
আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরোদ্ধে পুলিশের করাতব্য কাজে বাধা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে বিএনপির মহা সমাবেশের জ্বালাও পোড়াও ভাংচুরেন ঘটনাকে কেন্দ্র করে ২৯ অক্টোবর ভোর রাতে সদর ইউনিয়নের কুলিকুন্ডা মোড়ের এ ঘটনাকে কেন্দ্র করে একটি ও অন্য জায়গা আরো একটি ঘটনার কারনে পুলিশের দুই এস আই বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।নাসিরনগর থানার মামলা নং ১৩/১৩৭ একটি মামলায় পুলিশের এস আই লিটন ঘোষ ও ২/১৩৯ নং মামলায় এস আই রূপন দেবনাথকে বাদী করা হয়েছে।
এক মামলায় ৩৪ জন অজ্ঞাতনামা আরো ১২০ জন আর অন্য মামলায় ৩৮ জনকে আসামী করা হয়েছে।এক মামলায় ঘটনার তারিখ ২৯ অক্টোবর ও অন্য মামলায় ২ নভেম্ভর উল্লেখ করা হয়েছে। মামলা দুটিতে বলা হয়েছে পুলিশের সরকারী ও কর্তব্য কাজে বাধা,পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম,বিস্ফোরক দ্রব্য বহন ও বিস্ফোরনের ঘটনায় এ মামলা দুটি রুজু করা হয়েছে।মামলায় বেশ কয়েকজন পুলিশ অফিসার ও সদস্যদের আহত দেখানো হয়েছে। মামলায় আসামী করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এস এ কে একরামুজ্জামান সুখন,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক বশীর উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী ও স্বেচ্চাসেবক দলের সভাপতি মোঃ এনামুল হুদা সুমন সহ যুবদল,ছাত্রদল,কৃষকদল,স্বেচ্চাসেবক দল, তাতী দলের ও অনেক নেতাকর্মীকে।ইতিমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ।বর্তমানে নেতাদের বাড়িতে চলছে পুলিশের চিরুনী অভিযান।
পুলিশের ভয়ে অনেকে নেতাকর্মীরাই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে গ্রেপ্তারাতংক।
-খবর প্রতিদিন/ সি.ব