Logo
আজঃ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শিরোনাম

নাওডোবায় ওরশ এর মেলায় চলছে মাদকের অবাধ ব্যাবহার

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | ১৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ

শরীয়তপুর জেলার, নাওডোবা পদ্মা দক্ষিণ থানা এলাকার মজিদ মোড়ল কান্দিতে মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে ১৯-২১ মার্চ পর্যন্ত ৩ দিনের জন্য ওরশ মাহফিল এর আয়োজন করা হয়।

 গত শনিবার থেকেই দেখা নির্ধারিত সময়ের আগেই মাতাল পাগলদের মাদক সেবনসহ মাদক ব্যবসার অন্যরকম অসামাজিক পাগলামি,ভুলের পাগলের আস্তানায় পাগল মেলার নামে দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা ব্যবসা, অভিযোগ পাওয়া গেছে ওরশ উদযাপন কমিটি মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বড় ছেলে নিশান এর বিরুদ্ধে, এদিকে ওরশ আয়োজক কমিটি প্রশাসনের অনুমতির নিয়ম নীতিমালার তোয়াক্কা না করেই অদৃশ্য ক্ষমতার বলে স্থানীয় সন্ত্রাসী ও নাওডোবা মজিদ মোড়ল কান্দির,মোতালেব হাওলাদারের জামাতা মোহাম্মদ আবুল,ও নাওডোবা গোল চত্বর সংলগ্ন ফুট এক্সপ্রেস রেস্টুরেন্ট এর মালিক সেনাবাহিনী পরিচয় দানকারী মোঃ তরিক মিয়া সহ উল্লেখিত এলাকার কতিপয় ব্যাক্তিদের ম্যানেজ করে নাওডোবা মজিদ মোড়ল কান্দি এলাকায় বেআইনী ভাবে পাগল মেলা বসিয়ে মাদকের আস্তানা গড়ে তোলায় চরম ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।পদ্মা দক্ষিণ থানার ১ কিলোমিটারের মধ্যে পাগল মেলার নামে প্রকাশ্যে মাদক ব্যবসার ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেছে স্থানীয় এলাকাবাসী।তথ্য সূত্রে জানা গেছে, নাওডোবাএলাকায় ভূলের পাগলের আস্তানায় ওরশ শরীফ আয়োজন করে উল্লেখিত বাউল সম্রাট ও বাউলশিল্পী মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বড় ছেলে নিশান, ওরশ মোবারক উপলক্ষে প্রশাসনের কাছ থেকে বাউল গান ও মিলাদ মাহফিল এর ৩ দিনের অনুমতি পায়, কিন্তু অনুমতি পত্রে যে সকল নিয়ম এবং শর্ত থাকে তার কোন কিছুর তোয়াক্কা না করে ১৯ মাচ থেকে নাওডোবা মজিদ মোড়ল কান্দি এলাকায় পাগল মেলা আয়োজন করে। পাগল মেলা বসার আগের দিন থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মাদকাসক্তারা সে ওরশ মাহফিল অনুষ্ঠানে ভিড় করতে দেখা গেছে।নাওডোবা বাজার মসজিদের ইমাম, মাওলানা, মুসল্লী গন, নাওডোবা আমজাদিয়া স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকরা এবং এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন ঘুরে দেখা গেছে, এবং অভিযোগকারীদের সাথে আলাপ কালে তারা, দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সাংবাদিক দের, আক্ষেপ ও নিন্দার সাথে জানায় যে মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি একজন শিল্পী, হিসেবে দেশবাসী চিনে কিন্তু তার আরো অনেক কিছুই আছে জানার মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি দেশ-বিদেশ গান গাইয়া যে অর্থ উপার্জন করতো সেখান থেকে অধিক অংশ টাকা এলাকার গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিত এবং মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি নিজে একজন ধার্মিক ও গুণী ব্যক্তি ছিলেন আমরা এলাকাবাসী প্রতিবছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নফল রোজা, নামাজ পড়ে মন থেকে দোয়া করি এবং শোক পালন করি , কিন্তু তার বড় ছেলে নিশান এলাকার কিছু সন্ত্রাসী ,দুষ্কৃতী মাদক ব্যবসায়ীদের সাথে মিলেমিশে মেলা নামক ৩ দিনের আনন্দ উৎসব গোরে তুলেন, পুতুল নাচের নামে নর্তকী দিয়ে গান এবং নৃত্য পরিবেশন এবং এই মেলায় এমন সব বিনোদন থাকে যে গুলো ফ্যান্টাসি, ও নন্দন পার্কের মত জায়গায় দেখা যায়, আমাদের দেশে এই সমস্ত বিনোদন চালাতে হলে, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারের আরো বড় বড় কর্মকর্তাদের অনুমতি লাগে, কিন্তু আব্দুল হালিম মিয়া বয়াতির ছেলে নিশান প্রশাসনের কোন তোয়াক্কা না করে এই সকল কার্যকলাপে লিপ্ত, এবং এলাকার কেউ এই সমস্ত মাদক ব্যবসা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিতে গেলে, নিশান ক্ষোভের সাথে হুমকি প্রদান করেন যে শরীয়তপুরের সার্কেল এসপি আমার বন্ধু বাড়াবাড়ি করলে মাদক মামলায় চালান করিয়ে দিব,মেলায় ঘুরে আরো দেখা যায় এবং দোকান মালিকরাও অভিযোগ করেন প্রতিটি দোকান হইতে তরিক গং জোর পূর্বক আমাদের কাছ থেকে ,১০০০০-১৫০০০ টাকা আদায় করে নিচ্ছে,সেখানে ওরশ মাহফিল অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার পাগল মাস্তানরা নাওডোবা এলাকায় অবস্থান করে সেখানে মাদকের পসড়া বসিয়ে প্রকাশ্যে বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছে আর সে পসড়ায় ভিড় করছে এলাকার উঠতি বয়েসের যুবকরা,ওরশ মাহফিল অনুষ্ঠানের নামে প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবনের ঘটনায় নাওডোবা এর আশে পাশের এলাকা গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে অগ্রসর হচ্ছে। পাগল মেলার নামে প্রকাশ্যে মাদক ব্যবসা বন্ধ করে যুব সমাজকে রক্ষা করার জন্য , শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, এর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন নাওডোবা মসজিদ কমিটি, স্কুলের শিক্ষকবৃন্দও স্থানীয় শান্তি প্রিয় এলাকাবাসী।


আরও খবর



আইন মেনে হোটেল রেস্তোরাঁয় অভিযান চালানোর নির্দেশ

প্রকাশিত:মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | ১৪৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইন অনুযায়ী রাজধানীর হোটেল ও রেস্তোরাঁ গুলোতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযানের নামে হয়রানি করা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি হয়। শুনানি শেষে এ আদেশ দেন দ্বৈত বেঞ্চ।

গত ১১ মার্চ রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা সব শর্তপূরণে সময় চেয়ে আবেদন করেছেন।

রাজধানীর বেইলি রোডে গত ২৯ ফেব্রুয়ারি গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা হয়েছে। ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরও খবর



আদলতে মনগড়া অভিযোগ পত্র দাখিলের বিরুদ্ধে দৌলতপুরে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

প্রকাশিত:বুধবার ০৬ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ | ৭৭জন দেখেছেন

Image

জালাল উদ্দীন, দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় হওয়া মামলায় আদলতে মনগড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগে দৌলতপুর থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা হাটখোলাপাড়া এলাকায় মানববন্ধন ও ঝাড়– মিছিল করেন এলাকাবাসী। এসময় ওই এলাকার ৫ শতাধিক নারী পুরুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

গেল বছরের ১৪ জুন বিকেলে গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ভুরকা হাটখোলাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) নামের দুই কৃষকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে চরাঞ্চলের এক সময়ের ত্রাশ লালচাঁদ বাহিনীর সেকেন্ডইন কমান্ড উজ্জল সর্দারসহ তার সন্ত্রাসী বাহিনী। এঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হাসান।

পরে এঘটনার সাথে জড়িত ৫ জন এজাহার নামীও আসামীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক রাকিবুল হাসান আদালত তদন্ত প্রতিবেদন জমাদেন। এতে মামলার বাদিপক্ষ না রাজি জানিয়ে মামলাটি নতুন করে তদন্তের জন্য গতকাল মঙ্গলবার (৫ মার্চ) আদালতে আবেদন করেন।

পরে বুধবার সকালে মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাসাসী। মানববন্ধনে দেওয়া বক্তব্যে তারা জানান, বজলু মালিথা ও শরিফুল মালিথাকে প্রকাশ্য দিবালকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়।এঘটনায় আমরা ৩৪ জনের নাম উল্লেখ করে আরো ২০-২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেছিলাম। কিন্তুু মামলাটি সুষ্ঠ তদন্ত না করে আসামী পক্ষের থেকে অবৈধ সুবিধা নিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান মামলার এজাহার থেকে হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া ৮ জনের নাম বাদ দিয়ে আদালতে মামলাটির অভিযোগ পত্র দাখিল করেছেন। একারনে মামলাটিতে নেয় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করেন বক্তারা।

এসময় মানববন্ধন থেকে বক্তারা দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানকে প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে মামলাটি পুনরায় তদন্ত করে দষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান মানববন্ধনে উপস্থিত এলাকাবাসি।


আরও খবর

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

শুক্রবার ২৯ মার্চ ২০২৪




আগাম জামিন অনির্দিষ্টকালের জন্য দেওয়া উচিত নয়: আপিল বিভাগ

প্রকাশিত:রবিবার ২৪ মার্চ 20২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | ৮৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। রমনা থানার নাশকতার মামলায় বিএনপির দুই নেতার জামিন প্রশ্নে এক আদেশে এমন অভিমত দিয়েছেন আপিল বিভাগ।

গত ৬ মার্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চের ওই আদেশ শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, এই সব রায়ের নীতি অনুসারে ব্যক্তি/ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয়। পুলিশ রিপোর্ট পর্যন্ত বিবাদীদের আগাম জামিন দিয়ে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের রায়ের নীতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। কারণ মাঝেমধ্যে যথাযথ তদন্তের স্বার্থে কোনো মামলার প্রতিবেদন দিতে বেশি সময় নিতে পারে তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে, অভিযুক্ত পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিনের সুবিধা উপভোগ করার অধিকারী নয়।

আপিল বিভাগের আগের দেওয়া কয়েকটি রায়ের রেফারেন্স দিয়ে এসব কথা বলেন আদালত। ‘রাষ্ট্র বনাম মো. কবির বিশ্বাস’, ‘রাষ্ট্র বনাম অধ্যাপক ড. মোরশেদ হাসান খান এবং অন্যান্য, ‘রাষ্ট্র বনাম আবদুল ওয়াহাদ শাহ চৌধুরী’ মামলার রায় এ আদেশে উদ্বৃত করা হয়।


আরও খবর



মায়ামি শেষ আটে মেসি-সুয়ারেজের গোলে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | ১১৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। তবে বুধবার (১৩ মার্চ) রাতে দ্বিতীয় লেগে সেই ন্যাশভিলকে কোনো পাত্তাই দেয়নি মায়ামি। সহজ জয়ে শেষ আট নিশ্চিত করেছে মেসি-সুয়ারেজরা।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। মেসি-সুয়ারেজ দু’জনই গোলের দেখা পেয়েছেন। বাকি গোলটি করেছেন রবার্ট টেলর। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে মায়ামি।

ঘরের মাঠে খেলা হলেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ন্যাশভিল। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। মেসির অ্যাসিস্টে ম্যাচের ৮ মিনিটেই দলকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর ম্যাচের ২৩ মিনিটে সেই মেসি মায়ামিকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন।

দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি। তখনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল পরের রাউন্ডে কোন দল উঠছে। দ্বিতীয় হাফে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ন্যাশভিল। একের পর এক আক্রমণে মায়ামিকে চেপে ধরে তারা। তবে উল্টো ম্যাচের ৬৩ মিনিটে রবার্ট টেলর মায়ামিকে তৃতীয় গোলের স্বাদ দেন।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ন্যাশভিল। যদিও বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে (৯৩তম) স্যাম সুরিজ ন্যাশভিলের হয়ে এক গোল শোধ করেন। তবে তার গোল তেমন কাজে আসেনি ন্যাশভিলের। ৩-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় তারা। দুই লেগ মিলিয়ে ন্যাশভিলের হার ৫-৩ গোলে।


আরও খবর



বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | ২৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ-আমেরিকার মধ্যকার সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি-আমেরিকানদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডোনাল্ড লু। এসময় বক্তৃতায় তিনি বাংলাদেশি-আমেরিকানদের অবদানের কথা উল্লেখ করেন।

দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকানদের কথা উল্লেখ করে ডোনাল্ড লু বলেন, তাদের শক্তি ও অসাধারণ কঠোর পরিশ্রম দুটি মহান জাতির মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশি-আমেরিকানরা দুই দেশের সম্পর্ক জোরদারে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা গর্বের বিষয়।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তারা তাদের অনন্য উদ্ভাবনী শক্তি ও ধারণার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। ‘শুভ জন্মদিন বাংলাদেশ, জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান স্বাগত বক্তব্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত ইমরান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ওয়াশিংটনের সঙ্গে ঢাকার চমৎকার বোঝাপড়া ও সহযোগিতা বিরাজ করছে। সবার সমৃদ্ধি অর্জনের জন্য একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

রাষ্ট্রদূত ইমরান বলেন, ‘আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে দুই দেশ তাদের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী ও এগিয়ে নিতে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে সক্ষম হবে।

অতিথিদের উপস্থিতিতে পরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত যৌথভাবে কেক কাটেন। এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আরও খবর