
(নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডিমলায় ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি বিদেশী পিস্তসহ তরিকুল আলম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে একজন অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-১৩। সোমবার দুপুরে র্যাব-১৩ সিপিসি-২ এর গোয়েন্দা তৎপরতায় তাকে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ভেন্টিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। সে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মৃত আমিনুর রহমান ছেলে। র্যাব-১৩ নীলফামারী কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ রংপুর অঞ্চলের অধিনায়ক আরাফাত ইসলাম জানান তরিকুল ওরফে পিচ্চি লিটন একজন বাসচালক তার কাছে থাকা অস্ত্রটি বিভিন্ন ছিনতাই, নাশকতার কাজে ভাড়ায় ব্যবহার করা হত এবং নিজেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যাবহার করত। তরিকুলের নামে অস্ত্র আইনে ডিমলা থানায় মামলা করা হয়েছে। এবং তার এই ব্যবসায় আরো কারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।