Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নবীনগর বাড়িখলা গ্রামে পুকুরে পানিতে ডুবে ভেসে উঠল দুই বোন

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২২৪জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার রাইসা (৪) নামে আপন দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ৯ সেপ্টম্বর শনিবার দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ওই দুই বোন বাড়িখলা দক্ষিণ পাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুল এর সন্তান।সরেজমিনে গিয়ে জানাযায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন দুই বোন জান্নাতুল রাইসা(৫) ও রাইকা আক্তার মাইশা (৪) সেখানে থেকে হঠাৎ করে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে।

কিছুক্ষণ পর তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। দীর্ঘাক্ষণ খুজে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা টেনশনে পাড়ে প্রতিবেশীদের ডাক দেন।সবাই মিলে অনেক খোঁজাখুঁজি ও মার্কিং শুরু করেও কোন ফল পাচ্ছিলেন না। পরে তারা নিকটস্থ রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন,এমন সময় তারা বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।মুহুর্তের মধ্যে মৃত্যু দুই বোনের লাশ দেখে ওই বাড়িতে কান্নার রোল নেমে আসে।

স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই তারা দুই বোন একে একে বলটি আনতে গিয়ে জলাশয়ে নামেন। এরপর পিছলিয়ে সেখানে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুল এর স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনি সহ পুরো পরিবার বাকরুদ্ধ।হঠাৎ করেই গ্রামে এ ঘটনায় বাড়িখলা গ্রামে শোকে মাতম হয়ে আছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ দুর্যোগে নিহতের সংখ্যা ২ হাজার ১২ জনে পৌঁছেছে। তাছাড়া এখন পর্যন্ত ২ হাজার ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত এগারোটার কিছু পরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। এতে নিহত অধিকাংশ লোকজন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা, যেখানে পৌঁছানো খুব কঠিন।

এদিকে মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার প্রধান লাহসেন মান্নি জানিয়েছেন, শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও বেশ কয়েকবার মৃদু কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল ৫ মাত্রার। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা জনপ্রিয় পর্যটন শহর মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

মারাকেশের চিকিৎসক ডা. হেশাম খারমৌদি বলেন, শহরে আহতের সংখ্যা বাড়ছেই। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকরা লোকজনকে সহায়তা দিতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এই চিকিৎসক আরও বলেন, চিকিৎসাকর্মী ও সংশ্লিষ্ট বিভাগের লোকজন দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের এখন একমাত্র সমস্যা হলো, রক্তের ব্যাগের রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। তাই আমরা মানুষকে রক্তদানের আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষ আমাদের আহ্বানে ব্যাপক সাড়া দিচ্ছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছে মারাকেশ আঞ্চলিক রক্ত ​​সঞ্চালনকেন্দ্র। সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, অসংখ্য পুরোনো ভবন ধসে পড়েছে।

মারাকেশের স্থানীয় বাসিন্দা আবদেলহাক এল আমরানি (৩৩) বলেন, আমরা প্রচণ্ড কম্পন অনুভব করি। এরপরেই বুঝতে পারি যে, ভূমিকম্প আঘাত হেনেছে। তিনি বলেন, আমি দেখতে পাচ্ছিলাম যে, ভবনগুলো কাঁপছে। এরপরেই আমি বাইরে বেরিয়ে যাই এবং দেখি যে অনেকেই সেখানে আছে। লোকজন ভয়ে-আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে। শিশুরা ভয়ে কাঁদছিল।

তিনি আরও বলেন, প্রায় ১০ মিনিট বিদ্যুৎ ছিল না এবং টেলিফোনের নেটওয়ার্কও ছিল না। পরে অবশ্য সব আবার স্বাভাবিক হয়েছে। তবে সবাই বাইরেই থাকার সিদ্ধান্ত নেয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নবীনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে এক লাখ গাছের চারা বিতরণ করছেন উপজেলা প্রশাসন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ন,বীনগর ব্রাহ্মণবাড়ীয়া,প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আনন্দ র্যালী,তিন দিনব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭সেপ্টেম্বর) বেলা ১১টায় আনন্দ র্যালী শেষে উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আনুষ্ঠানিক মেলা উদ্বোধন করেন পৌর মেয়র এডঃ শিব শংকর দাস।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুল হক চৌধুরীর সঞ্চালনায় এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর সভার মেয়র এডঃ শিব শংকর দাস,উপজেলা নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সামসুল আলম সরকার,নবীনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এম কে জসিম উদ্দিন, মাদকাসক্ত নবীনগর চাই সভাপতি কাউছার আলম, নবীনগর প্রেসক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাংবাদিক গোলাম মোস্তফা,ইউপি চেয়ারম্যান লাল মিয়া,জসিম উদ্দিন আহমেদ,এম আর মজিব,নুর আজম সহ আরো অনেকেই।

বক্তারা বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের এক রোল মডেল।যোগাযোগ ব্যবস্থা,শিক্ষান্নোতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ,বেকার সমস্যা দূরীকরণ,দারিদ্র বিমোচন, ভূমিহীন ও আশ্রয়হীনদের পূণর্বাসনসহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন পেয়েছে বলে দাবি করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীম বলেন,এবারের উন্নয়ন মেলাটি ভিন্ন রকমের। প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপি(১৭—১৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে এ মেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মের পাশাপাশি সরকারী বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা যেমন ভূমি উন্নয়ন কর,ই পর্চা,নামজারীসহ  মোবাইল ফোনের মাধ্যমে সেবা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের নিকট তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য। 

সেই লক্ষ্যে জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক সাংবাদিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সচিব এবং উদ্যোক্তাদের এখানে সম্পৃক্ত করা হয়েছে।পরে এ দিবসটি উপলক্ষে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে,ইউনিয়ন পরিষদের মাধ্যমে নতুন করে এক লাখ ফলজ বনজ ও ঔষধি গাছ বিতরণ করার ঘোষণা দেন।তার অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে একটি করে গাছ উপহার দেন তিনি।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নবীনগর থানা প্রেসক্লাবের সহ সভাপতি হেদায়েত উল্লাহ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি ১২ হাজার ৩ পিস ইয়াবা, ২২ কেজি ৫৪৫ গ্রাম গাঁজা ও ৬২ গ্রাম ৪২০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।


আরও খবর



মাগুরার নবগঙ্গা নদী থেকে উদ্ধার লাশের পরিচয় পাওয়া গেছে

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম নুরুজ্জামান চৌধুরী মিথুন (৪৩)। সে শহরের পারনান্দুয়ালী গ্রামের বৃত্তিপাড়ার আকতারুজ্জামানের ছেলে। 

এর আগে শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকালে মাগুরা শহরের সাতদোহা স্মশানের ন্যাংটা বাবার আশ্রমের পূর্ব দিকে নবগঙ্গা নদীতে কচুরিপানার সাথে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত নুরুজ্জামান চৌধুরী মিথুনদের অতিতে শহরের সাহাপাড়ায় বাড়ি ছিল । পরে তার বাবা বাড়িটি বিক্রি করে পারনান্দুয়ালী গিয়ে বসবাস শুরু করেন।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহত যুবক মিথুন ভবঘুরে জীবন যাপন করতো। পরিবারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। লাশ উদ্ধারের পর খবর জানানো হলেও তার পরিবার লাশটি নিতে না চাওয়ায় তার চাচা সম্পর্কীয় একজনকে সাথে নিয়ে সন্ধ্যায় পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামে ৩ টি মাদক মামলাসহ সদর থানায় ৪টি মামলা রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


আরও খবর



প্রথম ২ ঘণ্টায় পার হলো ৯৪২ যানবাহন

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ রোববার থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। খুলে দেওয়ার পর দুই ঘণ্টায় অর্থাৎ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই উড়ালসড়ক দিয়ে পার হয়েছে মোট ৯৪২টি যানবাহন।

কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার প্রথম ২ ঘণ্টায় কুড়িল টোলপ্লাজা দিয়ে ৭২টি, এয়ারপোর্টের টোলপ্লাজা দিয়ে ৫৭৬টি, বনানী-১ দিয়ে ১১৮টি এবং তেজগাঁও টোলপ্লাজা দিয়ে ১৭৬টি যানবাহন পার হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও যানবাহনের চলাচল বাড়বে বলে মনে করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর আজ থেকেই এই রুট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর জেরে সকাল থেকেই একে একে টোল প্লাজায় আসতে শুরু করে যানবাহন। নির্ধারিত টোল দিয়ে মাত্র ১০ মিনিটেই কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটারের এই পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে যানবাহনগুলো।

এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। ওঠা-নামার র‍্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে যানবাহনকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল হার নির্ধারণ করা হয়েছে। প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাসসহ হালকা গাড়ির জন্য টোল ৮০ টাকা। মাঝারি ট্রাক ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। দুর্ঘটনা রোধে ছোট ও কম গতির যানবাহন চলাচল করবে না।

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২৫ বছরের চুক্তির মধ্যে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।


আরও খবর