Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ১০ম মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২২৯জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-  

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চল নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ১০ম মেধাবৃত্তি পুরস্কার বিকরণ অনুষ্ঠান ।শনিবার সকালে নাটঘর ইউনিয়ন রুদ্রাক্ষবাড়ী স্ট্যান্ডার্ড প্রি-ক্যাটেড স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।



এসময় অত্র সংগঠনের সভাপতি ও উপজেলা কুষকলীগের আহবায়ক রানা শামিম রতন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক একটিভ মনির এঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এর সদ্য,টাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মোঃ খোরশেদ আলম।



বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ঢাকাস্থ নববিকাশ কল্যাণ সমিতির সাবেক সভাপতি জুলকার নাঈম,সমাজ সেবক এডভোকেট মোর্শেদ আলম,নাটঘর উচ্চ বিদ্যালয়ের হেড মাও: দেলোয়ার হোসেন,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন,নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলম,নূরনগর মডেল একাডেমীর পরিচালক নজরুল ইসলাম।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



ঢাকা কলেজে সংঘর্ষের পর ছুটি ঘোষণা

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে আগামীকাল সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং ‘পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে’ ৮ মার্চ কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

৮ মার্চ ছাড়া ৬ ও ৭ মার্চ অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে আজ বিকেল ৩টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তার আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

সহপাঠীকে মারধরের অভিযোগ তুলে লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজ অভিমুখে যাওয়ার চেষ্টা করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা গ্রিন রোডের মুখে এলে তাদের থামিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। প্রায় ১৫ মিনিট ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষ চলে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূল সড়ক থেকে সরে যান।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

রাজধানীর নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) শফিকুল গণি গণমাধ্যমকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


আরও খবর



তানোরে ইউপি কৃষকদলের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়ন(ইউপির) কৃষক দলের ইউসুফ আলীকে আহবায়ক,  মাহবুর রশিদকে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং আব্দুর রউফকে সদস্য সচিব করে   ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এউপলক্ষে রবিবার বিকেলের দিকে ইউপির ছাঐড় বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবুল হোসের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রশিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি বিএনপি সভাপতি খলিলুর রহমান খলিল সম্পাদক শাহিনুর রহমান ডায়মন্ড, মুন্ডুমালা পৌর আহবায়ক আবুল বাসার সদস্য সচিব আবু সাইদ, তানোর পৌর আহবায়ক আনারুল সদস্য সচিব আফজাল হোসেন,, যুগ্ন আহবায়ক আবুল হাসেম, সোহেল রানা,  ময়েন উদ্দিন ময়না, উপজেলা যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুতাল্লেব হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক রায়হানুল হক রায়হান প্রমুখ। এসময় উপজেলা কৃষকদল ইউপি কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন। আগামী ৩ মাসের মধ্যে ইউপির প্রতিটি ওয়ার্ড কমিটি করার পর সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আরও খবর



১৭ বছর ধরে অপেক্ষা করছি, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি’

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির রিভিউ আবেদন আজ বৃহস্পতিবার খারিজ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তার স্ত্রী সুলতানা আহমেদ। পাশাপাশি আসামিদের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

সুলতানা আহমেদ বলেন, ‘১৭ বছর ধরে অপেক্ষা করছি। অনেক যন্ত্রণা নিয়ে জীবন পার করছি। দুই আসামির রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। আমরা ন্যায়বিচার পেয়েছি।’

১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সন্তুষ্ট। দ্রুত আসামিদের ফাঁসি কার্যকরের জন্য সরকারের কাছে আবেদন করছি।

এ সময় তাহেরের স্ত্রীর সঙ্গে মেয়ে অ্যাডভোকেট সেগুফতা আহমেদ এবং তাদের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি উপস্থিত ছিলেন।

এর আগে অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

এর ফলে এই দুই আসামির ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। তিনি জানান, এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন।


আরও খবর



অপারেটরদের যাতাকলে পিষ্ট তানোরের কৃষকরা

প্রকাশিত:বুধবার ০৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: বরেন্দ্র অঞ্চল খরা প্রবন এলাকা রাজশাহীর তানোর উপজেলা। এউপজেলার জনসাধারনের উপার্জনের একমাত্র উপায় কৃষি ফসল উৎপাদন। রয়েছে সেচ ভূর্তুকির গভীর অগভীর নলকূপ।অপারেটর নিয়োগ আছে রাজনৈতিক বিবেচনায়। নিয়োগ পেতে লাগে নিম্মে ৫০-৮০ হাজার টাকা । আর এইসবের খরচের খড়গ পড়ে অসহায় কৃষকদের উপর। একারনে অপারেটরদের যাতাকলে পিষ্ট হচ্ছেন কৃষকরা। যদিও জমি কৃষকদের, কিন্তু রাজত্ব অপারেটরদের। বিশেষ করে আলু মৌসুমে প্রজেক্টে জমি লীজ দেয় অপারেটরেরা। অধিক টাকায় লীজ দিয়ে নামমাত্র টাকা কৃষককে দিয়ে অপারেটরেরা আত্মসাৎ করেন। অপারেটরেরা আলু মৌসুমে লাখ লাখ টাকা পকেটে ভরেন এমন অভিযোগ অহরহ। আবার এসব নিয়ে কৃষকরা প্রতিবাদ করলে সেচ দিবে না, ফসল মেরে ফেলবে। এভয়ে কেউ প্রতিবাদও করতে সাহস পায় না। ফলে কোনভাবেই অপারেটরদের কালো থাবা থেকে মুক্তি পাচ্ছেনা কৃষকরা। চরম অসহায় হয়ে পড়েছেন স্কীম ভুক্ত চাষীরা।

জানা গেছে, উপজেলায় বিএমডিএর আওতায় গভীর নলকূপ রয়েছে ৫৩৬ টি, ব্যক্তি মালিকানা ১৬ টি মোট ৫৫২ টি। অগভীর বিদ্যুৎ চালিত ৪১১ টি, ব্যাক্তি মালিকানা। অগভীর ডিজেল চালিত ৫০ টি। এলএলপি বিদ্যুৎ চালিত ৩ টি, এলএলপি ডিজেল চালিত ৩৫০টি। মোট ১ হাজার ৩৬৬ টি গভীর অগভীর সেচ পাম্প রয়েছে।

উপজেলায় আবাদ যোগ্য কৃষি জমি রয়েছে ২৩ হাজার ৯৯৩ হেক্টর, সেচের আওতায় ২২ হাজার ৩৩২ হেক্টর।সেচ বহির্ভুত জমি রয়েছে ১ হাজার ৬৬২ হেক্টর। এক ফসলী  জমি ৩৪৪ হেক্টর। দুই ফসলী ৪ হাজার ৫৪০ হেক্টর। তিন ফসলী ১৯ হাজার ১০৯ হেক্টর। নীট ফসলী জমি ২৩ হাজার ৯৯৩ হেক্টর,  মোট ফসলী জমি ৬৬ হাজার ৭৫১ হেক্টর।  নিবিড়তা ২৭৮%, ভূমি  ব্যবহার ৮২%। উচুঁ জমি ২০ হাজার  ৩৮৬ হেক্টর, মাঝারি উচুঁ জমি ১ হাজার ৫৭৮ হেক্টর, মাঝারি নিচুঁ জমি ১ হাজার ৫৫৩ হেক্টর, নিচু জমি ৪৭৬ হেক্টর জমি রয়েছে। 

খোজ নিয়ে জানা গেছে, বিশেষ করে গভীর নলকূপের অপারেটর নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়। যে যখন ক্ষমতায় গভীর নলকূপ নিয়ে চলে বেপরোয়া বানিজ্য। বর্তমানেও ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রনে গভীর নলকূপ। নিয়োগ পেতে লাগে কাড়িকাড়ি টাকা। আর এই টাকা তুলতে সেচ হার নির্ধারন হয় অপারেটরের ইচ্ছায়। যদিও সেচে প্রচুর ভূর্তুকি, এর তিল পরিমান সুবিধা পায় না কৃষকরা। যে সকল গভীর নলকূপের আওতায় আলুর প্রজেক্ট হয়, সে সব গভীর নলকূপের অপারেটরা কৃষকের জমি লীজ দিয়ে কাড়িকাড়ি টাকা হাতিয়ে নেয়।

কৃষকরা জানান, যে গভীর নলকূপের স্কীম ভুক্ত ১০০ বা ২০০ কিংবা ৩০০ বিঘা জমিতে আলুর প্রজেক্ট হয়। যিনি প্রজেক্ট করেন তাকে যোগাযোগ করতে হয় অপারেটরের সাথে। প্রতি বিঘা লীজ হয় ১৪ থেকে ১৫ হাজার টাকায়। কিন্তু কৃষককে ৫ হাজার টাকাও দেওয়া হয় না। প্রতিবাদ করলে ধান চাষ করতে পারবেন না। বিঘা প্রতি বোরো ধানে সেচ হার ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করে নেওয়া হয়। আবার টান্সফর্মা কিংবা মটর বা ড্রেন এসব দোহায়ে আদায় করা হয়।  সমিতি বা কার্ড এর মাধ্যমে সেচ দেওয়া হলে খুবই কম খরচ হবে। এছাড়াও ব্যক্তি মালিকানা মটরে আরো বাড়তি সেচ হার আদায় করা হয়। এক কথায় যে ভাবে পার কৃষকদের  ধ্বংস কর।

এদিকে বানিজ্যিক লাইন নিয়ে বেপরোয়া সেচ বানিজ্য চলছে। মুন্ডুমালা, বাধাইড় ও কলমা এলাকায় গভীর নলকূপগুলো তিন ঘন্টার বেশি চালাতে পারেনা। দিনের দিন পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারনে আরো বাড়তি সেচ হার আদায় করা হয়।

বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গভীর নলকূপে প্রকার ভেদে ঘন্টাপ্রতি ১২৫-১৩০ ও ১৩৫ টাকা নির্ধারন করা হয়েছে। কোন অপারেটর বাড়তি সেচ হার নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এজন্য কৃষকদের সচেতন হতে হবে। কারন সরকার সেচে ভূর্তুকি দিচ্ছে। আর কেউ বেশি নিবে তা বরদাস্ত করা হবে না।

আরও খবর



দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;বর্তমান সময়ে দুই খান মাতিয়ে রেখেছে পুরো দেশ। একজন হচ্ছেন পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। আরেকজন হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই নায়কের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। যা নিয়ে গেল ক’দিন ধরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

আরাভ খানের কথা বাদ রেখে কথা বলা যাক, চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে। শীর্ষ এই নায়কের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আর রহমত উল্লাহ একজন ‘প্রতারক ও ভূয়া প্রযোজক’।

‘কথিত’ এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গত শনিবার গভীর রাতে গুলশান থানায়ও যান শাকিব খান। এর পরদিন রোববার বিকেলে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। দুই জায়গাতেই তিনি এই প্রযোজকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ধরেন। আর এই প্রযোজক যেন দেশ ত্যাগ না করতে পারে, তার জন্যও আইনের সহযোগিতা চান শাকিব খান।

শাকিব খানের বিরুদ্ধে গত ১৫ মার্চ প্রযোজক রহমত উল্লাহ লিখিত আকারে বিস্তর অভিযোগ জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় ১৬ মার্চ ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও রহমত উল্লাহ। সেখানে আরও উপস্থিত ছিলেন- প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কিন্তু সেখানে কোনো সমঝোতার হয়নি, বরং হয়েছে উল্টোটা। যার ফল- শাকিব খানের থানায় যাওয়া।

 অনুসন্ধানে বেরিয়ে এসেছে- এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। সুদূর অস্ট্রেলিয়া থেকে এই প্রযোজক বলেন, ‘শাকিব বলছে, আমি ভূয়া প্রযোজক- এটা হাস্যকর। আমি যে একজন প্রযোজক এর যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। আর আমি যেসব অভিযোগ এনেছি তার বিরুদ্ধে, একটাও মিথ্যে না। আমি আমার আইনজীবীর সঙ্গে এখানে কথা বলছি। কীভাবে কি করা যায়, সেই সিদ্ধান্তই নিচ্ছি। আমি কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি। অল্প কিছুদিন আপনারা অপেক্ষা করেন।’

অভিযোগ দিয়েই দেশ ত্যাগ করার কারণ কী জানতে চাইলে এই প্রযোজক বলেন, ‘আমি আপনাকে আগে জানিয়েছিলাম, আমার হাতে সময় কম। অস্ট্রেলিয়ায় আমার বেশ কিছু কাজ আছে। বিষয়টি আমি শাকিব খান ও চলচ্চিত্রের বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি। কারও ভয়ে আমি দেশ ত্যাগ করেনি। আমি আমার কাজের জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে সব প্রমাণ নিয়ে দেখা হচ্ছে। এবার লড়াই হবে আইনিভাবে।’


আরও খবর