Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের শপথ ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ২৪৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৬ সেপ্টেম্বর শপথ গ্রহণ করবেন। ওই দিন সকাল ১১ টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের  ১১ জানুয়ারি তারিখে নেত্রকোনা জেলার মোহনগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য হিসাবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং সংবিধান রচনার পর তাতে স্বাক্ষর প্রদান করেন। বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে এম.এস.এস. ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় হতে তিনি এলএল.বি. ডিগ্রী অর্জন করেন।

তিনি ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালে বিচারপতি হাসান নিয়মিত আইনজীবী হিসেবে হংকং-এ অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল ল'ইয়ারস কনফারেন্স'-এ অংশগ্রহণ করেন। গণচীনের প্রকিউরেটর জেনারেলের আমন্ত্রণে বাংলাদেশের এটর্নি জেনারেলের সফরসঙ্গী হিসেবে যান।

১৯৯৭ সালে চীনের বেইজিংসহ বেশ কিছু নগরী ভ্রমণ করেন। বিচারপতি ওবায়দুল হাসান সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ (পাঁচ) বছর দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে অনেক সাংবিধানিক মোকদ্দমা পরিচালনা করেন।

বিচারপতি হিসেবে যোগদানের আগে তিনি দেওয়ানি, ফৌজদারি এবং সাংবিধানিক বিষয়াদি সম্পর্কিত মোকদ্দমার একজন দক্ষ আইনজীবী হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। তিনি দীর্ঘদিন ধানমণ্ডি ল' কলেজের একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৯ সালের ৩০ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ২০১২ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একজন সদস্য হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিচারপতি হাসান অনেক দেশ ভ্রমণ করেছেন। যার মধ্যে অন্যতম-পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বেলিজিয়াম, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড সৌদি আরব। 

তার একমাত্র ছেলে আহমেদ শাফকাত হাসান আইন বিষয়ক একজন গবেষক। তিনি যুক্তরাজ্যের ইনার টেম্পল থেকে বার-এট-ল করার পর ইউনির্ভার্সিটি অব ডারহাম থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে এলএল.এম.ডিগ্রী অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। তার স্ত্রী নাফিসা বানু বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের সদস্য (অর্থ) হিসেবে কর্মরত আছেন।


আরও খবর



ভোলায় ১৭ প্রার্থীর মনোনয়ন চুড়ান্তভাবে বৈধ ঘোষণা ॥ বাতিল-৩

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৪৩জন দেখেছেন

Image

শরীফ হোসাইন ভোলা (বিশেষ) প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ছিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন। শেষ দিনের যাচাই-বাছাইয়ের শেষ দিনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান সোমবার (৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ চুড়ান্ত তালিকা প্রকাশ করেন।

জানা গেছে, ভোলা জেলার ৪টি আসনে মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। ভোলা-১ সদর (১১৫) সংসদীয় আসনে ৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। মোঃ শাজাহান মিয়া জাতীয় পার্টি (লাঙ্গল), মোঃ ছিদ্দিকুর রহমান (জাসদ)। বাতিল হওয়া প্রর্থীর নাম মোঃ মিজানুর রহমান (স্বতন্ত্র)।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন)-১১৬ : এ আসনে ৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আলী আজম মুকুল এমপি, মোঃ গজনবী (জাতীয় পার্টি-জেপি), মোঃ আসাদুজ্জামান (বাংলাদেশ কংগ্রেস পার্টি), শাহেন শাহ মোঃ শামসুদ্দিন মিয়া (বাংলাদেশ তরিকত ফেডারেশন)। বাতিল হওয়া প্রার্থীরা হলেন এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম রিটু (বাংলাদেশ কংগ্রেস) এবং মোঃ মিজানুর রহমান (জাতীয় পার্টি)।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)-১১৭ : এ আসনে ৫ জনের মনোনয়ন পত্র-ই বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। ফারজানা চৌধুরী (জাতীয় পার্টি-জেপি), মোঃ কামাল উদ্দিন (জাতীয় পার্টি), মোঃ আলমগীর (বাংলাদেশ কংগ্রেস) এবং মোঃ জসীম উদ্দিন (স্বতন্ত্র)।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা)-১১৮ : এ আসনে ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। মোঃ আলাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ হানিফ (তৃণমূল বিএনপি), মোঃ মিজানুর রহমান (জাতীয় পার্টি) ও আবুল ফয়েজ (স্বতন্ত্র)।


আরও খবর



আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না বললেন নুর ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন


আরও খবর



নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশ শুরু করল দুর্দান্ত এক জয়ে। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারালেও নিজেদের মাঠে হারাতে পারেনি বাংলাদেশ। আজ সেই আক্ষেপও শেষ হলো।

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দলের দুই সেরা পেসার তাসকিন আহমেদ আর এবাদত হোসেন।

বলা যায় দলের সেরা খেলোয়াড়দের অনুপস্থিতিতেও তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এক নিমেষে যেন সব ভুলিয়ে দিলো। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে ৪৯ ওভার ব্যাট করতেই ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের বলে এজ হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন টম ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসনকে ১১ রানে ফেরান তাইজুল ইসলাম। ওপেনার ডেভন কনওয়েকে ২২ রানে ফেরান তাইজুল।

মেহেদী হাসান মিরাজের বলে হ্যানরি নিকলসের (২) ফেরায় ভেঙে পড়ে কিউইদের টপ অর্ডার। ড্যারিল মিচেল একপাশ আগলে ধরলেও বাকিরা ব্যর্থ হয়েছেন। দিন শেষে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।

গতকাল চতুর্থ দিন শেষে ৪৪ রানে অপরাজিত থাকা মিচেলের সঙ্গে ছিলেন ইশ শোধি। আজ শেষ দিনে দুজনে খেলেছেন এক ঘণ্টারও বেশি সময়। আজ সকালে মিচেল তুলে নেন ফিফটি। তবে ৫৮ রান করে বিদায় নেন নাঈম হাসানের বল সুইপ খেলতে গিয়ে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে।

বিস্তারিত আসছে...


আরও খবর



বেনাপোল বন্দর দিয়ে এবার আলু আমদানি

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:দেশে  খাদ্য দ্রবের বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এবার আলু আমদানি শুরু হয়েছে। 

শনিবার (০২ নভেম্বর)  দুপুরে বন্দর থেকে আমদানিকৃত আলু খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০ টার দিকে ৩টি ট্রাকে  ৭৪ মেট্রিক টন আলু আমদানি হয়। শুক্রবার সরকারি ছুটি থাকায় এদিন আলুর চালানটি ছাড় করনের কাজ হয়নি।

আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস।

জানা যায়, দেশে নিত্য পণ্যের বাজার উধ্বগতি রুখতে ও সিন্ডিকেট ভাঙতে সরকারের  বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দেশে ৭৭টি আবেদনের বিপরীতে ১২ জন আমদানিকারককে ভারত থেকে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেয় সরকার।

আমদানিকারক জানান, প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬.৭০ টাকা। আলু কেনা, এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলু আমদানির খরচ পড়ছে প্রায় ২৭  টাকা। ফলে বাজারে ৩০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, বেনাপোল বন্দর দিয়ে  প্রথম চালানে ৭৪ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দ্রুত ছাড়করনের সহযোগীতা আমদানিকারকদের  করা হচ্ছে।


আরও খবর



রাজনীতির দিন শেষ বিএনপির: পরশ

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:যুবলীগের চেয়্যারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপির রাজনীতির দিন শেষ। তারা বিরোধী দল হওয়ার অবস্থায়ও নেই। তারা এখন ইঁদুরের গর্তে ঢুকেছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবলীগের ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪’ করণীয় শীর্ষক কার্যনির্বাহী সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন (ইসি) কৃতিত্বের দাবিদার। এটা একটা সাহসিকতার প্রকাশ। স্বাধীনভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা ভয় পাই না। তবে শেখ হাসিনাকে সামনে ক্ষমতায় আনতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সার্বক্ষণিক তৎপর থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি অবৈধ ও সন্ত্রাসী সংগঠন। তারা বলেছিল একদফা, তাহলে আবার কেন সংলাপের কথা? খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়। বিএনপি এখন ইঁদুরের গর্তে ঢুকেছে। সেখান থেকেই বাসে আগুন দিচ্ছে। তাদের সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই।


আরও খবর