Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তবে আওয়ামী লীগের অধীনে নয়: ফখরুল

প্রকাশিত:শনিবার ২১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৮০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উন্নয়নের নামে জনগণকে বোকা বানাচ্ছে সরকার। আমরা ২৭ দফা প্রস্তাব দিয়েছি, নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে আওয়ামী লীগের অধীনে নয়। কারণ তারা কাউকে ভোট দিতে দেয় না। তাদের কথা হলো, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আগামীতে এ রকম করতে দেওয়া হবে না।

আজ শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আগে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তারা জোর করে বুকের ওপর বসে আছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান; আর ঘুঘুকে ধান খেতে দেওয়া হবে না। আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে জনগণের সরকার গঠন করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার সবকিছুর দাম বাড়িয়েছে। আপনাদের শীতে কষ্ট, ভাতের কষ্ট; চালের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছে। গ্যাসের দাম, ডালের দাম, বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্টে রেখেছে। গরিব মানুষ আরও গরিব হচ্ছে, আর তারা (ক্ষমতাসীনরা) ধীরে ধীরে ফুলছে। ব্যাংক ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করছে, যার স্যান্ডেল পরার ক্ষমতা ছিল না সে এখন গাড়িতে ঘুরছে, ১০ তলা বাড়ি করছে।

কিছু বললেই সরকার মামলা দেয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে খারাপ বললে তারা মামলা দিয়ে দেয়। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। যদি কথা বলা না যায় তাহলে আমরা দেশকে স্বাধীন করেছিলাম কেন? আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। পাকিস্তান আমাদের সঙ্গে জুলুম করত আমরা তাদের বলেছি আসসালামু আলাইকুম। অথচ তাদের মতোই শাসন ব্যবস্থা কায়েম করছে আওয়ামী লীগ সরকার।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসনের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। হাজী সেলিমের জামিন হয়, ক্যাসিনো সম্রাটের জামিন হয়, ১৭ বছর কারাদণ্ড হওয়ার পর মোফাজ্জল হোসেন মায়া আওয়ামী লীগের বড় নেতা হয়ে ঘুরে বেড়ায়। অথচ সাবেক প্রধানমন্ত্রীর জামিন হয় না।

এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




রৌমারী মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট ধাপে ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫০ টি মসজিদের মধ্যে কুড়িগ্রামের রৌমারী ও পাবনা জেলার সাথিয়া উপজেলা এ দু’টির উদ্বোধনের মধ্যদিয়ে একযোগে ৫০টি নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ৩০ অক্টোবর সকাল ১১ টায় ইসলামী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের বাস্তবায়নে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, আলহাজ জাকির হোসেন এমপি প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, আলহাজ্ব জাফর আলী সাবেক এমপি ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা, আসলাম হোসেন সওদাগর এমপি কুড়িগ্রাম-১, পনির উদ্দিন আহমেদ এমপি কুড়িগ্রাম-২, এমএ মতিন এমপি কুড়িগ্রাম-৩, হাবিবুর রহমান বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ, আব্দুল বাতেন বিপিএম পিপিএম ডিআইপি রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর, মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার) পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, মিছবাহ উদ্দিন অতিরিক্ত প্রধান প্রকৌশলী রংপুর গণপুর্ত জোন, রংপুর, শেখ মিজানুর রহমান তত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর গণপুর্ত সার্কেল রংপুর, সাইদুল আরিফ জেলা প্রশাসক কুড়িগ্রাম, আল আসাদ মাহফুজুল ইসলাম পুলিশ সুপার কুড়িগ্রাম, আমান উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কুড়িগ্রাম, ইমান আলী উপজেলা পরিষদ রৌমারী, ফেরদৌস-উজ-জামান উপ-প্রকল্প পরিচালক (নির্বাহী প্রকৌশলী), আল

মামুন হক নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ কুড়িগ্রাম, প্রধান শিক্ষক আবু হোরায়রা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা রৌমারীসহ স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসনের প্রতিটি দপ্তরের প্রধান, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উক্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মানের ফলে অত্র উপজেলায় ইসলামিক সাংস্কৃতিক চর্চা, প্রচার ও জ্ঞানার্জনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে বলে মনে করছেন সুধিজন ও এলাকার ইসলাম প্রীয় মানুষজনরা।


আরও খবর



বাগেরহাটে কৃষি পন্যের বিপনন সহজ করতে মতবিনিময় সভা

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে কৃষিপন্যের বিপনন সহজ করতে কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের নূর মসজিদ মোড়স্থ কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাসুদ করিম। বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কৃষি বিপনন অধিদপ্তরের হিসাব রক্ষন কর্মকর্তা নাজগীর আহমেদ, বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসলাম মোল্লা, সাংবাদিক এসএস শোহানপ্রমুখ।

সভায় কৃষি পন্যের বহুমুখী ব্যবহার, কৃষকদের পন্যের সহজ বিপনন ও সংরক্ষনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষি বিপনন অধিদপ্তরের পক্ষ থেকে স্থানীয়দের উৎপাদিত পন্য বাজারজাত করণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাসুদ করিম বলেন, কৃষকদের উৎপাদিত পন্য সঠিক মূল্যে বাজারজাত করা অতি জরুরী। বাগেরহাটে যেহেতু শসা, টমেটো, করল্লা, লাউ, কুমরাসহ বিভিন্ন সবজির ব্যাপক উৎপাদন হয়। চাষীরা যাবে এসব পন্য খুব সহজে এবং সঠিক মূল্যে বিপনন করে লাভবান হতে পারেন সে জন্য আমরা চেষ্টা করব। কৃষক ও উদ্যোক্তাদের নতুন নতুন বাজার অনুসন্ধানের পরামর্শ প্রদান করেন এই কর্মকর্তা। 

সভায়, কৃষি পন্য নিয়ে কাজ করা ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও কৃষকরা অংশগ্রহন করেন। সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে একটি করে তালগাছের চারা বিতরণ করা হয়। এর আগে শহরের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে তাল গাছের চারা রোপন করেন মহাপরিচালক মোঃ মাসুদ করিম।


আরও খবর



বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি: আইনমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এর সংযোগ নেই।

রোববার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কেন এসেছিলেন, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিএনপির নেতাকর্মীদের মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিএনপির বড় নেতাদের ধরা হচ্ছে, এতে রাজনৈতিক সমস্যার সমাধান হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন, তা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




এসপি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বাকি ১৪ কর্মকর্তাকে পুলিশের অন্য ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

১২ পুলিশ সুপার বদলির তালিকা দেখতে এখানে ক্লিক করুন

৪ পুলিশ সুপার বদলির তালিকা দেখতে এখানে ক্লিক করুন


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




বর্হিবিশ্বে মানবতার আরেক নাম সিরাজগঞ্জের সন্তান সুলতানা লায়লা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান বিশ্বের আলোচিত লিথুয়ানিয়া,লাটভিয়ায়,পোল্যান্ডে,ইউক্রেনসহ কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশীদের কাছে মানবতার আরেক নাম সুলতানা লায়লা।

এছাড়াও তিনি পোল্যান্ড, ইউক্রেন,লিথুয়ানিয়া,লাটভিয়ায় দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে মরক্কোয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি লস অ্যাঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্বও পালন করেছেন। সুলতানা লায়লা পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি অর্জন করেছেন।এছাড়া কর্মজীবনে তিনি নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবেও কাজ করেছেন।ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় দেশটি থেকে বাংলাদেশিদের উদ্ধার তৎপরতায় বিশেষ অবদান রেখেছেন সুলতানা লায়লা। তিনি এর আগেও ২০১১ সালে লিবিয়া সংকটের সময়ও প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিকদের  ফেরত আনতে কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে অবদান রেখেছেন।

আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩