিবি  (২০) নামে এক  গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মশিদপুর ইউনিয়নের শিহন্ডী গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।ঘটনা  দিন রোববার দুপুরে সকলের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি ফাঁস লাগিয়ে  দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।তবে  স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে আত্মহত্যারপথ বেছে নিতে পারেন।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  লাশ মর্গে প্রেরণের জন্য উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও  তিনি আরো জানান।


আরও খবর



টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ভারত-নেপাল উভয় দলের সামনেই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভারত ১ পয়েন্ট নিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখলেও নেপাল যদি আজ জিতে যায় তাহলে বাদ পড়তে হবে রোহিত শর্মাদের।

এমন সমীকরণ মাথায় নিয়ে পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ দিয়ে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে খেলতে নেমেছে নেপাল।

নেপালের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন এনেছে ভারত। জসপ্রিত ভুমরাহ দেশে ফেরায় এই ম্যাচে খেলছেন মোহাম্মদ শামি। অন্যদিকে নেপালের একাদশেও এসেছে একটি পরিবর্তন। আরিফ শেখের বদলে একাদশে জায়গা হয়েছে ভীম শারকির।

নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেট রক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), ভীম শারকি, সোমপাল কামি, গুলসান ঝা, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিছানে, কারাণ কেসি, ললিত রাজবংশী।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




তিন ঘন্টায় ডেঙ্গু সংক্রান্ত বীমাদাবি নিষ্পত্তির উদ্যোগ নিলো মেটলাইফ বাংলাদেশ

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু মোকাবেলায় গৃহীত বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে আরো শক্তিশালী করার প্রত্যয়ে মেটলাইফ বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে ডেঙ্গু সম্পর্কিত বীমা দাবি নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা আবেদনের মাত্র ৩ ঘণ্টার মধ্যে তাদের দাবির সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হতে পারবেন এবং তার পরে দ্রুত তাঁদের বীমাদাবি পেয়ে যাবেন। ডেঙ্গুর কারণে হাসপাতালের খরচ এবং মৃত্যুর দাবির ক্ষেত্রে এই সেবা প্রযোজ্য। সেবাটি পাওয়ার জন্য গ্রাহকদের যেকোনো কর্মদিবসে দুপুর ১২:৩০এর  মধ্যে [email protected] ইমেল ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, "মেটলাইফ সবসময়ই  নানা সমস্যা মোকাবেলায় সবার সাথে একযোগে কাজ করে এসেছে। নতুন এই সেবাটি  প্রয়োজনের সময়ে আমাদের গ্রাহকদের

পাশে থাকার একটি আন্তরিক প্রচেষ্টা।"

এই সেবার প্রয়োজনীয় তথ্যাবলী পাওয়া যাবে এখানে: https://www.metlife.com.bd/three-hour-claims-

dengue/


আরও খবর



সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর ) দিবাগত রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

এর আগে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় করতে রোববার রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে তাকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি সূত্রে জানা গেছে, চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থার দিকটি বিবেচনা করে মতামত দিয়েছেন তাকে আপাতত কেবিনে রাখা নিরাপদ হবে না। আর তাই সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশ সম্ভব নয়। এজন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা জন্য যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। এরই মধ্যে তার হার্টে ৩ টি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।


আরও খবর