Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

NORTH SOUTH UNIVERSITY

প্রকাশিত:বুধবার ০১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

Public Relations Office Press Release

North South University and UNICEF are commemorating a decade of Child Rights and Business Principles by organizing a national symposium in collaboration with UN Global Compact and Save the Children

 

The symposium aims to initiate dialogue on the integration of children's rights in business practices for the next decade.

 

Dhaka, February 1, 2023:A decade ago, the UN Global Compact, UNICEF, and Save the Children developed the Child Rights and Business Principles (CRBP), a voluntary framework for businesses. This framework was the first tool to clearly outline corporate responsibility to respect children's rights in the workplace, marketplace, community, and environment.

 

The CRBPs provide guidelines for companies to minimize negative impacts on children and maximize the positive effects that their activities and business relationships may have on children and young people. Central to addressing global challenges is putting children's rights at the forefront of sustainability and responsible business conduct. Despite progress in the business world over the last decade in integrating children's rights, there is still a long way to go.

 

The symposium, held at the Syndicate Hall of North South University (NSU), brought together key stakeholders and duty bearers from the business ecosystem in Bangladesh to share and deliberate on how the framework of Child Rights and Business Principles can improve key child rights indicators in the country and mitigate the impact of businesses on children and their communities.

 

In her pre-recorded speech during the inaugural session, Begum MonnujanSufian, MP, Honorable State Minister of Labor and Employment, noted that the framework of Child Rights and Business Principles could mitigate the adverse impact of businesses on children and their communities.

 

UNICEF Representative to Bangladesh, Mr. Sheldon Yett, stated, “Businesses, investors, and governments have the power to turn promising developments into routine practice. A commitment to children can support employees who are parents and caregivers, promote youth employment, and ensure the next generation has the skills needed for business prosperity.”

 

The Vice-Chancellor of North South University, Prof. Atiqul Islamsaid, “Children are the most vulnerable members of our society and we must work together to protect them.”

 

Ambassador and Head of Delegation, EU Delegation in Bangladesh, H.E. Mr. Charles Whiteley, noted, “Business plays a crucial role in addressing poverty, exploitation, and discrimination faced by children.”

 

The symposium was also attended by H.E. Mr. Robert Chatterton Dickson, High Commissioner of the United Kingdom in Bangladesh, H.E. Ms. Alexandra Berg von Linde, Ambassador of Sweden in Bangladesh, Prof. Dr. M. Ismail Hossain, Pro-Vice-Chancellor & Treasurer (in-charge), NSU and high-level representatives from the Ministries of Labor and Employment, Women and Children Affairs, and Foreign Affairs, as well as from private sector companies Unilever, Grameenphone, PRAN-RFL Group, DBL Group, and Bangladesh Tea Association.

 

The symposium also celebrated the signing of a Memorandum of Understanding between NSU and UNICEF Bangladesh, establishing a national 'knowledge hub' for child rights and business in the country. The MoU aims to undertake joint activities in informing policy debate, incubation and networking, knowledge management, and capacity development. North South University's course curricula will embed child rights and business aspects and case studies, and will be used to provide on-job e-learning courses. The knowledge hub will disseminate policy briefs and other research-based knowledge products and facilitate exchanges on 'good' practices and learnings.


আরও খবর

German award nomination for Bangladeshi film for eco-friendly filmmaking

রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩

GP Stars will enjoy exclusive perks at Gloria Jean’s Coffees every Friday

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩




কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে নিহত ২১

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালায় সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। স্কুলের ছুটি উপভোগ করতে সমুদ্রে ঘুরতে এসেছিল তারা।

গতকাল রোববার সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় সৈকতের কাছে ৪০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা গেছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম ও পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস উদ্ধার অভিযানের সমন্বয় করছেন।

ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিম সাংবাদিকদের বলেছেন, ‘বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডুবে যাওয়া নৌকার ভেতরে এসব মরদেহ উদ্ধার করা হয়। যারা মারা গেছে তাদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল, যারা চলমান স্কুল ছুটির মধ্যে বেড়াতে এসেছিল।

তিনি আরও বলেন, ‘নৌকাটি উল্টে গিয়ে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। কেন এটি উল্টে গেল তার কারণ এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

একই তথ্য দিয়ে কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস আশঙ্কা প্রকাশ করেছেন, নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।

এদিকে দুর্ঘটনায খবর জানা মাত্র শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।


আরও খবর



শ্রীলংকান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন। লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এলপিএলের এবারের আসরে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে।এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়।

আগামী মাসের ১১ তারিখ এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল।

লংকান লিগে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকা ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও। এই সুপারস্টার কলম্বো স্ট্রাইকর্সের হয়ে খেলবেন। এছাড়া তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।


আরও খবর



পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চান মোদি

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার মোদির এমন মনোভাবের কথা প্রকাশ করেছে জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া। 

মোদি বলেছেন, তিনি পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চান তবে এজন্য পাকিস্তানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জি-৭ সম্মেলনে জাপানের উদ্দেশে যাওয়ার আগে মোদি এমন মন্তব্য করেছেন।

ভারতের এ প্রধানমন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও প্রতিবেশীমূলক সম্পর্ক চায় কিন্তু এর দায় পুরোপুরি পাকিস্তান সরকারের ওপর।

গতকাল জাপানে পৌঁছেছেন মোদি 

এ জন্য মোদি পাকিস্তানকে সন্ত্রাস ও শত্রুতামুক্ত একটি অনুকূল পরিবেশ তৈরি করার আহ্বান জানান। ২০১৯ সাল থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে।

নিক্কেই এশিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় মোদি চীনের সঙ্গেও সম্পর্ক নিয়েও কথা বলেছেন। মোদি বলেন, চীনের সঙ্গে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সীমান্ত এলাকায় শান্তি ও প্রশান্তি অপরিহার্য।

এ সময় মোদি উল্লেখ করেছেন, ভারত তার সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ভারত-চীন সম্পর্কের ভবিষ্যৎ বিকাশ কেবলমাত্র পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে হতে পারে।


আরও খবর



রাজধানীর ধানমন্ডি লেকে ভাসছিল কিশোরের মরদেহ

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৪৩জন দেখেছেন

Image

ঢামেক প্রতিবেদক:রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

উদ্ধারের সময় ওই কিশোরের পরনে ছিল জিন্সের প্যান্ট। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিন কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ৭ নম্বর রোডের পাশে লেক থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আজ সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, কালো শার্ট ও জুতা খুলে রেখে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও ধানমন্ডি থানার উপপরিদর্শক আব্দুল্লাহ বিন কাসেম।


আরও খবর



কাতার সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিন সফর শেষে আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে বুধবার (২৪ মে) স্থানীয় সময় রাত ১০টা ২৫মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে

প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে গত ২২ মে দোহায় পৌঁছান। শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও সফরের সময় আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাত, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি ও সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন ও দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।


আরও খবর