Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নবীনগরে সংঘাত রুখতে দেশীয় অস্ত্র টেটা-বল্লম উদ্ধার

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৩৪৫জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, নুরজাহানপুর, গ্রাম থেকে দেশীয় অস্ত্র টেটা- বল্লম উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গতকাল রোববার (২৮ মে) দুপুর ১টায় দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার ও নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ারের দিকনির্দেশনায় এসআই ইহসানুল হাসান সংগীয় এসআই আল আমিন, এসআই  মহিউদ্দিন পাটোয়ীরী, এসআই বাছির, এএসআই  জহিরুল ইসলাম, এএসআই মকবুল এবং সংগীয় ফোর্স সহ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, নুরজাহানপুর, গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২১টি তিন কাইট্টা, ২০ টি চল,৩০টি লাঠি উদ্ধার করা হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবীনগর থানা পুলিশ ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক একটি ঘটনায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে আরও প্রায় ২০ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

গাজায় নিহত ফিলিস্তিনি তরুণকে ইউসেফ সালেম রেদওয়ান বলে শনাক্ত করা হয়েছে। তার বয়স ২৫ বছর। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী।

গাজায় ফিলিস্তিনি তরুণের হত্যার বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েলি বাহিনী। তবে তারা বলছে যে, দাঙ্গাকারীরা জড়ো হয়েছিল এবং বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস দিয়ে তারা হামলার চেষ্টা করে। ইসরায়েলি বাহিনী সেখানে ড্রোন হামলা চালিয়েছে।

গত রোববার ইসরায়েল এক ঘোষণায় জানায় যে, সীমান্তে বিক্ষোভ এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ণ করে তারা বেইত হ্যানউন ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি কাজে যোগ দিতে পারছেন না। ওই পথ বন্ধ করে দেওয়ার কারণেই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছুড়লে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়। গাজা উপত্যকায় গত শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে চায় না; বরং নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে বিষয়ে গুরুত্ব দেবে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

পিটার হাস আরও বলেন, ‘এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাঁদের নেতা নির্বাচন করতে পারবেন।’ নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকও খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো—অবাধ ও সুষ্ঠুভাবে যেকোনো দেশের জনগণ যেন তাঁদের নেতা নির্বাচন করতে পারেন তা নিশ্চিত করা। বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।

শান্তি দিবস প্রসঙ্গে পিটার হাস বলেন, ‘আন্তর্জাতিক শান্তি দিবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।’ এ সময় তিনি জানান, প্রতিটি রাষ্ট্র যেন সার্বভৌমভাবে তাঁদের সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়ে কাজ করছে তাঁর সরকার। নিরাপত্তা শান্তির পূর্বশর্ত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা শান্তি নষ্ট করছে।


আরও খবর



যশোরেই পরমাণু চিকিৎসা কেন্দ্র চালু হলো

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা, যশোর প্রতিনিধি:এখন আর পরমাণুচিকিৎসার জন্য খুলনা কিংবা ঢাকা নয়, যশোরেই সরকারি ব্যবস্থাপনায় শুরু হয়েছে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম। যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যায়েলেন্ড সায়েন্সেস (ইনমাস) বা পরমাণু চিকিৎসা কেন্দ্রে গত ১২ সেপ্টেম্বর কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে সরকার নির্ধারিত স্বল্পমূল্যে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় হওয়ায় সঠিক সময়ে সুচিকিৎসা নিশ্চিতের দ্বার উন্মোচন হলো। কেন্দ্রের পরিচালক ২০ সেপ্টেম্বর বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছেন। ইনমাস বা পরমাণু চিকিৎসা কেন্দ্র যশোরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডাক্তার জামিউল হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে ছয়টি ক্যাটাগরিতে ২৯টি টেস্ট শুরু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, থাইরয়েডর ল্যাব টেস্ট টি-৩, টি-৪, টিএসএইচ, এফটি-৩, এফটি-৪, বিএমডি, ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড, হাইপারথাইরোয়েড, পোস্ট সার্জারি সিএ থাইরয়েড প্যাসেন্ট ফলোআপ, ফোরডি এবং হাইরেজুলেশন আল্ট্রাসনোগ্রাফি, ডুপ্লেক্স স্টাডি টেস্ট। খুব শীঘ্রই আরও ১৬ প্রকার টেস্ট করানোর কার্যক্রম শুরু হবে বলেও ওই চিঠিতে জানানো হয়েছে। চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার পার্থ প্রতীম চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, পরামানু আনন্দের খবর।

হাসপাতালের সকল ডাক্তারকে বিষয়টি অবহিত করা হয়েছে। এর ফলে রোগ নির্ণয় করে দ্রুত সময়ে রোগীর সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হবে। ২০১৭ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদেও নির্বাহী কমিটির (একনেক) সভায় যশোরসহ দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে পরমাণু চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন করা হয়। পুরোপুরি সরকারি ব্যয়ে ২০২০ সালের মধ্যেই কেন্দ্র গুলো স্থাপনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো। করোনা মহামারিসহ নানা সংকট সমস্যা কাটিয়ে কেন্দ্রগুলোর ভবন নির্মাণ, রোগ নির্ণয়ের সর্বাধুনিক মেশিন প্লান ও জনবল পদায়ন সম্পনড়ব হয়েছে চলতি বছর। এরপরই শুরু হলো রোগ নির্ণয় কার্যক্রম। ইনমাস বা পরমাণু চিকিৎসা কেন্দ্র যশোরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডাক্তার জামিউল হোসাইন গ্রামের কাগজকে জানিয়েছেন, কেন্দ্রটি থেকে মানুষ কম খরচে থাইরয়েড, কিডনি, লিভার ও বোন ক্যান্সারসহ নানা রোগ নির্ণয় ও চিকিৎসা পাবেন। পরামানু শক্তি কমিশনের নির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর একযোগে যশোরসহ খুলনা বিভাগের আরও দু’টি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কেন্দ্রে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও এ প্রকল্পের আওতায় স্থাপিত পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার শহীদ সোহ্ওয়ারদী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বহ্মব্যাধি ইনস্টিটিউট ক্যাম্পাসে স্থাপিত কেন্দ্র গুলো রোগ নির্ণয়ের কার্যক্রম হয়েছে।

ডাক্তার জামিউল হোসাইন আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী শীঘ্রই কেন্দ্রগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্যানুযায়ী, যশোর সহ নতুন ৮টি ইনমাস স্থাপনের আগে দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনমাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ন্যাশনাল নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যায়েলেন্ড সায়েন্সেসের (নিনমাস) মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরমাণু চিকিৎসা সেবা দেয়া হতো।


আরও খবর



পৃথিবীর কোনো দেশ এটি পারে কি না, আমি জানি না: প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করব না, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব। এটি কিন্তু আমরা রাখতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এটি পারে কি না, আমি জানি না। আমাদের সঙ্গে কিন্তু প্রতিটি দেশের একটি সুসম্পর্ক আছে।

রোববার (৩ সেপ্টেম্বর) নৌ-প্রধানের সচিবালয় গ্যালাক্সিতে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩ এর সভায় তিনি এ কথা বলেন।

সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কৌশল সম্পর্কে অনেকে প্রশ্ন করেন জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা জানতে চায়, আমরা এটি কীভাবে করি। আমি বলি, এটি আমাদের ওপর নির্ভর করে। আমরা যে নীতিতে বিশ্বাস করি, জাতির পিতা যে নীতি (বাংলাদেশের পররাষ্ট্রনীতি) দিয়ে গেছেন, সে নীতি নিয়ে আমরা চলি বলে সবার সঙ্গে আমাদের সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

তিনি বলেন, আমাদের লক্ষ্য, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি, তাদের যেন কোনো কষ্ট না হয় সেটা দেখা, সেটা আমরা দেখি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ যত এগিয়ে যাবে, সেই সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে এগিয়ে নিতে পারব।

সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়। মানুষের কাছে থেকে একটি আস্থা-বিশ্বাস তারা অর্জন করতে পেরেছে।


আরও খবর



বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ বুধবার সকাল ৯টায় রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৬ রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে।

এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের কলকাতা রয়েছে ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে। ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর। আর ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে কাতারের দোহা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে প্রতিনিয়ত।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


আরও খবর