Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর: সিইসি

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশনান (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন আসন্ন। এতে রাজনৈতিক দল, ভোটার, গণমাধ্যম, প্রবাসী বাংলাদেশিরা সবাই তাকিয়ে আছেন। কূটনৈতিক মহলেও ব্যাপক আগ্রহী। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

নির্বাচন কমিশনের (ইসি) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা শুরু হলে তিনি এ কথা বলেন।

এ আলোচনায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

শুরুতে সিইসি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো বিভক্ত। তারা একে অপরকে দেখতে পারে না। তবে আমরা এ আলোচনায় না গিয়ে আমরা সামনের দিকে তাকাতে চাচ্ছি। আপনাদের মাধ্যমে জনগণের প্রত্যাশা জানতে পারলে ঋদ্ধ হব। আলোচনা কাজে আসুক, এ প্রত্যাশা আমাদের। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা উপকৃত হব বলে প্রত্যাশা করি।


আরও খবর



দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ সেখানে বিপদগ্রস্ত ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী বিমানটি আজ মঙ্গলবার ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, সোমবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএমের সহযোগিতায় এদের দেশে পাঠানো হয়। দেশে রওনা দেওয়ার আগে এরা সবাই বেনগাজীর গানফুদায় একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদের বিদায় জানান।

গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ বাংলাদেশিকে মুক্ত করে আইওএমের সহযোগিতায় দেশে পাঠানো হয়।

দূতাবাস থেকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আগ্রহী প্রবাসীদের নিবন্ধন করে পর্যায়ক্রমে তাদেরকে আইওএম'র সঙ্গে রেজিস্ট্রেশন করা হয়। অন্যদিকে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করে তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইওএম'র সহযোগিতায় তাদেরকে বিনা খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা সম্ভব হয়েছে।


আরও খবর



মিরপুর বিআরটি'র হিসাব রক্ষকের দূর্নীতির মাধ্যমে শতকোটি টাকার মালিক

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

শফিক আহমেদ: মিরপুর বিআরটিতে চাকরী করে টাকার পাহাড় বানিয়েছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাব রক্ষক খান মোহাম্মদ রুহুল আমিন। তিনি সরকারী চাকরীর সাইনবোর্ড নিয়ে বিআরটিএতে  ব্যাপক অনিয়ম ও দুর্নীত চালিয়ে যাচ্ছেন।

সেই সাথে বিআরটিএর সবচেয়ে বড় দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ টি বিভিন্ন ধরনের গাড়ীর তদবীরে কাজ করে থাকেন। প্রতি কাজে বিনিময়ে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা হাতিয়েনেন তিনি। এই সব কাজ স্হানীয় দালালদের মাধ্যমে পান। বিআরটিএ সাবেক আনসার সদস্য বর্তমানে দালাল হিসেবে কাজ করে আকবর ও মো. বাবুলের মাধ্যমে এই সব তথ্য পাওয়া গেছে।

তারা বলেন, রুহুল আমিনতো টাকার 'খনিতে' চাকরী করেন। তার পরও তদবীরে কাজ করেন প্রতিদিন। তার অপকর্মের কথা পুরো বিআরটিএ'র সকল কর্মকর্তা ও কর্মচারী এমনকি দালালরাও এক নামে চিনেন টাকার 'খনি' রুহুল আমিন। এদিকে পুরান ঢাকার লালবাগের বড়কাটরা বাসিন্দা আব্দুস সালাম নামের এক ব্যক্তি গত ২০ আগস্ট (মাসে) খান মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে দুনীর্তির একটি অভিযোগ দাখিল করেন সেগুন বাগিচার দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বরাবরে।

অভিযোগে বলা হয়েছে, হিসাব রক্ষক রুহুল আমিন মিরপুর বিআরটিএতে চাকরী করার মাধ্যমে আশা যাওয়া মধ্যে ১৩ বছর যাবত চাকরী করে আসছেন। তাকে বিভিন্ন অপকর্মে কারনে কতৃপক্ষ বদলি করে দিলেও তার পরেও অর্থের বিনিময়ে আবার এখানে চলে আসেন। এতে করে বুঝা যায় রুহুল আমিন টাকার 'খনিটি' ছাড়তে পারছেন না। দালাল নিয়োগ করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগে জানা গেছে।

বর্তমানে তিনি লালবাগের আজিমপুর মেটারনিটি হাসপাতাল রোডের ৩ নম্বর রোডে ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাটে বসবাস করছেন। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রায়পুর মুন্সিকান্দি গ্রামের বাড়ীতে ১৫ কাঠা জমির ওপর দোতলা একটি আলিশান বাড়ী করেছেন। ওই গ্রামবাসিরা জানান, ৮/১০ বছর আগে বাড়ীটি করে।

এ ছাড়াও গ্রামে তার নামেও স্ত্রী নামে এমনকি স্বজনদের নামে অনেক জায়গা --জমি কিনেছেন। তাই এলাকাবাসিরা বলেন, রুহুল আমিন বিআরটিএতে চাকরী পেয়ে এখন তিনি টাকার 'খনি' পেয়েছেন। আগে তারা নিজেরাই চলতে পারতেনা এখন রুহুল আমিন মানুষকে লাখ লাখ দিচ্ছেন। এলাকাতে এখন তিনি দানবীর হিসেবে পরিচিত।

গ্রাম বাসিদের অভিযোগে আরও জানা যায়, সে মাসে বেতন পায় ৩৫ হাজার টাকা। বেতন দিয়ে কি আর এ সব করা যায়। তার উপার্জন হলো কর্মস্হলে থেকে ঘুষ ও তদবী মাধ্যমে টাকা কামাচ্ছেন। তা না হলে হঠাৎ করে এত কিছু করলো কি ভাবে। যেন আলাউদ্দিনের চেরাগেরমতো। দূদূকে অভিযোগকারী লিখিত অভিযোগে আরও জানা যায়, ঢাকায় তার ও তার স্ত্রী নামে কয়েকটি বাড়ী ও ফ্ল্যাট রয়েছে। মাদারীপুর শিবচর এলাকায় স্ত্রী নামে ২০ কাটা জমি ক্রয় করেছেন।

এই সব মিলে প্রায় শতকোটি টাকার মালিক হলেন হিসাব রক্ষক রুহুল আমিন।  দালাল আকবর বলেন, তিনিতো অফিস টাইম শেষ হয়ে গেলো তার পরও রাতে কাজ করেন। সেই কাজ গুলো হচ্ছে আমাদের। তার রুমের ভেতরে আশা যাওয়া করে বেশী ভাগ দালালরা।  তিনি তদবীরে মাধ্যমে মালিকানার পরিবর্তনের ক্ষেত্রে গাড়ির যাচাই পরিদর্শককে মেনেজ করে মালিকের সঠিক তথ্য যাচাই, বাছাই না করে কাগজ পত্র ঠিক করে দেন।

অর্থের বিনিময়ে কারনে সরকারি নিয়ম অনুসারে সঠিক পথ অবলম্বন করা হয় না বলেও জানায় দালালরা। কিন্তু এই সরকারি কর্মকর্তা নিয়ম বহির্ভূত কার্যকলাপ চালাচ্ছেন। তার রুমে ঢুকতেই প্রথম কথা বলতে হয় তারই  পরিচয়ের এক দালাল প্রতারক? তার অফিসের রুমে সারাক্ষণ দালালদের আনাগোনা রয়েছে।

এই সব দালালরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে কাগজ পত্র ঠিক করে দেওয়ার কথা বলে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সে সব দালালদের কাছ থেকে আবার কাজের বিনিময়ে টাকা হাতিয়ে নিচ্ছেন হিসাব রক্ষক রুহুল আমিন। এই ভাবেই দিনে পর দিন,  মাসে পর মাস,  বছরের পর বছর তার এই সব দূর্নীতি ও অপকর্মে  মাধ্যমে শতকোটি টাকার মালিক হয়েছেন তিনি। এর পরে পুর্বে চোখ রাখুন আরো বিস্তারিত জানবেন।

-খবর প্রতিদিন/ সি.ব

আরও খবর



মধুপুরে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৩

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৩জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৩জন মারাত্মক ভাবে আহত হয়েছে।রবিবার (১৭সেপ্টেম্বর)বিকাল ৪টার দিকে মধুপুর দিক থেকে ছেড়ে আসা সিএনজি কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে এসে পৌঁছালে কুড়ালিয়া বাজার থেকে ছেড়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় সিএনজি চালক সহ সামনে বসা দুই যাত্রী মারাত্মক ভাবে আহত হয় এবং অটোরিকশায় বসা কুড়ালিয়া বি.কে উচ্চ বিদ্যালয়ের ৭/৮জন ছাত্র ছাত্রী অল্পের জন্য মারাত্মক র্দুঘটনা থেকে প্রানে বেঁচে যায়।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এবং অন্যজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুস সাত্তার জানান, মধুপুর থেকে ছেড়ে আসা সিএনজি খুব দ্রুত গতিতে এসে অটোরিকশার সাথে লাগিয়ে দিলে এই মর্মান্তিক র্দুঘটনাটি ঘটে। অটোরিকশায় থাকা ছাত্র ছাত্রীরা লাফিয়ে রাস্তার নিচে পরে যায়। প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, আমি বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখতে পাই, সিএনজির সামনে বসা দুই যাত্রী সহ চালক চাপা পড়ে আছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে অঝরে রক্ত পড়ছে। আমি স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।ঘটনার কিছুক্ষনের মধ্যে লাউফুলা ফাঁড়ির এসআই আজহার আলী এসে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানের পরামর্শ ক্রমে সিএনজি ও অটোরিকশা আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

বলাবাহুল্য গত জানুয়ারি ২০২৩ সাল হতে সেপ্টেম্বর পর্যন্ত এই ৯ মাসে কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে ৭টি  ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই সড়ক দুর্ঘটনায় ১জনে মৃত্যু সহ অনেকেই পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ সব সড়ক দুর্ঘটনার জন্য গারো বাজার, সাগরদীঘি, সখিপুর ও ভালুকা এলাকার সিএনজির বেপরোয়া চালকদের দায়ী করছেন এলাকাবাসী।তারা বলছেন, এখানে তিন রাস্তার সংযোগস্থল থাকার সত্বেও সিএনজি চালকগন এদিক ওদিক না দেখেই খুব দ্রুতগতিতে এই মোড় পাড়ি দিয়ে থাকে যে কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী ও সাধারণ পথচারী।

বিশিষ্টজনেরা বলছেন, বাহিরের উপজেলার সিএনজি কি ভাবে মধুপুর থেকে যাত্রী আনা নেওয়া করে তা আমাদের বোধগম্য নয়। প্রায় শতশত  সিএনজি এই ব্যস্ততম রোডে প্রতিদিন যাতায়াত করছে যার কোনো বৈধ কাগজপত্র নেই এমনকি চালকদের নাম পরিচয়ের কোনো তথ্য কারো কাছে নেই। বিভিন্ন উপজেলা থেকে আসা সিএনজি গুলো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছে পরবর্তীতে তাদের কোনো নাম পরিচয় পাওয়া যায় না।

এলাকাবাসী ও ভুক্তভোগীগন এই কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে খুব দ্রুত সময়ের মধ্যে একটি স্পিড ব্যাকার সহ মোবাইল কোর্টের মাধ্যমে সিএনজি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ইসির ৩৩ কর্মকর্তা পদোন্নতি পেলেন

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পদোন্নতি পেলেন নির্বাচন কমিশনের (ইসি) ৩৩ জন কর্মকর্তা। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫’র চতুর্থ গ্রেডভুক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ১১ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেডভুক্ত উপসচিব বা পরিচালক বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আলাদা আরেক প্রজ্ঞাপনে ১৩ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫’র ষষ্ঠ গ্রেডভুক্ত সিনিয়র সহকারী সচিব বা উপপরিচালক বা জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


আরও খবর



চায়নার জিঝিয়াং প্রদেশের হ্যাংজু শহরে ১৯ তম এশিয়ান গেমসের আসর বসছে

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃচায়নার জিঝিয়াং প্রদেশের হ্যাংজু শহরে এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ১৯ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর হতে ৮ অক্টোবর ২০২৩ইং পর্যন্ত চলবে এই আসর। চীনে এটি এশিয়ান গেমসের তৃতীয় আসর। গেমসটিতে এশি য়ার মোট ৪৫ টি দেশের ১২ হাজার খেলোয়াড় অংশগ্রহণ করবেন। এবারের আসরে ৬১টি ডিসিপ্লিন এর ৪৮১ টি ইভেন্টে খেলোয়াড়গণ প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। উক্ত গেমসে বাংলাদেশ থেকে ১৭ টি ডিসিপ্লিন এ খেলোয়াড় ও কোচ এবং ম্যানেজার সহ মোট ২৪০ জন অংশগ্রহণ করবে। এই বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

অলিম্পিক ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

আসন্ন ১৯ তম এশিয়ান গেমসকে সামনে রেখে আরচ্যারী, ফেন্সিং, শুটিং, জিমন্যাস্টিকস এবং কাবাডি ডিসিপ্লিনের খেলোয়াড়গণ বিদেশী প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করছে। এবারের গেমসে বাংলাদেশ দলের সেফদ্যা মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.কে সরকার এবং ডেপুটি সেফদ্যা মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বি ও এর সদস্য ব্রিগেডিয়ার মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উদ্বোধনী দিনে মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করার জন্য গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন কে মনোনীত করা হয়েছে। ২০১০ সালে ১৬ তম এশিয়ান গেমস এ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল স্বর্ণ, মহিলা ক্রিকেট দল রৌপ্য পদক এবং মহিলা কাবাডি দল ব্রঞ্চ পদক লাভ করেছিল। এছাড়া ২০১৪ সালে ১৭ তম এশিয়ান গেমসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল রৌপ্য,পুরুষ ক্রিকেট দল ব্রোঞ্জ পদক এবং মহিলা কাবাডি দল ব্রোঞ্জ পদক লাভ করে।

এবারের এশিয়ান গেমসেও আশানুরূপ ফলাফল লাভের প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩