Logo
আজঃ শুক্রবার ০২ জুন 2০২3
শিরোনাম

নাসিরনগরে গোয়াল নগরে দুই গোষ্টিরটেটা যুদ্ধে প্রায় ৪০ জন আহত

প্রকাশিত:বুধবার ১৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০২ জুন 2০২3 | ২৬০জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ-

ব্রাহ্মণবড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়াল নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেটা যুদ্ধে দুই পক্ষের অন্তত  ৪০ জন আহত  হয়েছে। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা করানো হয়েছে।


আহদের মাঝে   কয়েকজনকে  আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার গোয়ালনগর  গ্রামের  মাসুক মেম্বারেরগোষ্ঠী ও রফিক মাঝির  গোষ্টির লোকদের মাঝেে ফেসবুকে পাল্টা পাল্টি লেখা লেখি - তর্ক- বিতর্ক এক সময় চরম পর্যায়ে পৌছে।এই নিয়ে কয়েকদিন ধরে দুই গোষ্টির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছিলো।


স্থানীয় চেয়ারম্যান ও সর্দারগণের হস্তক্ষেপেও এর কোন সুরাহা হয়নি।সোমবার সকালে উভয় গোষ্ঠির  লোকজন লাঠি, বল্লম, টেটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন হতাহত হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনাস্থলে নাসিরনগর চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হয়ে তিন ঘন্টা ব্যাপী টেটা যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 


সংর্ঘষের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ মাসুক মিয়া জানায়, রফিক মিয়া ও মোঃ পুরুক মিয়া আমার সাথে  নির্বাচনের লড়ে ফেল করে এর পর  থেকেই তারা আমাদের সাথে ঝগড়া করার জন্য মরিয়া হয়ে উঠে। মোঃ মাসুক মিয়া জানান,তাদের মাঝে আহত রিপন, মোতাকাব্বির এমরান,মতিন কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও মোতাকাব্বিরকে ঢাকা প্রেরণ করা হয়েছে। 


রফিক মাঝির লোকজনের সাথে একাদিক বার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াল নগর ইউপি চেয়ারম্যান মোঃ আজহার উদ্দিন এ প্রতিনিধিকে বলেন,উভয় পক্ষের মাঝে পূর্ব থেকেই বিভিন্ন মামলা মোকদ্দমা চলে আসছিল।মামলা মোকদ্দমার জের ধরে তাদের দুই গ্রুপের মাঝে মনোমালিন্য ও চলছিল।তাছাড়া ও এক পক্ষের লোক অন্য পক্ষের লোকের বিরোদ্ধে ফেসবুকে লেখালেখিও করছিল।


তাছাড়াও ঘটনার দুই দিন আগে রফিক মাঝির লোকজনে মাসুক মেম্ভারের ভাই  মোঃ সমসু মিয়াকে রাস্তা দিয়ে আসার সময় তার উপরে হামলা চালিয়ে একটি হাত ভেঙ্গে দেয়।এ সমস্ত কারনে পরে দুই পক্ষের মাঝে সংর্ঘষ বাধে।


নাসিরনগর থানার পুলিশ পরিদর্ষক তদন্ত আ,স,ম আতিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন ওই এখনো কোন মামলা হয়নি।

তবে আমারা পক্ষদের সাথে যোগাযোগ করেছি।তারা বলেছেন সন্ধ্যার পর তারা এজাহার নিয়ে থানায় আসবে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কয়েকজনকে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ২৭৫ রানের জবাবে ৩ উইকেট হারিয়েই ২২৫ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। ৫০ বলে দরকার ছিল মাত্র ৫০ রান। আয়ারল্যান্ডের জয় যখন সময়ের অপেক্ষা মনে হচ্ছিল তখনই আঘাত হানেন অনিয়মিত বোলার নাজমুল হোসেন শান্ত। এই রানে হ্যারি টেক্টরকে ফিরিয়ে শান্ত যে উৎসব শুরু করেন, বাকি ৫ উইকেট নিজেদের মধ্যে ভাগ করে ও আটসাঁট বোলিংয়ে সেই উৎসবের পূর্ণতা দেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানের বেশি করতে পারেনি আইরিশরা। হার দেখে ৫ রানের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রেকর্ড জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল তামিম ইকবালের দল।

বাংলাদেশের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানে স্টিফেন ডোহানির উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ওপেনার পল স্টার্লিং ও তিনে নামা অ্যান্ডি বলবার্নি। ১২৬ রানের মাথায় ফেরেন ৫৩ রান করা বলবার্নি। দলের সাথে আর ২০ রান যোগ হতে ফেরেন স্টার্লিংও (৬০)।

এরপর ৬৪ বলে ৭৯ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর ও লোরকান টাকার। তবে ম্যাচের নাটকীয়তা তখন অনেক বাকী। যেই নাটকের শুরু করেন শান্ত, টেক্টরকে ফিরিয়ে। ২২৫ রানে টেক্টরের (৪৫) বিদায়ের পর ২২৬ রানে ক্যাম্ফার, ২৩৬ রানে জর্জ ডকরেল ও ২৪২ রানে লোরকান টাকারকে (৫০) বিদায় করেন মোস্তাফিজ।

শেষ ২ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল আইরিশদের, হাতে ৩ উইকেট। মৃত্যঞ্জয়ের করা ৪৯তম ওভারে চার-ছক্কায় ১৪ রান তুলে নেন মার্ক অ্যাডায়ার। হাসান মাহমুদের করা শেষ ওভারে ১০ রান দরকার ছিল। তবে শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে আইরিশ স্বপ্নের মৃত্যু ঘটান হাসান।

এর আগে, প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন রনি। তবে রনি ফিরলেও রানের গতি দারুণভাবে বজায় রেখেছিলেন ব্যাট করছেন অধিনায়ক তামিম ইকবাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৭ রানের মাথায় ফেরেন শান্তও। দৃষ্টিনন্দন সব বাউন্ডারিতে ৩২ বলে ৩৫ করেন তিনি। দলীয় ১১তম ওভারের পঞ্চম বলে ক্রেইগ ইয়ংয়ের বলে স্লিপে শান্তর ক্যাচ ধরেন অধিনায়ক অ্যান্ডি বলবর্নি। এরপর চারে নামা লিটন দাসকে নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে দলীয় ১৩৭ রানে লিটনের বিদায়ে ভাঙে ৭০ রানের জুটি।

৩৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে ফেরেন লিটন। লিটনের বিদায়ে মাঠে নামেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া তাওহীদ হৃদয়। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ১৫৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পতন হয় তামিমের। ১৮৬ রানের মাথায় জর্জ ডকরেলের করা ৩৪তম ওভারের তৃতীয় বলে লিডিং এজ হয়ে ক্যাচ উঠিয়ে দেন তামিম। সহজ ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি ক্রেগ ইয়ং। যাওয়ার আগে ৮২ বলে ৬টি চারে ৬৯ রান করেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৫৬তম ওয়ানডে ফিফটি। ৯ ম্যাচ পর ফিফটি পেয়েছেন তিনি। তবে এই ম্যাচেও শুরুতে তাকে ফেরানোর সুযোগ ছিল। জশ লিটলের বলে দ্বিতীয় স্লিপে তার সহজ ক্যাচ ধরতে পারেননি অ্যান্ড্রু বলবার্নি।

তামিমের বিদায়ের পর মিরাজকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মুশফিক। ৭৫ রানের জুটি গড়ে দলকে নিয়ে যাচ্ছিলেন তিনশ রানের দিকে। তবে ছন্দপতন শুরু হয় ২৬১ রানের মাথায় মুশফিক অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লে। ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন মুশফিক। চার রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রান করা মিরাজও বিদায় নেন। এরপর ২৭১ রানের মাথায় হাসান, ২৭৩ রানে মোস্তাফিজ ও ২৭৪ রানে ফেরেন মৃত্যুঞ্জয়। শেষ ৪ উইকেটের তিনটিই দখল করেন মার্ক অ্যাডায়ার। ম্যাচে তার শিকার ৪ উইকেট। দুইটি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।


আরও খবর



বাংলাদেশ জুয়েলারী এ্যসোসিয়েশনের মাগুরা শাখার নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: বাংলাদেশ জুয়েলারী এ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪৬ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। ১৮ টি পদে ৩৬ জন প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচন পরিচালানায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ জুয়েলারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রিপনুল হাসান, সংগঠনের খুলনা বিভাগীয় প্রধান চৌধুরী রকিবুল ইসলাম সঞ্জয় ও ইদ্রিস আলী।

মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন কেন্দ্রে শান্তি শৃংখলা বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরও খবর



মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেতার মতবিনিময়

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | ৭০জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের সাথে মালয়শিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম আর জামিল হোসাইনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা মাস বাংলা গ্রুপের চেয়ারম্যান এম আর জামিল হোসেন,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন।

অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সহ-সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি মো. জামাল শরীফ, মেহেদী হাসান লিপন, এইচএম মইনুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাংবাদিক গনেশ পাল, বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা মো. বাদশা মীরসহ শরণখোলা ও মোরেলগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক এম আর জামিল হোসাইন বলেন, দেশের উন্নয়নের কথা তুলে ধরতে  হলে সংবাদ কর্মীদের মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই সংবাদপত্রকে সবচেয়ে বেশী মূল্যায়ন করেছেন। উপকূলীয় এ অঞ্চল মোরেলগঞ্জ ও শরণখোলার উন্নয়নের জন্য বিদেশীদেরকে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, সুন্দরবন পর্যটন কেন্দ্রসহ নতুন নতুন পরিকল্পনা গ্রহন করতে হবে। আর এটি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই সম্ভব,তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জনমত গড়ড়ে তুলতে হবে।

আরও খবর



তানোরে বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরনের শুভ উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০২ জুন 2০২3 | ১২৬জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধিঃপরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলার জন্য স্থানীয় সাংসদের নির্দেশে রাজশাহী  তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ  কমর্সূচির উদ্বোধন করা হয়েছ। বুধবার ( ৩০শে মে) সকালের থেকে  বিএমডির কার্যালয়ে চারা বিতরনের এমপি পক্ষে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান।

চেয়ারম্যান জানান, এমপির নির্দেশে খরা প্রবন উপজেলা ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ও সবুজ বনায়ন গড়ে তুলতে প্রান্তিক কৃষকের মাঝে ২০০০ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরন করা হবে। এসময় বিএমডিএর কর্মকর্তা কর্মচারী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর



সঠিক সময়ে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | ৩০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক সময়ে চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে 'স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুল হক ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বইয়ের লেখক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন, স্মার্ট বাংলাদেশ নিয়ে এই বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার এই বইটিতে উপস্থাপন করেছি। সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ‘আমি যখন এই ইশতেহার তৈরি করি এবং যখন এর বাস্তবায়ন প্রক্রিয়া লিখি তখন আমাকে উন্নত দেশগুলোর এই প্রেক্ষাপটে উন্নয়নের কেন্দ্রবিন্দুগুলো নিয়ে স্টাডি করতে হয়েছে। তাদের কর্ম-পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা বাস্তবায়নের চিত্র তুলে ধরেছি।

ড. হাফিজ মু. হাফিজ বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরও সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।


আরও খবর